মিথ্যা দাবিতে হলিউড অভিনেত্রীর ছবি ভাইরাল

Published on: March 7, 2022

১৯৫৫ সালে ইতালির বিখ্যাত গায়িকা “জুলিয়া মার্কিন” শহরের এক মোড়ে দাঁড়িয়ে নিজের শরীর থেকে ব্রা খুলে নিলামে তুলেছেন– এমন দাবিতে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। অনুসন্ধান করে ভাইরাল হওয়া পোস্টটির একাধিক অসংগতি সনাক্ত করা গিয়েছে। প্রথমত উক্ত মেয়েটি ইতালির গায়িকা জুলিয়া মার্কিন নন, বরং হলিউড অভিনেত্রী ক্যাটি হোমস; দ্বিতীয়ত ছবিটি ব্রা বিক্রির নয় বরং একটি ম্যাগাজিনের ফটোশুটের; এবং তৃতীয়ত এটি ১৯৫৫ সালের নয়, ২০১৮ সালের। একারণে ফ্যাক্টওয়াচ উক্ত পোস্টগুলোকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

শেয়ারকৃত ভাইরাল পোস্টগুলো দেখুন, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।



পোস্টটিতে বলা হয়েছে, ১৯৫৫ সালে ইতালির বিখ্যাত গায়িকা জুলিয়া মার্কিন শহরের এক মোড়ে দাঁড়িয়ে নিজের শরীর থেকে ব্রা খুলে বলেন – এটা নিলাম করতে চাইছি, বলুন কতো টাকা দেবেন?

উপস্থিত জনগণ ব্রা কেনার জন্য মরিয়া হয়ে ওঠে। নিলামে ৩০০০ ডলার পর্যন্ত দাম উঠে। গায়িকা অট্টহাসিতে ফেটে পড়েন।

তিনি বলেন—“তোমরা অত্যন্ত বোকা মানুষ। যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না এটা জেনেও আমার ব্রা কেনার জন্য ৩ হাজার ডলার খরচ করতে চাইছো?

অথচ কোনো দরিদ্র অভুক্ত মানুষ সামান্য খাদ্য চাইলে তাকে 1 ডলার ও দিতে চাইবে না। “তোমাদের মনমানসিকতা দেখে আমি অত্যন্ত লজ্জিত, দুঃখিত।

শেয়ারকৃত ভাইরাল পোস্টটিতে ফেসবুক ব্যবহারকারীদের মন্তব্যের কিছু স্ক্রিনশট দেখুন:


 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরালপোস্টটি সম্পর্কে অনুসন্ধান করতে গুগল রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে দেখা যায় ব্রা হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটি ইতালির বিখ্যাত গায়িকা জুলিয়া মার্কিন নন বরং ছবিটির মডেল  হলিউড অভিনেত্রী ক্যাটি হোমস। এ সম্পর্কে আরও বিস্তারিত অনুসন্ধান করলে আন্তর্জাতিক তথ্য যাচাইকারী সংস্থা এএফপি ফ্যাক্টচেকের করা একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এএফপিনিশ্চিত করেছে ছবিটি অভিনেত্রী ক্যাটি হোমসের এবং ছবিটি আমেরিকান ফ্যাশন ম্যাগাজিন Harper’s Bazar ওয়েবসাইটে প্রকাশিত হয় ২০ নভেম্বর ২০১৮ তারিখে।

এএফপি থেকে পাওয়া মূল প্রতিবেদনটি দেখুনএখানে।

ম্যাগাজিনটির মুখপাত্রকে উদ্ধৃত করে উক্ত প্রতিবেদনে বলা হয়, ছবিটি গত ১৮ ডিসেম্বর, ২০১৯ তারিখে “Harper’s Bazaar US” ইস্যু নিয়ে একটি ফটোশ্যুটের সময় তোলা হয়।

মূখপাত্র জানান,  ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকো শহরের  ডিপার্টমেন্ট স্টোরের বাইরে অনুষ্ঠিত হওয়া একটি আন্দোলনের  পুনরাবৃত্তিতে ক্যাটি হোমস অভিনয় করেন”।

 

সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি ১৯৫৫ সালে ইতালির বিখ্যাত গায়িকা জুলিয়া মার্কিনের  ব্রা বিক্রির নয়। ছবিটি মূলত অভিনেত্রী ক্যাটি হোমসের , তিনি ২০১৮ সালে একটি ম্যাগাজিন ফিচারের জন্য অভিনয় করেছিলেন, এটি তারই ছবি।

সঙ্গত কারণেই ভাইরাল হওয়া পোস্টটিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply