Published on: February 23, 2022
![]() |
সম্প্রতি ফেসবুকে উক্ত শিরোনামে শেয়ার হওয়া এমন কিছু খবর দেখুন এখানে, এখানে, এবং এখানে
ভাইরাল খবরটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখা যায়, ২০২১ সালের জানুয়ারি মাসে সর্বপ্রথম খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেসময় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগে তার নাম, ছবি এবং দাপ্তরিক ইমেইল ঠিকানা সহ একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছিল যেখানে ক্লাসের রুটিনও উল্লেখ করা হয়েছিল। সেই স্ক্রিনশটের সূত্র ধরে বেশ কয়েকটি অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশ করে করেছিল সেই সময়ে। এমন দুটি খবর দেখুন এখানে এবং এখানে।
তবে বিষয়টিকে ভুয়া বলে সেসময় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এ বিষয়ে কালের কন্ঠ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এত কিছু শুনলাম আপনার কাছে আর আমিই কিছু জানলাম না। আমি ভার্সিটিতে পড়ামু আর আমি জানুম না, এইডা কেমন কথা? এইগুলান ভুয়া, আমার লগে কোনো বিশ্ববিদ্যালয়ের কেউ যোগাযোগ করে নাই। ক্যান ইন্টারনেটে ছড়াইতাছে আমি কিচ্ছু জানি না। এসব মনে হয় পোলাপানের কাম।“
অনুসন্ধানে আরও জানা যায়, উক্ত বিশ্ববিদ্যালয়ে “মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন্স” নামে একটি বিভাগ চালু থাকলেও সেখানে “সিনেমা ম্যানেজমেন্ট” নামে কোনো কোর্স নেই। এর বদলে ষষ্ঠ সেমিস্টারে “সাউথ এশিয়ান সিনেমা” নামে একটি কোর্স রয়েছে।
উপরোক্ত তথ্যপ্রমাণের আলোকে সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটি কে মিথ্যা সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|