“খালেদা জিয়ার কথায় পদ্মা সেতুর নাট-বল্টু খুলেছিল বায়েজিদ” – ভূয়া ক্যাপশন ভাইরাল

Published on: July 19, 2022

৩০ জুন ২০২২ তারিখে ফেসবুকের ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যার ক্যাপশনে বলা হয়েছে খালেদা জিয়ার কথায় পদ্মা সেতুর নাট বল্টু খুলেছিল বায়েজিদ। তবে ভিডিওটির বিস্তারিত অংশে এমন কিছুই বলা হয় নি। বায়েজিদের নাট-বল্টু খোলা ঘটনার পর একটি গোলটেবিল আলোচনা সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, “খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানানো হচ্ছে, আপনারা এতে উঠবেন না। সেই কথা প্রমাণ করতে তারই এক অনুসারী পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নিয়েছে।“ এই মন্তব্যটিকেই উদ্ধৃতি চিহ্ন এবং তথ্যসূত্র না ব্যবহার করে ভিন্নভাবে উক্ত ভিডিওর ক্যাপশনে উপস্থাপন করা হয়েছে। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ ভিডিওর ক্যাপশনটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

উক্ত ক্যাপশনে ফেসবুকে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

গত ২৫ জুন ২০২২ (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। এরপর দিন ২৬ জুন (রবিবার) ভোর থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। ঐ দিন দুপুরের পর ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর রেলিং এর নাট খুলে তুলে ধরেছেন। ভিডিওটি দেখুন এখানে।

এর কয়েক ঘণ্টা পর বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ তালহা নামের সেই যুবককে (৩১) গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ দিনের রিমান্ড চাইলে শুনানির মাধ্যমে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তার সাত দিনের রিমান্ডে মঞ্জুর করেন।

এই ঘটনার পর ২৯ জুন ২০২২ (বুধবার) “পদ্মা সেতু: সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা” শীর্ষক একটি গোলটেবিল আলোচনা সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, “নাট-বল্টু খুলে নেওয়া ব্যক্তি খালেদা জিয়ার অনুসারী”।

তিনি আরও বলেন, “খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতু জোড়া তালি দিয়ে বানানো হচ্ছে, আপনারা এতে উঠবেন না। সেই কথা প্রমাণ করতে তারই এক অনুসারী পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নিয়েছে।“

এদিকে, পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে গ্রেপ্তার হওয়া মো. বায়েজিদ মৃধা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তিনি পটুয়াখালীতে থাকাকালে ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে একাধিক সংবাদমাধ্যম। যদিও বায়েজিদের কাজের দায় নিতে চাচ্ছে না কোনো রাজনৈতিক দল।

সর্বশেষ সংবাদ অনুযায়ী, ৬ জুলাই, ২০২২ (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে মুখ্য বিচারক হাকিম আদালতের বিচারক সামসুল আলম বায়েজিদের জামিন আবেদন নাকচ করে দেন। যদিও রিমান্ডে উক্ত ঘটনায় অন্য কনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা তা এখনও জানা যায় নি।

নৌপরিবহন প্রতিমন্ত্রীর মন্তব্যকে উদ্ধৃতি চিহ্ন এবং তথ্যসূত্র না ব্যবহার করে ভিন্নভাবে উক্ত ভিডিওর ক্যাপশনে উপস্থাপন করায়, ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply