ইন্ডিয়ান আইডল মঞ্চে নৌকা মার্কা নিয়ে গান গাওয়া হয়েছে?

Published on: January 3, 2024

যা দাবি করা হচ্ছেঃ এটা ইন্ডিয়ান আইডলের মঞ্চে নৌকা মার্কা নিয়ে গান গাওয়ার ভিডিও।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ ভিডিওটি বিকৃত। ইন্ডিয়ান আইডলে নৌকা মার্কা নিয়ে কোনো গান গাওয়া হয়নি।  ভাইরাল ভিডিওতে দাবিটির সমর্থনে প্রমাণ হিসেবে যে আলাদা আলাদা দুইটি ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে তা ২০২১ এবং ২০২২ সালের ইন্ডিয়ান আইডলের আলাদা আলাদা দুইটি এপিসোডের অংশ। এগুলোকে নানান কায়দায় জোড়া লাগিয়ে আলোচিত ভিডিওটি বানানো হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি সত্যিই ইন্ডিয়ান আইডলের মঞ্চে নৌকা মার্কা নিয়ে কোনো গান গাওয়া সংক্রান্ত কি না — এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই ভিডিওটি বিশ্লেষণ করে দেখে ফ্যাক্টওয়াচ টিম। সেখানে একটি ছেলেকে “দাদা দাদী গো… নৌকা মার্কায় ভোটটা দিবেন গো” শীর্ষক একটি গান গাইতে দেখা যায়। গানটি চলাকালীন ইন্ডিয়ান আইডলের বিচারক নেহা কক্কড়, বিশাল দাদলানি এবং হিমেশ রেশামিয়া এই তিনজনের অভিব্যক্তির পরিবর্তন হতে দেখা যায়। তাছাড়া, অতিথিদের আসনের স্থানে একেক সময় বলিউডের একেক জনকে দেখা যায়। যেমনঃ একসময় দীপিকা পাড়ুকোন এবং অন্য সময় কাজল এবং অজয় দেবগনকে দেখা যায়। এ থেকে ধারণা করা যায়, ভাইরাল এই ভিডিওটি ইন্ডিয়ান আইডলের নির্দিষ্ট কোনো একটি এপিসোডের নয়। বরং সেখানে দুইটি আলাদা আলাদা এপিসোডের কিছু অংশ ব্যবহার করা হয়েছে।

পরবর্তিতে ইউটিউবে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে ভিডিও ফুটেজ দুইটির উৎস সেট ইন্ডিয়া (সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন)- এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। এরমধ্যে একটি ২০২১ সালের ২৭ অক্টোবর আপলোড করা হয়েছিল। এই এপিসোডে দীপিকা পাড়ুকোন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল “রিধামের ‘জুগনি’ পারফরম্যান্সে নাচলেন দীপিকা” (অনুদিত)। অর্থাৎ ভাইরাল ভিডিওতে দীপিকা পাড়ুকোন রিধাম নামের এক প্রতিযোগীর গানে নাচছিলেন, নৌকা মার্কা নিয়ে কোনো গানে নয়। অন্য ভিডিওটি ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আপলোড করা হয়েছিল যেখানে অতিথি হিসেবে কাজল এবং অজয় দেবগনকে উপস্থিত থাকতে দেখা যায়। এই ভিডিওর বিভিন্ন অংশ ভাইরাল ভিডিওতে ব্যবহার করা হয়েছে। তাছাড়া, ভিন্ন ভিন্ন এই দুইটি এপিসোডে বিচারকদের দুই ধরণের অভিব্যক্তি এবং পোষাকের ধরণ ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া যায়।


অর্থাৎ, দেখা যাচ্ছে যে, ২০২১ এবং ২০২২ সালের ইন্ডিয়ান আইডলের আলাদা আলাদা দুইটি এপিসোডের ফুটেজ বিভিন্ন ভাবে জোড়া লাগিয়ে তার সাথে “দাদা দাদী গো… নৌকা মার্কায় ভোটটা দিবেন গো” শীর্ষক গানটির ভিডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি বানানো হয়েছে।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘বিকৃত’ হিসেবে সাব্যস্ত করেছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh