কোলন মসজিদে মাইকে দেয়া আজান কি গোটা জার্মানির ক্ষেত্রে প্রথম ঘটনা?

Published on: October 20, 2022

জার্মানিতে প্রথম মাইকে আজান– এমন শিরোনামে একটি তথ্য, ভিডিও এবং প্রতিবেদন আকারে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটিতে দেখানো জার্মানির কোলন কেন্দ্রীয় মসজিদ উদ্বোধনের পর সর্বপ্রথম মাইকে আজান দেওয়ার দৃশ্যকে গোটা জার্মানিতে এ ধরনের প্রথম ঘটনা  বলে দাবি করা হয়েছে। যদিও এই তথ্যটির কোনো সত্যতা পাওয়া যায়নি। এর আগেও জার্মানিতে মাইকে আজান দেয়ার অনুমতি ছিল এবং আজান দেয়া  হত। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।    

 

ফেসবুকে ভাইরাল এমনকিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

বাংলাদেশের মূলধারার কিছু সংবাদমাধ্যমও এই একই শিরোনাম সংবলিত প্রতিবেদন প্রচার করেছে।  প্রতিবেদনগুলো দেখুন এখানে এবং এখানে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভিডিওটির বিভিন্ন অংশ রিভার্স ইমেজ সার্চ করে মূলধারার কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত আসল তথ্যটি পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, মসজিদটি হচ্ছে জার্মানির কোলন শহরে অবস্থিত কোলন কেন্দ্রীয় মসজিদ। গত ১৪ অক্টোবর শুক্রবার এই মসজিদ থেকে মাইকের মাধ্যমে জুমার নামাজের আজান দেওয়া হয়। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান মসজিদটি উদ্বোধন করেন। উদ্বোধনের পরে জার্মানির কোলন কেন্দ্রীয় মসজিদে এই প্রথম মাইকে আজান প্রচারিত হয়েছে। এ সংক্রান্ত আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখুন এখানে, এখানে

বিভিন্ন কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, জার্মানিতে পুর্বেও মাইকে আজান দেয়ার অনুমতি ছিল। উত্তর-পশ্চিম জার্মানির রাইন-ওয়েস্টফালিয়া এলাকার এক অমুসলিম দম্পতির অভিযোগের ভিত্তিতে সেখানকার এক মসজিদে ২০১৫ সাল থেকে মাইকে উচ্চস্বরে আজান দেওয়া নিষিদ্ধ হয়।  তাদের অভিযোগ ছিল যে, উচ্চস্বরে আজান এবং আজানের বাণী তাদের ধর্মীয় মূল্যবোধ ক্ষুন্ন করে।  পাঁচ বছর ধরে আইনি জটিলতা সমাধানের পর ২০২০ সালে এই অভিযোগটি খারিজ হয়ে যায়। পরবর্তীতে প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট সীমাবদ্ধ সময়ের মধ্যে আজান দেয়ার অনুমতি পায় সেই শহরের মসজিদটি। অর্থ্যাৎ, ২০১৫ সালে অভিযোগটি করার পূর্বে জার্মানিতে মাইকে আজান দেয়া হত। এ বিষয়ে কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

অর্থ্যাৎ, বিষয়টি নিশ্চিত যে, ফেসবুকে প্রচারিত ভিডিওটি হচ্ছে চলতি বছর ১৪ অক্টোবরের। যেখানে দাবি করা হচ্ছে ভিডিওটি জার্মানিতে প্রথমবার মাইকে আজান দেওয়ার দৃশ্য। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ২০১৫ সাল বা তার আগেও জার্মানিতে মাইকে আজান দেয়ার প্রমাণ রয়েছে। ভিডিওটি মূলত হচ্ছে জার্মানির কোলন কেন্দ্রীয় মসজিদ সর্বপ্রথম মাইকে আজান দেয়ার, গোটা জার্মানিতে প্রথম আজান দেয়ার নয়।

সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh