বিসিবি কি দৈনিক ১ লক্ষ ২৭ হাজার টাকা পারিশ্রমিকে স্পিন কোচ নিয়োগ করছে?

Published on: June 8, 2021

সম্প্রতি “প্রতিদিন ১ লক্ষ ২৭ হাজার টাকা দিয়ে বাংলাদেশের স্পিন কোচ আনবে বিসিবি” শীর্ষক শিরোনামে একটি খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধান করে দেখে, বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথের নাম শোনা গেলেও উচ্চ পারিশ্রমিক দাবি করায় তাকে পরিকল্পনা থেকে বাদ দিয়েছে বিসিবি। ফলে উক্ত শিরোনামে করা দাবিটিকে ‘মিথ্যা’ চিহ্নিত করেছে ফ্যাক্টওয়াচ। ৬ জুন ২০২১ তারিখে সংবাদটি প্রথম প্রকাশিত হয় ‘just24allnews.com’ নামের একটি অনলাইন পোর্টাল থেকে যার লিংক ফেসবুকের বেশ কিছু পাবলিক গ্রুপে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়। পরবর্তীতে এই পোর্টালটি তাদের খবরটি সংশোধন করে ফেললেও অন্যান্য অনেকগুলো পোর্টাল বা ফেসবুক গ্রুপে এই মিথ্যা সংবাদটি এখনো পাঠকের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।

 

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির জায়গায় নতুন স্পিন বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথের নাম তালিকায় রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হেরাথের সাথে বিসিবি’র আলোচনা শুরু হলে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে লেখালেখিও হয়েছে। কিন্তু এরই মধ্যে “প্রতিদিন ১লক্ষ ২৭ হাজার টাকা দিয়ে বাংলাদেশের স্পিন কোচ আনবে বিসিবি” শীর্ষক শিরোনামে একটি খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

ভাইরাল খবরটির লিংকগুলো দেখুন এখানে এখানেএখানে

 

স্ক্রিনশট দেখুন

 

 

 

 

 

 

 

 

ফ্যাক্টওয়াচ টিম যাচাই করে জানতে পারে, বিসিবি নতুন স্পিন বোলিং কোচ হিসেবে রঙ্গনা হেরাথের সাথে যোগাযোগ করলে তিনি পারিশ্রমিক হিসেবে দৈনিক ১ হাজার ৫০০ ডলার দাবি করেছিলেন। প্রথম আলোর বরাত দিয়ে জানা যায়, তাঁর শর্ত ছিল তিনি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে বছরে ১২০ দিন কাজ করবেন। কিন্তু বিসিবি হেরাথের এ দাবির সঙ্গে একমত হতে পারে নি এবং উচ্চ পারিশ্রমিক দাবি করায় তাকে পরিকল্পনা থেকেও বাদ দেয়। ‘Independent Television -এর ০৪ জুন ২০২১ তারিখে প্রকাশিত ভিডিও প্রতিবেদনটি দেখুন এখানে

 

অন্যদিকে ‘just24allnews.com’ পোর্টালটি এই খবরের শিরোনাম করেছে “প্রতিদিন ১ লক্ষ ২৭ হাজার টাকা দিয়ে স্পিন কোচ আনবে বিসিবি”। যদিও খবরে তারা স্বীকার করছে যে, বিসিবির সাথে হেরাথের চুক্তি হয় নি, এবং হওয়ার সম্ভাবনা ক্ষীণ। অর্থাৎ ভেতরের খবরটি কম বেশি ঠিক রেখে একটা বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে পাঠককে আকৃষ্ট করার যে অপকৌশল (যাকে সাইবার পরিভাষায় “ক্লিকবেইট” বলা হয়) সেটিই করেছে পোর্টালগুলো। পরবর্তীতে just2allnews.com তাদের শিরোনামটিকে যদিও বদলে দিয়েছে, কিন্তু তাকে কপি করা সংবাদমাধ্যম এবং অপরাপর ফেসবুক গ্রুপগুলো যেমন anondobarta.com এবং easyonlinenews.com এখনো এই বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে।

 

‘just2allnews.com’এর প্রতিবেদনের আর্কাইভ ভার্শনটি দেখুন এখানে

‘just2allnews.com’এর প্রতিবেদনের স্ক্রিনশট দুটি দেখুন

মূল প্রতিবেদন

 

পরিবর্তনের পরে

 

 

 

 

 

 

 

 

এসব লিংক পরবর্তীতে ফেসবুকের বেশ কিছু পাবলিক গ্রুপে শেয়ার করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রতিবেদনের মূল অংশে কী লেখা আছে সেটি ভালমত না পড়ে কেবল শিরোনাম পড়েই অনেকে বিভ্রান্ত হন।

 

সাধারণ পাঠকের বিভ্রান্ত হবার নমুনা

 

 

 

 

 

 

 

 

 

 

 

মূল সংবাদটি হল, শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ উচ্চ পারিশ্রমিক (দৈনিক ১,৫০০ ডলার) দাবি করলে বিসিবি তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। তাই হেরাথের সাথে এখনো কোনো চুক্তি হয় নি বিসিবির। সুতরাং এসব পোর্টালে প্রকাশিত শিরোনামের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

Leave a Reply