বিএনপি-র খুলনার সমাবেশে প্ল্যাকার্ডে কি “সেফুদা”র ছবি ছিল?

Published on: October 30, 2022

“খুলনার সমাবেশে সেফু দার ছবি নিয়ে উপস্থিত হয়েছেন সারা দেশের বিএনপির নেতা-কর্মীরা” টেক্সট সংবলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার হতে দেখা গিয়েছে যেখানে দেখা যাচ্ছে বিএনপির নেতা-কর্মীরা প্ল্যাকার্ডে সিফাতউল্লাহ সেফুর ছবি নিয়ে সমাবেশে যোগ দিয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এই ছবিতে দেখা যাওয়া প্ল্যাকার্ডগুলোতে সিফাতউল্লাহ সেফুর উপস্থিতির কোন প্রমাণ পাওয়া যায়নি এবং ছবিটি যে এডিট করে বিকৃত করা হয়েছে তার প্রমাণ পাওয়া গিয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ারকৃত উক্ত ছবিটির কিছু নমুনা দেখুন এখ, এখ, এখ, এখ, এবং এখ

গত ২৩ই অক্টোবর, ২০২২ তারিখে Hash Tag BNP নামক একটি ফেসবুক পেইজ থেকে “খুলনার সমাবেশে সেফু দার ছবি নিয়ে উপস্থিত হয়েছেন সারা দেশের বিএনপির নেতা-কর্মীরা” শিরোনাম সংবলিত একটি ছবি শেয়ার করা হয়। সেখানে দেখা যায় বিএনপির নেতা-কর্মীরা প্ল্যাকার্ডে সিফাতউল্লাহ সেফুর ছবি নিয়ে সমাবেশে যোগ দিয়েছে। ফ্যাক্টওয়াচ এই ছবিটির ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে সেখানে ব্যবহৃত বিএনপির সমাবেশের ছবিটির আসল উৎস খুঁজে পায় যেখানে প্ল্যাকার্ডে সিফাতউল্লাহ সেফুর কোন ছবি পাওয়া যায় নি। উক্ত ছবিটির আসল উৎস দেখুন এখ এবং এখ


সিফাতউল্লাহ ওরফে সেফু-দা বিভিন্ন সময় তার ফেসবুক পেইজ থেকে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনা, সেলিব্রিটি, ধর্ম, এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন এবং অদ্ভুত রকমের আচরণ করে থাকেন। সিফাতউল্লাহ সেফুর আনভিইড সব ইজ থেকে জানা যায় তার ভার্চুয়াল ফলোয়ার সংখ্যা প্রায় ১৬ লাখ । তিনি একজন প্রবাসী।

 

উল্লেখ্য, গত ২২ই অক্টোবর, ২০২২ তারিখে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের কিছু ছবি Bangladesh Nationalist Party-BNP নামক অফিসিয়াল পেইজ থেকে শেয়ার করা হয় যেখানে আমরা উক্ত ছবিটির আসল উৎস খুঁজে পাই এবং নিশ্চিত হই যে ছবির প্ল্যাকার্ডগুলোতে সিফাতউল্লাহ সেফুর ছবি ব্যবহার করা হয়নি এবং ছবিটি এডিটের মাধ্যমে বিকৃত করা হয়েছে।

 

সুতরাং, সবকিছু বিবেচনা করে উক্ত ছবিতে দেখানো প্ল্যাকার্ডে সিফাতউল্লাহ সেফুর ছবিকে আমরা “বিকৃত” বলে সাব্যস্ত করছি।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh