শেখ হাসিনার নামে বিকৃত পোস্ট

Published on: April 18, 2024

যা দাবি করা হচ্ছেঃ এটা “শেখ হাসিনা ভোট চোর” লেখা একটি দেয়ালচিত্রের ছবি।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ ছবিটি বিকৃত। মূল ছবিতে দেয়ালে লেখা ছিল “চৈত্র সংক্রান্তি” যেখানে  এডিট করে “শেখ হাসিনা ভোট চোর” কথাটি বসিয়ে দেয়া হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান 

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই এটি ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে জাগো নিউজ টোয়েন্টিফোর.কম এর অফিসিয়াল ওয়েবসাইটে ১৩ এপ্রিল ২০১৭ এ প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটির পূর্ব সংস্করণের একটি ছবি খুঁজে পাওয়া যায়। সেখানে দেয়ালচিত্রে “চৈত্র সংক্রান্তি” লেখা দেখতে পাওয়া যায়। এছাড়াও, এই প্রতিবেদনে  চৈত্র সংক্রান্তি  উদযাপন সম্পর্কিত বিভিন্ন তথ্যের উল্লেখ পাওয়া যায়।

এর পরেও এই একই ছবি ব্যবহার করে বাংলাদেশের অন্যান্য মূলধারার সংবাদমাধ্যম চৈত্র সংক্রান্তি উপলক্ষে ভিন্ন ভিন্ন বছরে প্রতিবেদন প্রকাশ করেছে। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল ছবিটি বিকৃত।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh