“আপনি জানেন কি?” শিরোনামে ভুল তথ্য ভাইরাল

Published on: December 2, 2021

সম্প্রতি “আপনি জানেন কি?” শিরোনামে ১০ থেকে ১২ টি ছবি সংবলিত একটি পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হচ্ছে। অনুসন্ধানে দেখা যায়, সেখানে উল্লেখ্য কিছু তথ্য সঠিক নয়। বিজ্ঞানভিত্তিক কিছু প্রতিবেদন এবং গ্রহণযোগ্য কিছু পরিসংখ্যানের উপর ভিত্তি করে তা নিশ্চিত করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এমন ত্রুটিপূর্ণ তথ্য সংবলিত পোস্টগুলোকে ‘আংশিক মিথ্যা’ সাব্যস্ত করছে।

ভাইরাল কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে



প্রায় ১০ থেকে ১২ টি ছবি সম্পন্ন এই ফেসবুক পোস্টগুলোতে ‘আপনি জানেন কি’ শিরোনামে মানবদেহ, বিভিন্ন প্রাণীর বিভিন্ন তথ্য এবং পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করা হচ্ছে। কোনো ধরনের সূত্র উল্লেখ না করে এই তথ্যগুলো প্রকাশিত হয়েছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া ত্রুটিপূর্ণ তথ্যসম্পন্ন ছবিগুলো যথাক্রমে উপস্থাপন করা হলোঃ

১. প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি দৈনিক ১৮ ঘণ্টা ঘুমায় বিড়াল।

এই তথ্যটি সম্পর্কে গুগল সার্চ করা হলে যায়, ‘BBC Science Focus’ নামে মাসিক ব্রিটিশ ম্যাগাজিনের একটি প্রতিবেদন সামনে আসে। “Top 10: Which animals sleep the most?” শিরোনামে ওই প্রতিবেদনে সবচেয়ে বেশি কোন প্রাণী ঘুমায় এমন একটি তালিকা পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, কোয়ালা (Koala) নামে একটি প্রানী দৈনিক প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা ঘুমায়।

পরবর্তীতে কোয়ালা সম্পর্কে বিস্তারিত জানতে গিয়ে উইকিপিডিয়ার এই পৃষ্ঠাটি পাওয়া যায়। এখানে বলা হচ্ছে, কোয়ালা একধরনের ভাল্লুক জাতীয় প্রাণী এবং এই প্রাণীটি দৈনিক ২০ ঘণ্টা ঘুমায়।

বিস্তারিত পড়ুন এখানে

অন্যদিকে, বিড়াল সম্পর্কে উইকিপিডিয়ার এই তথ্য অনুযায়ী বিড়াল প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টার মত ঘুমায়। অতএব প্রাণীদের মধ্যে বিড়াল সবচেয়ে বেশি ঘুমায় এই দাবিটি সঠিক নয় কারণ কোয়ালার মত এমন কিছু প্রাণী আছে যারা বিড়ালের থেকেও বেশি ঘুমায়।

 

২. অন্য একটি ছবিতে দাবি করা হয় “একমাত্র পিঁপড়েই কোনোদিন ঘুমায় না”।

এমন তথ্যের বিপরীতে একটি গুগল সার্চ করা হলে, ” news.bbc.co.uk” এর একটি প্রতিবেদন সামনে আসে। “The secrets of ant sleep revealed” শিরোনামে এই প্রতিবেদনে বলা হয়, “একটি কর্মঠ পিঁপড়া প্রতিদিন এক মিনিটের একটু বেশি দীর্ঘ গড়ে ২৫০ টি সংক্ষিপ্ত ঘুম (Nap) দিয়ে থাকে। সব মিলিয়ে দৈনিক ৪ ঘণ্টা ৪৮ মিনিটের মত ঘুম হয় তাদের।” এছাড়াও রাণী পিঁপড়া দৈনিক গড়ে নয় ঘণ্টা ঘুমিয়ে থাকে।

অর্থাৎ, পিঁপড়া কোনোদিনই ঘুমায় না এই দাবিটি সঠিক নয়।

 

৩. এছাড়াও নিম্নোক্ত এই ছবিতে অনেকগুলো তথ্য একসাথে উল্লেখ করা হয়।

এখানে একটি দাবি এমন যে, সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি আছে রাশিয়ায়। এ সম্পর্কে গুগল সার্চ করা হলে, ‘World Economic Forum’ এর “These countries have the most nuclear reactors’’ শিরোনামে ৫ নভেম্বর ২০১৯ তারিখে প্রকাশিত একটি তালিকায় দেখা যায়, সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে আমেরিকার। যার সংখ্যা ৯৩ টি। একই তালিকায় রাশিয়ার পারমাণবিক চুল্লি রয়েছে ৩৮ টি।

অতএব, রাশিয়ার সবচেয়ে বেশি পারমানবিক চুল্লি রয়েছে এই তথ্যটিও সঠিক নয়।

এই ছবিতে আরোও উল্লেখ করা হয়, পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ কঙ্গো। কিন্তু ‘World Population Review’ এর ২০২০ এর ‘GNI (Gross National Income)’ এর উপর ভিত্তি করে তৈরি একটি তালিকায় দেখা যায় সবচেয়ে দরিদ্র দেশটির নাম বুরুন্ডি (Burundi) যার ”GNI” ২৭০ ইউএস ডলার। একই তালিকায় ১০ নম্বরে থাকা দেশটি হচ্ছে কঙ্গো, যার ”GNI” ৫৫০ ইউএস ডলার।

অর্থাৎ কঙ্গোকে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ দাবি করা তথ্যটিও সঠিক নয়।

এর বাইরেও এমন আরোও কিছু তথ্য সেখানে রয়েছে যেগুলো যাচাই করা সম্ভব হয়নি।

অতএব, উপরোল্লিখিত তথ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে, ভাইরাল এই ছবিগুলোতে বর্ণিত কমপক্ষে ৩ টি ছবিই ত্রুটিপূর্ণ। তবে এর মধ্যে কয়েকটি ছবিতে সত্য তথ্যও রয়েছে। তাই এসব ছবি সংবলিত ফেসবুক পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “আংশিক মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply