পেপসি (PEPSI) মানে কি Pay Each Penny to Save Israel?

Published on: November 30, 2023

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করছেন ,কোমল পানীয় পেপসি (PEPSI) এর নামের পূর্ণ রূপ হল ‘Pay Each Penny to Save Israel’ অর্থাৎ, ‘ইসরাইল কে বাঁচানোর জন্য প্রতিটি পয়সা খরুচ করুন’। দীর্ঘদিন ধরেই এমন দাবি প্রচলিত থাকলেও এই দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা এসব দাবি করছেন, আদ্যাক্ষরের মিল ছাড়া তারাও তাদের দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।  পেপসি’র ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, ১৮৯৩ সালে এই কোম্পানির প্রতিষ্ঠাতা ,জনাব সেলেব ডেভিস ব্র্যাডম্যান যখন এই পানীয় বাজারজাত করা শুরু করেন, তখন নিজের নামের সাথে মিলিয়ে ‘ব্র্যাড’স ড্রিঙ্ক’ নামে একে বাজারজাত করেছিলেন । পরবর্তীতে স্থানীয় অপর একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানি ‘পেপ কোলা’ থেকে এই নামের স্বত্ত্ব কিনে নেওয়ার পর ১৮৯৮ সালে জনাব ব্র্যাডম্যান তাঁর পানীয়ের নাম পরিবর্তন করে রাখেন পেপসি কোলা। এছাড়া, আরেকটি অনুসন্ধান থেকে জানা যাচ্ছে, ‘পেপসি’ শব্দটা এসেছে পেপসিন নামক এনজাইম এর নাম থেকে, যা হজমে সহায়ক। পেপসির প্রতিষ্ঠাতা ব্র্যাডম্যান দাবি করতেন, তাঁর উদ্ভাবিত পানীয়টি পেপসিন এনজাইম এর মতই হজমে সহায়তা করে। তবে ঐতিহাসিক কোনো সূত্র থেকেই এই নামকরণ এর সাথে ইসরায়েল এর কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

পেপসিকো’র ওয়েবসাইটে When was Pepsi-Cola invented? How did it get its name? শীর্ষক নিবন্ধ থেকে জানা যাচ্ছে, ১৮৯৮ সালে এই কোম্পানির প্রতিষ্ঠাতা,পেশায় ফার্মাসিস্ট ,জনাব সেলেব ডেভিস ব্র্যাডম্যান যখন এই পানীয় বাজারজাত করা শুরু করেন, তখন নিজের নামের সাথে মিলিয়ে ‘ব্র্যাড’স ড্রিঙ্ক’ নামে একে বাজারজাত করেছিলেন । পরবর্তীতে স্থানীয় অপর একটি প্রতিদ্বন্ধী কোম্পানি ‘পেপ কোলা’ থেকে এই নামের স্বত্ত্ব কিনে নেওয়ার পর জনাব ব্র্যাডম্যান তাঁর পানীয়ের নাম পরিবর্তন করে রাখেন পেপসি কোলা।

খাদ্য ও পানীয় বিষয়ক ওয়েবসাইট, ফুড এন্ড ওয়ান ডট কম এ প্রকাশিত Here’s How Pepsi Got Its Name শীর্ষক নিবন্ধ থেকে দেখা যাচ্ছে, পেপসির সিনিয়র ডাইরেক্টর জেনি ডানজি দাবি করছেন, জনাব ব্র্যাডম্যান বিশ্বাস করতেন, এই পানীয়টা বদহজমে উপকারী ।তাই তিনি এর নাম বদলে রাখলেন পেপসি কোলা, যে নামের মূল উৎস ছিল Dyspepsia নামক ইংরেজি শব্দটি, যার অর্থ বদহজম। (অর্থাৎ, ডিসপেপসিয়া বা বদহজমে পেপসি খেলে উপকার হবে) । পেপসিস্টোর ডট কম থেকেও একই ইতিহাস পাওয়া যাচ্ছে।

The Encyclopedia of Pepsi-Cola Collectibles বইয়ের বরাত দিয়ে ফুড এন্ড ওয়াইন এর একই নিবন্ধে দাবি করা হয়েছে, জনাব ব্র্যাডম্যান বিশ্বাস করতেন , পেপসিন নামক এনজাইম যেভাবে হজমে সহায়তা করে, সেভাবেই ব্র্যাডস ড্রিংক নামক পানীয়টা হজমে সহায়তা করে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৩৬ সালে থিওডর শন পেপসিন নামক এনজাইম আবিষ্কার করেন , যা প্রটোটিনকে ভেঙে  এ্যামাইনো এসিডে রুপান্তর করতে পারে । গ্রীক শব্দ পেপসিস অনুসারে তিনি ইংরেজিতে এই এনজাইম এর নাম রাখেন পেপসিন। গ্রীক পেপসিস শব্দের  অর্থ হজম করা।

অর্থাৎ, পেপসি নামক পানীয় , বা পেপসিন নামক এনজাইম- কোনোটার সাথেই ইসরায়েল নামক দেশ বা জাতি বা ভূ-খন্ডের কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। আদ্যাক্ষরজনিত মিল নেহায়েতই কাকতাল বলে প্রতীয়মান হচ্ছে।

ইতিপূর্বে যাচাই এবং রিউমর স্ক্যানার একই বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। উভয়েই সিদ্ধান্ত জানিয়েছে, পেপসির নামকরণের সাথে ইসরাইলের সম্পর্ক পাওয়া যায়নি। এমনকি, এটা কোনো শব্দ সংক্ষেপ ও নয়, বরং অপর দুইটি শব্দের (পেপসিন এবং ডিস্পেপসিয়া) অপভ্রংশ এই পেপসি শব্দটা ।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই সকল পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh