ভারত সরকার কি রামের ছবি দিয়ে ৫০০ রুপির নতুন নোট ছাপিয়েছে?

Published on: January 17, 2024

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ারকৃত একটি পোস্টে দাবি করা হচ্ছে যে, ভারত সরকার ৫০০ রুপির ব্যাংক নোটে লাল কেল্লার পরিবর্তে ভগবান রামচন্দ্র এবং রাম মন্দিরের ছবি ছাপিয়েছে। আবার কিছু কিছু পোস্টে এও দাবি করতে দেখা গেছে যে, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে ভারত সরকার ৫০০ রুপির নোটে রামচন্দ্রের বিগ্রহ স্থাপন করেছে! তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে উক্ত দাবির পক্ষে কোন প্রমাণ পাওয়া যায় নি। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এর ওয়েবসাইট কিংবা মূলধারার কোন সংবাদমাধ্যমে রামচন্দ্র এবং রাম মন্দিরের ছবি যুক্ত ব্যাংক নোট ছাপানো সংক্রান্ত বিজ্ঞপ্তি বা সংবাদ পাওয়া যায় নি। তাছাড়া, বেশকিছু ভারতীয় ফ্যাক্ট-চেকিং সংস্থা বিভিন্ন ভাষায় ভাইরাল হওয়া উক্ত দাবির অনুরূপ দাবিগুলো যাচাই করে দেখেছে এবং সেগুলোকে ভুয়া প্রতিপন্ন করেছে। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভারতের বাজারে প্রচলিত ৫০০ রুপির ব্যাংক নোটটি দেখতে কেমন তা জানতে আমরা দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র ওয়েবসাইটের Know Your Bank Notes – নামক সেকশনে গিয়ে ৫০০ রুপির নোটের একটি নমুনা (Specimen) খুঁজে পেয়েছি। সবুজ বর্ণের এই নোটটির সম্মুখভাগে (Obverse) রয়েছে মহাত্মা গান্ধী’র (Mahatma Gandhi) একটি প্রতিকৃতি (Portrait) এবং পশ্চাদ্দিকে (Reverse) রয়েছে দিল্লির লাল কেল্লা’র (Red Fort) একটি অংকিত ছবি। সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবি অনুযায়ী ৫০০ রুপির ব্যাংক নোটটির সম্মুখভাগে মহাত্মা গান্ধীর প্রতিকৃতির স্থলে রামচন্দ্রের প্রতিকৃতি এবং পশ্চাদ্দিকে লাল কেল্লার ছবির স্থলে রাম মন্দিরের ছবি সংযুক্ত করে একটি নতুন নোট ছাপানো হয়েছে! এখন ভারতের কেন্দ্রীয় ব্যাংক আসলে এমন কোন ব্যাংক নোট ছাপিয়েছে কিনা তা যাচাই করতে আমরা দুটো পদ্ধতি অবলম্বন করেছি। 

প্রথমত, ভারত সরকার রাম মন্দির উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে রামচন্দ্রের প্রতিকৃতিসহ ব্যাংক নোট ছাপালে সেটা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হতো এবং বিভিন্ন মূলধারার সংবাদমাধ্যম এটি নিয়ে বেশ আলোচনা হতো। এই সম্ভাবনাগুলো মাথায় রেখে আমরা ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটটি ঘেঁটে দেখেছি এবং প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে মূলধারার সংবাদমাধ্যমগুলো নতুন নোট ছাপানো সংক্রান্ত কোন খবর প্রকাশ করলো কিনা সেটা খোঁজার চেষ্টা করেছি। তবে আমাদের অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট কিংবা মূলধারার সংবাদমাধ্যমে ৫০০ রুপির নতুন নোট ছাপানো সংক্রান্ত কোন তথ্য কিংবা খবর পাওয়া যায় নি। 

দ্বিতীয়ত, এই সম্ভাবনাটিকে যদি আমরা আমলে নিই যে, ৫০০ রুপির এই ব্যাংক নোটটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে — তাহলে এই নোটের নাম্বার প্যানেলে যে সিরিয়াল নাম্বার (6CM*302379) রয়েছে তার অনুরূপ নাম্বার সংবলিত ৫০০ রুপি ব্যাংক নোটের ছবি ইন্টারনেটে উন্মুক্ত অবস্থায় থাকবার কথা। এই পরিপ্রেক্ষিতে আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে গুগলে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে ব্যাংক নোট, কয়েন, এবং স্ট্যাম্প বিক্রি করা হয় এমন একটি ওয়েবসাইটের সন্ধান পাওয়া গেছে, যেখানে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত রামচন্দ্রের প্রতিকৃতি সংবলিত ব্যাংক নোটটির সম্মুখভাগের উপরে বামপাশে এবং নিচে ডানপাশে যে সিরিয়াল নাম্বারটি (6CM*302379) রয়েছে তার অনুরূপ সিরিয়াল নাম্বার দৃষ্টিগোচর হয়েছে। আরেকটি ওয়েবসাইটেও উক্ত সিরিয়াল নাম্বার সংবলিত ৫০০ রুপির ব্যাংক নোটের একটি ছবি পাওয়া গেছে। তবে, এই দুটো ওয়েবসাইট থেকে প্রাপ্ত ৫০০ রুপির ব্যাংক নোটের সামনের এবং পেছনের ছবির সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ব্যাংক নোটের মিল নেই। বরং ঐ দুটো ওয়েবসাইট থেকে প্রাপ্ত ব্যাংক নোটের ছবির সাথে বর্তমানে প্রচলিত ৫০০ রুপির ব্যাংক নোটের মিল রয়েছে। আমরা আগেই আলোচনা করেছি যে, ভারতের বাজারে প্রচলিত ৫০০ রুপির নোটের সম্মুখভাগে মহাত্মা গান্ধী এবং পশ্চাদ্দিকে দিল্লির লাল কেল্লার ছবি রয়েছে। অর্থাৎ, এটি প্রায় নিশ্চিত যে, সামাজিক মাধ্যমে রামচন্দ্র এবং রাম মন্দিরের ছবি সংবলিত যে ব্যাংক নোটটি ঘুরে বেড়াচ্ছে সেটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে এবং বাজারে প্রচলিত কোন নোট নয়।

তাছাড়া, ভারতীয় ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘বুম’ ভগবান রামচন্দ্রের প্রতিকৃতি সংবলিত ৫০০ রুপির নতুন ব্যাংক নোট ছাপানো সংক্রান্ত বিষয় নিয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র যোগেশ দয়াল (Yogesh Dayal) নামক একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৫০০ রুপির নতুন নোট ছাপানো সংক্রান্ত কোন তথ্য কিংবা খবর নেই। বুমের প্রতিবেদনটি পড়ুন এখানে

এর পাশাপাশি ফ্যাক্টলি, বুম বাংলা, এবং তেলেগু পোস্ট ফ্যাক্টচেক নামক কয়েকটি ভারতীয় ফ্যাক্ট-চেকিং সংস্থা বিভিন্ন ভাষায় ভাইরাল হওয়া রামচন্দ্রের প্রতিকৃতি এবং রাম মন্দিরের ছবি সংবলিত ব্যাংক নোট ছাপানো সংক্রান্ত দাবিটির যথাযথতা যাচাই করে দেখেছে এবং একে ভুয়া প্রতিপন্ন করেছে। 

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি ২০২৪ এ ভারতের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন ধার্য করা হয়েছে।

অতএব, উপরের আলোচনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, রামচন্দ্রের প্রতিকৃতি এবং রাম মন্দিরের ছবি সংবলিত ৫০০ রুপির নতুন নোট ছাপানোর তথ্যটি সঠিক নয়। বরং সামাজিক মাধ্যমে ৫০০ রুপির “কথিত” নতুন নোটের যে ছবিটি দেখা যাচ্ছে সেটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে। 

সুতরাং, সবকিছু বিবেচনা সাপেক্ষে ফ্যাক্টওয়াচ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটি মিথ্যা।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh