ভারতে নবম শ্রেণীর পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং সম্পর্কিত অধ্যায় যুক্ত হওয়ার তথ্যটি সঠিক নয়

Published on: February 6, 2024

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ারকৃত বেশকিছু পোস্টে দাবি করা হচ্ছে যে, ভারতের নবম শ্রেণীর পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং সম্পর্কিত একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। তবে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) তাদের এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেল থেকে একটি বক্তব্য প্রকাশ করে জানিয়েছে যে, বোর্ড কর্তৃক প্রকাশিত নবম শ্রেণীর পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং সম্পর্কিত অধ্যায় যুক্ত করার তথ্যটি ভিত্তিহীন এবং ভুয়া। সিবিএসই আরও জানিয়েছে যে, আলোচিত অধ্যায়টি জি রাম বুকস প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত এবং গগণ দীপ কাউর কর্তৃক লিখিত “A Guide to Self Awareness and Empowerment” – শীর্ষক বইয়ের একটি অধ্যায়, যা সিবিএসই কখনো প্রকাশ করেনি কিংবা স্কুলে পড়ানোর জন্য সুপারিশ করেনি। অতএব, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটি সঠিক নয়। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এইধরণের পোস্টগুলোর দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে। 

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটি যথাযথ কিনা তা যাচাই করতে আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চের মাধ্যমে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে ভারতের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি বক্তব্য (statement) খুঁজে পাওয়া গেছে। উক্ত বক্তব্যে সিবিএসই জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত নবম শ্রেণীর পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং সম্পর্কিত অধ্যায় যুক্ত হওয়ার তথ্যটি ভিত্তিহীন এবং সঠিক নয়। সিবিএসই আরও জানিয়েছে, সামাজিক মাধ্যমে যে বইয়ের পৃষ্ঠার ছবিটি ছড়িয়ে পড়েছে সেটি জি রাম বুকস প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত এবং গগণ দীপ কাউর কর্তৃক লিখিত “A Guide to Self Awareness and Empowerment” – শীর্ষক বইয়ের একটি অধ্যায়, যা সিবিএসই কখনো প্রকাশ করেনি কিংবা স্কুলে পাঠ্য হিসেবে পড়ানোর জন্য সুপারিশ করেনি।

তাছাড়া, Wion এবং The Times of India নামক দুটো ভারতীয় সংবাদমাধ্যম সিবিএসই এর ঐ বক্তব্যের মারফত সংবাদ প্রকাশ করে জানিয়েছে যে, নবম শ্রেণীর পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং সম্পর্কিত অধ্যায় সংযুক্তির তথ্যটি ভিত্তিহীন।

যেহেতু সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) নবম শ্রেণীর পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং সম্পর্কিত অধ্যায় যুক্ত করেছে এবং সিবিএসই আলোচিত দাবিকে মিথ্যা এবং ভিত্তিহীন বলছে, সেহেতু সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ এইধরণের পোস্টগুলোর দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh