দুবাইয়ের নতুন হিন্দু মন্দিরটি কি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির?

Published on: October 20, 2022

“দুবাইয়ে বিশ্বের বৃহত্তম ২য় মন্দির উদ্বোধন” এই ক্যাপশনে বেশকিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার হতে দেখা গেছে। ফ্যাক্টওয়াচ এই দাবির পক্ষে কোন তথ্যপ্রমাণ খুঁজে পায়নি। এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে দুবাইয়ের নতুন হিন্দু মন্দিরটিকে কোথাও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির হিসেবে উল্লেখ করা হয়নি বরং এটি দুবাই শহরের সবচেয়ে বড় হিন্দু মন্দির।

 

“দুবাইয়ে বিশ্বের বৃহত্তম ২য় হিন্দু মন্দির উদ্বোধন” ক্যাপশনে শেয়ারকৃত কিছু পোস্ট দেখুন এখ, এখ, এখ, এবং এখ

শেয়ারকৃত পোস্টগুলোর ক্যাপশনে যে দাবিটি করা হয়েছে তার অনুসন্ধান করতে গিয়ে আমরা ভিডিওতে দেখানো মন্দিরটির স্ক্রিনশট নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে দেখেছি যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের জেবেল আলী মরুভূমির বিশাল ব্যাপ্তির মাঝে যে নতুন হিন্দু মন্দিরটি উদ্বোধন হয়েছে তা উক্ত শহরের দ্বিতীয় হিন্দু মন্দির। সিন্ধি গুরু দরবার মন্দিরটির আয়তন বৃদ্ধি করে এই নতুন মন্দিরটি তৈরি করা হয়েছে, যার আয়তন ৭০০০০ স্কয়ার ফিট বা ৬৫০৩ স্কয়ার মিটার এবং মন্দির কমপ্লেক্সটি দৈনন্দিন ১০০০ থেকে ১২০০ মানুষকে জায়গা দিতে সক্ষম। দেখুন এখ এবং এখ

অন্যদিকে, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ি হততম িমনি ি প্রথম স্থানে আছে নেপালের পশুপতিনাথ মন্দির যার আয়তন ২৪ লক্ষ ৬০ হাজার স্কয়ার মিটার এবং দ্বিতীয় স্থানে আছে কম্বোডিয়ার আঙ্কর ওয়াট মন্দির যার আয়তন ১৬ লক্ষ ২৬ হাজার স্কয়ার মিটার। উক্ত তালিকাটির প্রথম ১০ টি বৃহত্তম হিন্দু মন্দিরের মাঝে দুবাই শহরের কোন হিন্দু মন্দিরের নাম খুঁজে পাওয়া যায় নি এবং আয়তনের দিক থেকেও উক্ত মন্দিরটি তালিকার প্রথম ২০ টি মন্দিরের কাছাকাছি নেই। তবে, ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির নিয়ে মতভেদ থাকলেও কোথাও দুবাইয়ের নতুন হিন্দু মন্দিরটির নাম পাওয়া যায়নি। সুতরাং, আয়তনের দিক থেকে চিন্তা করলেও দুবাইয়ের নতুন হিন্দু মন্দিরটিকে বিশ্বের দ্বিতীয় হিন্দু মন্দির বলা যায় না। তবে আননদব পতিঅনলইন এর বরাত দিয়ে জানা যাচ্ছে যে দুবাই শহরে উদ্বোধন হওয়া নতুন হিন্দু মন্দিরটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় হিন্দু মন্দির।

অতএব, আমাদের অনুসন্ধানের মাধ্যমে আমরা শেয়ারকৃত পোস্টগুলোর ক্যাপশনের দাবির পক্ষে কোন প্রমাণ পাই নি এবং আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে দুবাইয়ের নতুন হিন্দু মন্দিরটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির নয় বরং এটি দুবাই শহরের সবচেয়ে বড় হিন্দু মন্দির।

 

সুতরাং, সবকিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে শেয়ারকৃত পোস্টগুলোর দাবি মিথ্যা।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh