StepDownHasina হ্যাশট্যাগটি কোটি কোটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করার দাবি বিভ্রান্তিকর

Published on: August 3, 2023

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে এ পর্যন্ত StepDownHasina হ্যাশট্যাগটি ২ কোটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। অনেক পোস্টে ১ কোটির বেশি, ৪ কোটি এমনকি ৫ কোটি বার শেয়ারের কথাও বলা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধান থেকে দেখা যাচ্ছে, ফেসবুকের তথ্যানুযায়ী এ প্রতিবেদন লেখা অব্দি হ্যাশট্যাগটি সাড়ে ছয় লক্ষের কিছু বেশিবার শেয়ার করা হয়েছে। ফেসবুক কাউন্টার যদি সঠিক সংখ্যা প্রদর্শন না করতে পারে সেক্ষেত্রে ভাইরাল পোস্টগুলোর পক্ষেও হ্যাশট্যাগের নির্দিষ্ট সংখ্যা দাবি করা সম্ভব নয়। সে কারণে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিভ্রান্তিকর” আখ্যা দিচ্ছে।

 

গুজবের উৎস:

সাম্প্রতিক সময়ে ফেসবুকে হ্যাশট্যাগের ব্যবহার শুরু হওয়াকে কেন্দ্র করে গত ৩০ জুলাই থেকে ধরনের পোস্ট ফেসবুকে ভাইরাল হয়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

 

 

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান: 

ফেসবুকে কোনো নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করার ট্রেন্ড শুরু হলে, উক্ত হ্যাশট্যাগে ক্লিক করলে অথবা সার্চবারে হ্যাশট্যাগটি লিখে সার্চ করলে   ফেসবুকের অ্যালগরিদম সেটি কতোবার ফেসবুকে পোস্ট করা হয়েছে বা কোনো পোস্টে হ্যাশট্যাগটি উল্লেখ করা হয়েছে সেই সংখ্যাটি প্রদর্শন করে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ফেসবুক পোস্ট কমেন্ট মিলিয়ে উল্লেখিত হ্যাশট্যাগের সংখ্যা দেখাচ্ছে প্রায় ৬ লক্ষ ৬৯ হাজার।

 

ক্রাউডট্যাঙ্গল নামক একটি সোশাল মিডিয়া মনিটরিং প্ল্যাটফর্ম থেকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত এই হ্যাশট্যাগ উল্লেখ করা হয়েছে এরকম পোস্টের সংখ্যা (কমেন্ট ব্যতীত) ১৭,৪৯২ টি।

 

অথচ ভাইরাল পোস্টগুলোতে সংখ্যাকে ন্যূনতম কোটি দাবি করা হচ্ছে। 

অনেক সময় বিপুল সংখ্যক হ্যাশট্যাগের ক্ষেত্রে ফেসবুকের কাউন্টার নির্ভুল সংখ্যা দেখাতে ব্যর্থ হতে পারে। সেক্ষেত্রে ভাইরাল পোস্টগুলোও হ্যাশট্যাগের নির্দিষ্ট সংখ্যা দাবি করতে পারে না। 

সুতরাং, সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ পোস্টকেবিভ্রান্তিকর” সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh