ভাইরাল নাচের ভিডিওটি কলেজ শিক্ষিকার নয়

Published on: February 27, 2024

সম্প্রতি মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ-এ বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শাড়ি পরিহিত এক নারীর নৃত্য পরিবেশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, নৃত্য পরিবেশনকারী নারীটি উক্ত কলেজের একজন শিক্ষিকা। তবে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে জানা গেছে, ভিডিওটিতে যে নারীটিকে নৃত্য পরিবেশন করতে দেখা যাচ্ছে তিনি সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষিকা নন বরং কলেজটিতে অধ্যয়নরত স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে পোস্টগুলোর নিচে করা জনসাধারণের কিছু মন্তব্য পর্যবেক্ষণ করে ফ্যাক্টওয়াচ। সেখানে মন্তব্যকারীদের একাংশ নৃত্য পরিবেশনকারী নারীকে উক্ত কলেজের শিক্ষার্থী দাবি করেছে। শিক্ষার্থীটির নাম পরিচয়ে উল্লেখ করে মন্তব্য করেছে যে, “উনি সরকারি দেবেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার নাম প্রিয়া।”

তবে ভাইরাল ভিডিওটির বিষয়ে দেবেন্দ্র কলেজ কর্তৃপক্ষের কোনো মন্তব্য আছে কিনা তা জানতে চেষ্টা করে ফ্যাক্টওয়াচ। বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ নামক একটি ওয়েবসাইট পাওয়া যায়। ওয়েবসাইটে যেতে পারবেন এখানে। ওয়েবসাইটের শুরুতে “সতর্কীকরণ-বিজ্ঞপ্তি” এই মর্মে একটি নোটিশ পাওয়া যায়। যা ডাউনলোড করলে দেখা যায়, দেবেন্দ্র কলেজ কর্তপক্ষের তরফ থেকে বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি হলো- “এই মর্মে অবগত করানো যাচ্ছে যে, গত ১৫-০২-২০২৪ তারিখে কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী নৃত্য পরিবেশন করে এবং নৃত্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে অনেকে এই মর্মে গুজব ছড়ায় যে, নৃত্যটি কলেজের কোনো শিক্ষিকা পরিবেশন করেন। এটি মূলত একটি অপপ্রচার যা কলেজের ভাবমূর্তিকে ক্ষুন্ন করে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্তি না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো”।

অর্থাৎ, নৃত্য পরিবেশনকারী নারীটিকে কলেজ কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থী হিসেবে চিহ্নিত করেছে এবং নৃত্যটি কলেজের কোনো শিক্ষিকা পরিবেশন করেছে, এমন দাবিকে অপপ্রচার ও গুজব বলে জানাচ্ছে। বিজ্ঞপ্তিটি উক্ত কলেজের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে। যা দেখতে পাবেন এখানে

প্রসঙ্গত, আরও বিস্তর অনুসন্ধান করে, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি  পাওয়া যায়। বসন্তবরণ ও পিঠা উৎসব নিয়ে ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, “সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জের-এর সকল বিভাগীয় প্রধানকে জানানো যাচ্ছে যে, সরকারি দেবেন্দ্র কলেজ, সকল বিভাগের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ১৫-০২-২০২৪ তারিখে বসন্তবরণ ও পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে। প্রতি বিভাগকে স্ব উদ্যোগে পিঠা উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং প্রতি বিভাগ থেকে দুইজন করে শিক্ষার্থী নৃত্য/ গান/ কবিতা আবৃত্তি ইভেন্টে পারফর্ম করার জন্য অনুরোধ করা যাচ্ছে৷”

অর্থাৎ, বসন্তবরণ ও পিঠা উৎসব উপলক্ষ্যে কলেজ কর্তপক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, উক্ত আয়োজনে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের গান ও নৃত্যসহ আরও কিছু ইভেন্টে অংশগ্রহণের কথা । তবে বিজ্ঞপ্তির কোথাও বলা হয়নি, অনুষ্ঠানে শিক্ষক বা শিক্ষিকাদের নৃত্য বা গান পরিবেশন করতে হবে।

উল্লেখ্য, ১৫-০২-২০২৪ তারিখে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জে অনুষ্ঠিত হওয়া বসন্তবরণ ও পিঠা উৎসবে আরও একাধিক নারীকে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। কলেজটির প্রাক্তন এক শিক্ষার্থী নৃত্য পরিবেশনরত অন্য একজনের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, “মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মেয়েরা যে এত ভালো নৃত্য করতে পারে তা আগে জানা ছিল না। অসাধারণ সুন্দর একটি নৃত্য”। ভিডিওটি দেখতে পাবেন এখানে

সুতরাং, সকল তথ্যপ্রমাণ পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিওর নৃত্য পরিবেশনকারী নারীটি সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ এর শিক্ষার্থী। তার আগে ও পরে আরও একাধিক নারী শিক্ষার্থী নৃত্য পরিবেশন করেছে।

তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh