সুবর্ণ আইজ্যাক বারী কি “গ্লোবাল প্রফেসর” হিসেবে স্বীকৃতি পেয়েছে ?

Published on: March 9, 2022

বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান শিশু সুবর্ণ আইজ্যাক বারী আমেরিকার লস এঞ্জেলেস এর মেয়র এর কাছ থেকে “গ্লোবাল প্রফেসর” উপাধি পেয়েছেন- এমন একটি সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

গুজবের উৎস

সাম্প্রতিক সময়ে সুবর্ণকে “গ্লোবাল প্রফেসর” হিসেবে উল্লেখ করা কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে, এখানে , এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

গত ৮ই মার্চ ‘Rashidul Bari’ নামক একাউন্ট থেকে এই স্ট্যাটাসে জানানো হয়, এরিক গারসেটি, লস অ্যাঞ্জেলেসের মেয়র প্রথমবারের মত “গ্লোবাল প্রফেসর” শব্দটি ব্যবহার করেছেন ।  পরে তিনি একটি ভিডিও এবং স্বীকৃতি পত্র পাঠান — দুটিতেই তিনি সুবর্ণকে গ্লোবাল প্রফেসর হিসেবে উল্লেখ করেন। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরের মেয়র (অর্থাৎ লস এঞ্জেলেস এর মেয়র) কেন তাকে “গ্লোবাল প্রফেসর” উপাধি দিয়েছেন , তা আমরা  জানি না ।

কয়েক ঘন্টা পরে অপর আরেকটি স্ট্যাটাসেও একই দাবি জানানো হয়।

দ্বিতীয় এই স্ট্যাটাসের সঙ্গে ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করা হয়। ভিডিওর প্রথমে মেয়র এরিক গারসেটিকে বলতে শোনা যায় , Hello , I am Mayor Eric Garcetti . And on behalf of city of Angeles , it’s my pleasure to welcome Professor Soborno Isaac Bari to little Bangladesh. Professor Bari, you are a brilliant physicist, and mathematician, a prodigy, who is been called Einstein of our time. Not only incredible work in the field of science, math, but you also a wise beyond your years. Professor made a message of seeding empathy, imagination and compassion in education spread far and wide across our city and our world. You are an inspiration to all. And I hope you have a great stay at Los Angeles.

( হ্যালো, আমি মেয়র এরিক গারসেটি। লস এঞ্জেলস সিটির পক্ষ থেকে, প্রফেসর সুবর্ণ আইজ্যাক বারীকে লিটল বাংলাদেশ এ স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। প্রফেসর বারী, আপনি একজন মেধাবী পদার্থবিদ, এবং গণিতবিদ, একজন শিশু প্রডিজি , যাকে আমাদের সময়ের আইনস্টাইন বলা হয়।  আপনি শুধু বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রেই অবিশ্বাস্য কাজ করেননি , বরং আপনি আপনার বয়সের তুলনায় অনেক জ্ঞান অর্জন করেছেন । প্রফেসর বারী শিক্ষাক্ষেত্রে সহমর্মিতা, কল্পনাশক্তি এবং সহানুভূতির বীজ বপনের একটি বার্তা দিয়েছেন যা আমাদের শহর এবং আমাদের বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। আপনি সবার জন্য একটি অনুপ্রেরণা স্বরুপ। এবং আমি আশা করি আপনি লস এঞ্জেলেসে একটি ভাল সময় কাটাবেন।)

ভিডিওর শেষ ১০ সেকেন্ডে মেয়র কে বলতে দেখা যায়, Mr Mujib Siddiqi, and the rest of little Bangladesh community, Happy 50th victory day celebration of Bangladesh, and 11th anniversary of Little Bangladesh here in Los Angeles.

(জনাব মুজিব সিদ্দিকী, এবং লিটল বাংলাদেশ কমিউনিটির বাকি সবাইকে বাংলাদেশের ৫০ তম বিজয় দিবসের শুভেচ্ছা এবং লস এঞ্জেলেস এর লিটল বাংলাদেশে এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই)

অর্থাৎ, ভিডিওর কোথাও মেয়র সুবর্ণকে ‘গ্লোবাল প্রফেসর’ হিসেবে সম্বোধন করেন নি।

তবে ভিডিও’র ৫৫ তম সেকেন্ডে ঘোষক এর কণ্ঠে জানানো হয়, Los Angeles Mayor Eric Garcetti honoured Soboron Isaac Bari with Global Professor title. (লস এঞ্জেলেস এর মেয়র এরিক গারসেটি সুবর্ণ আইজ্যাক বারীকে ‘গ্লোবাল প্রফেসর’ উপাধিতে ভূষিত করেছেন)

ভিডিওর ১ মিনিট ৫ তম সেকেন্ডে এসে মেয়রের দেওয়া একটি Certificate of Recognition দেখানো হয়। এই সার্টিফিকেট এর এক জায়গায় লেখা হয়েছে- ‘Whereas Professor Bari is the youngest Professor globally—–  ( যেহেতু প্রফেসর বারী বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রফেসর–)


ফ্যাক্টওয়াচ এর পাঠকদের জন্য পুরো সার্টিফিকেট এর কথাগুলো উদ্ধৃত করা হল।

Whereas, Professor Soborno Isaac Bari is the son of Bangladeshi immigrants,

Whereas, Professor Bari is the youngest Professor globally, having received a professorship at the age of Seven, and

and whereas, 2021 mark the 50th victory day celebration of Bangladesh and the 11th anniversary of little Bangladesh,and

whereas, the city of Los Angeles is home thousands of Bangladeshi residents

As  mayor of the City of Los Angeles, and on behalf of its residents , I join Banglar Bijoy Bohor and Little Bangladesh Improvements in welcoming you to the City. Your brilliant achievements in physics, math, politics and more inspire many and give hope in our collective future. May your message of seeding empathy, imagination and compassion in education spread far and wide. I wish you continued success for years to come.

( যেহেতু প্রফেসর সুবর্ণ আইজ্যাক বারী বাংলাদেশী অভিবাসীর সন্তান,

যেহেতু, প্রফেসর বারী বিশ্বব্যাপী সর্বকনিষ্ঠ অধ্যাপক, সাত বছর বয়সে প্রফেসর খেতাব পেয়েছেন, এবং

যেহেতু, ২০২১ সালে বাংলাদেশের ৫০তম বার্ষিকী, এবং লিটল বাংলাদেশের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী, এবং

যেহেতু লস এঞ্জেলেস শহরে হাজার হাজার বাংলাদেশি বসবাস করে,তাই

লস অ্যাঞ্জেলেস সিটির মেয়র হিসাবে এবং এর বাসিন্দাদের পক্ষ থেকে, আমি বাংলার বিজয় বহর এবং লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্টস-এর সাথে যোগ দিয়ে আপনাকে এই শহরে স্বাগত জানাচ্ছি। পদার্থবিদ্যা, গণিত, রাজনীতি এবং আরও অনেক বিষয়ে আপনার উজ্জ্বল কৃতিত্ব অনেককে অনুপ্রাণিত করে এবং আমাদের সুন্দর যৌথ ভবিষ্যতের আশা জাগায়। শিক্ষায় আপনার সহমর্মিতা , কল্পনাশক্তি এবং সহানুভূতির বীজ বপনের বার্তা বহুদূরে ছড়িয়ে পড়ুক। আমি আপনার অব্যাহত সাফল্য কামনা করি । )

দেখা যাচ্ছে, পুরো চিঠিতে মেয়র সুবর্ণকে কোথাও ‘গ্লোবাল প্রফেসর হিসেবে সম্বোধন করেন নি।

চিঠির দ্বিতীয় বাক্যে মেয়র উল্লেখ করেছেন , প্রফেসর বারী বিশ্বব্যাপী সর্বকনিষ্ঠ অধ্যাপক (Whereas, Professor Bari is the youngest Professor globally)।

বিগত কয়েক বছর যাবত ‘সুবর্ণ সবচেয়ে কমবয়সী প্রফেসর’  হিসেবে একটি গুজব প্রচলিত ছিল। ফ্যাক্টওয়াচ এই গুজবটি খন্ডন করেছে। গত ১১ই আগস্ট ২০২১ তারিখে ফ্যাক্টওয়াচের ওয়েবসাইটে সুবর্ণ আইজ্যাক বারী কি বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রফেসর? শীর্ষক এই প্রতিবেদন প্রকাশিত হয়।

এখানে দেখানো হয়, প্রফেসর হওয়ার জন্য সুবর্ণর নয়নতম শিক্ষাগত যোগ্যতা নেই, এবং গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রফেসর হলেন আলিয়া সবুর।

স্পষ্টতই মেয়র এরিক গার্সেটি সঠিক তথ্য যাচাই না করে, গুজবে বিভ্রান্ত হয়ে সুবর্ণকে  মিথ্যা আখ্যা (সবচেয়ে কমবয়সী প্রফেসর) দিয়ে স্বীকৃতিপত্র পাঠিয়েছেন।

তবে চিঠিতে বা ভিডিওতে , কোথাও তিনি সুবর্ণকে গ্লোবাল প্রফেসর হিসেবে সম্বোধন করেন নি।

অর্থাৎ, রাশিদুল বারী তার ফেসবুক পোস্টে যা দাবি করেছেন , ( লস এঞ্জেলেস এর মেয়র একটি ভিডিও এবং স্বীকৃতিপত্র পাঠান — দুটিতেই তিনি সুবর্ণকে “গ্লোবাল প্রফেসর” হিসেবে উল্লেখ করেন) ,তার কোনো সত্যতা নেই।

এর আগে, গত ২৩শে জানুয়ারি তারিখেও রাশিদুল বারি’র একাউন্ট থেকে অনুরূপ দাবিসম্বলিত আরেকটি ভিডিও পোস্ট করা হয়।

‘গ্লোবাল প্রফেসর’ নামে কোনো পদবী কি আছে ?

দি ব্রিটিশ একাডেমি ‘গ্লোবাল প্রফেসরশিপ’ নামে একটি কার্যক্রম চালায়।  এই প্রজেক্টে ইংল্যান্ডের বাইরে বসবাসরত  সিনিয়র গবেষকদের ৪ বছরের জন্য ইংল্যান্ডে এসে গবেষণা করার সুবিধা দেওয়া হয়। সামাজিক বিজ্ঞান কিংবা মানবিক বিভাগের গবেষকরা এই সুযোগটা পেয়ে থাকেন।   ব্রিটিশ সরকারের ডিপার্টমেন্ট ফর বিজনেস,এনার্জি এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাটেজি এই ‘গ্লোবাল প্রফেসরশিপ’ এর অর্থায়ন করে।

প্রতি বছর ১০ জন এই সুযোগটি পান। যারা গ্লোবাল প্রফেসরশিপ এর এই সুযোগটা পান, তাদেরকে গ্লোবাল প্রফেসর হিসেবে সম্বোধন করা হয়।

যেমন- আমেরিকার ইউনিভার্সিটি অফ পেনসেইলভানিয়ার ইংরেজির প্রফেসর মাইকেল গেমার ২০১৯ সালের গ্লোবাল প্রফেসর মনোনীত হয়েছিলেন।

ব্রিটিশ একাডেমির ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে, ২০২২ সালের গ্লোবাল প্রফেসরশিপ কার্যক্রমে এ আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন করার শেষ সময়- ২৭শে এপ্রিল, ২০২২ । আবেদন করার শর্তাবলীর মধ্যে প্রথমেই বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই ডক্টরাল বা সমতুল্য ডিগ্রিধারী হতে হবে।

সুবর্ণ’র এ ধরনের কোনো ডিগ্রি নেই। রাশিদুল বারীর স্ট্যাটাসের তথ্য মতে, সে নিউইয়র্কের দু’টি স্কুলে চতুর্থ গ্রেড এবং অষ্টম গ্রেডে পড়ছে। তবে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সে এখনো ভর্তি হয়নি, বা কোনো ডিগ্রি অর্জন করতে পারে নি। কাজেই, গ্লোবাল প্রফেসর হওয়ার এই সুযোগ তার জন্য নেই।

এছাড়া, যারা গ্লোবাল প্রফেসরশিপ অর্জন করেন, তাদের নাম এই ওয়েবসাইটেই তালিকাবদ্ধ রয়েছে। এই তালিকায় সুবর্ণ আইজ্যাক বারীর নাম খুঁজে পাওয়া গেল না।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ সুবর্ণ’র “গ্লোবাল প্রফেসর” সংক্রান্ত এই দাবিকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

আরো পড়তে পারেন-

সুবর্ণ আইজ্যাক বারী কি প্রখ্যাত ব্যক্তিত্ত্বদের কাছ থেকে সম্মাননা কিংবা প্রফেসর বা বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন?

সুবর্ণ আইজ্যাক বারী কি বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রফেসর ?

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply