মুসলিম রাষ্ট্র আজারবাইজান ইসরায়েলকে সমর্থন দিয়েছে?

Published on: October 9, 2023

 ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে আজারবাইজান তাদের আইকনিক টাওয়ারে ইসরায়েলের পতাকার আলোকপ্রদর্শনী করেছে দাবি করে কিছু পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ছবিটি বর্তমান সময়ের না। ২০১৫ সালের জুন মাসে আজারবাইজানের রাজধানী বাকুতে ইউরোপিয়ান গেমস অনুষ্ঠিত হয়। সে সময় বাকুতে অবস্থিত ফ্লেমস টাওয়ারসে ইউরোপিয়ান গেমসে অংশগ্রহণকারী সব দেশের পতাকার আলোকপ্রদর্শনী হয়। সেই গেমসে ইসরায়েল অংশগ্রহণ করায় তাদের পতাকাও প্রদর্শিত হয়। বর্তমানে হামাসের হামলার প্রেক্ষিতে নতুন করে ফিলিস্তিন ও ইসরায়েলে যে হত্যাযজ্ঞ ঘটছে, সেখানে আজারবাইজান এখন পর্যন্ত কাউকে সমর্থন দিয়েছে এমনটা জানা যায় নি।  

 

ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে


ফ্যাক্টওয়াচের
অনুসন্ধানঃ

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টের ছবিতে দেখা যায় তিনটা ভবনকে ইসরাইলের পতাকা সাদৃশ্য করে নীল এবং সাদা বাতি দিয়ে সাজানো হয়েছে। ইসরায়েলের পতাকার মধ্যবর্তী তারকা সদৃশ চিহ্নটিও দৃশ্যমান হয়।  পোস্টগুলোর ক্যাপশনে লেখা ছিলো “আপনাদের প্রিয় মুসলিম রাষ্ট্র  আজারবাইজান একধাপ এগিয়ে নিজেদের আইকনিক টাওয়ারে লাইটিং করে সমবেদনা জানিয়েছে।”

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি গুগল ইমেজ সার্চ দিলে JEWISH JOURNAL নামক একটি নিউজ ওয়েবসাইটের একটি কলামে ছবিটি দেখতে পাওয়া যায়। ছবিটির নিচে ক্যাপশনে লেখা ছিলো ‘২০১৫ সালে বাকু, আজারবাইজানের আইকনিক ফ্লেম টাওয়ারে ইসরায়েলি পতাকা প্রদর্শিত হয়। সূত্র: দুরদানে আগায়েভা’  ৮ই জুন, ২০২১ সালে “বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের সাথে আজারবাইজানের অটুট সংহতি” শিরোনামে প্রকাশিত কলামটি লিখেছেন দুরদানে আগায়েভা (Durdane Agayeva)।

এই একই ছবিটি ২০১৫ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অবস্থিত আজারবাইজানের সরকারি দূতাবাসের ভ্যারিফাইড ফেসবুক পেজ Consulate General of Azerbaijan in Los Angeles থেকেও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিলো “ ইউরোপিয়ান গেমসে অংশগ্রহণকারী ইসরায়েলের পতাকা বাকুতে অবস্থিত ফ্লেম টাওয়ারসে (Flame Towers) প্রদর্শিত হয়েছে।”

একই তারিখে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অবস্থিত আজারবাইজানের সরকারি দূতাবাসের টুইটার একাউন্ট Azerbaijan in L.A. থেকে একই ক্যাপশনে ছবিটি আপলোড করা হয়।

২৮ জুন ২০১৫ সালে maberajo নামক একটি ইউটিউব চ্যানেল থেকে “ সমস্ত ইউরোপের পতাকা সহ ফ্লেম টাওয়ারস বাকু” শিরোনামে ৮ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে ফ্লেম টাওয়ারসে ইউরোপের বিভিন্ন দেশের পতাকা আলোকপ্রদর্শনী হতে দেখা যায়। সেখানে ৩ মিনিট ৫৫ সেকেন্ড থেকে ৪ মিনিট ০৪ সেকেন্ড সময় পর্যন্ত ইসরায়েলের পতাকা প্রদর্শিত হতে দেখা যায়।

বাকু ইউরোপিয়ান গেমসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে ১২ জুন, ২০১৫ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে ইউরোপিয়ান গেমস শুরু হয় এবং ২৮ জুন শেষ হয়।

উক্ত গেমসের অংশগ্রহণকারী দেশের তালিকা থেকে জানা যাচ্ছে ইউরোপিয়ান গেমসে  ইসরায়েল থেকে ১৪১ ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।

সারমর্মঃ

আজারবাইজান সম্প্রতি হামাসের করা হামলায় ইসরায়েলের প্রতি সমবেদনা জানিয়ে তাদের আইকনিক ফ্লেমস টাওয়ারসে ইসরাইলের পতাকা সম্বলিত কোন আলোকপ্রদর্শনী করেনি। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি ২০১৫ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ইউরোপিয়ান গেমসের সময়কার। সে সময় ফ্লেমস টাওয়ারসে ইউরোপিয়ান গেমসে অংশগ্রহণকারী সব দেশের পতাকার আলোকপ্রদর্শনী হয়। উক্ত গেমসে ইসরায়েলও অংশ নেয়, সেজন্য ইসরায়েলের পতাকাও প্রদর্শিত হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির দাবিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh