মদ্যপানের ভিডিওটি যুব মহিলা লীগ নেত্রী তনুর নয়

Published on: April 22, 2024

ফেসবুকে যা ছড়িয়েছে: ভিডিওতে যাকে মদ পান করতে দেখা যাচ্ছে, তিনি হলেন মুক্তাগাছা থানা যুব মহিলা লীগের সভাপতি ইশরাত জাহান তনু। ঢাকা রিজেন্সি হোটেলের বারে বসে ইফতারের পরে মদ পান করছিলেন।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: দাবিটি মিথ্যা। ভাইরাল ভিডিওটি কমপক্ষে ৩ বছর আগে থেকে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে। ভিডিওটিতে যে ধরণের কথা শোনা যাচ্ছে যাচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে এটি ভারতের পশ্চিমবঙ্গের কোনো স্থানের ভিডিও। যিনি মদ পান করছেন এবং ক্যামেরার অপরপাশে যারা আছেন তাদের কথা বলার ধরণ, শব্দ উচ্চারণ সবকিছু বাংলাদেশের বাংলা উচ্চারণ থেকে আলাদা। তাছাড়া ২০২১ তারিখে ভিডিওটি ভারত থেকে Sudhamay Sarkar নামের ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। যা ফেসবুকে এখনো বিদ্যমান আছে। তখন ভিডিওটির ক্যাপশন দেয়া হয়েছিল “Ata kar girlfriend”। একই ভিডিও বর্তমানে যুব মহিলা লীগ নেত্রী ইশরাত জাহান তনুর নামে প্রচার হচ্ছে।

এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:  

ভাইরাল ভিডিওটির বিষয়ে বিস্তারিত জানতে তা থেকে স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ এবং বিভিন্ন প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ধরে ইউটিউবে সার্চ করা হয়। সেখান থেকে পাওয়া যায়, ভিডিওটি ১৮ অক্টোবর ২০২১ তারিখ থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে রয়েছে। উল্লেখ্য, ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন নারী “Old Monk” ব্রান্ডের এক বোতল মদ্যপান করছেন। এ কাজে তাকে সহযোগিতা করছেন সেখানে উপস্থিত সহযোগীরা। যদিও সহযোগীরা ক্যামেরার অপরপাশে অবস্থান করার কারণে তাদের দেখা যায়নি। তবে ২৯ সেকেন্ডের ভিডিওটিতে মদ্যপান করার সময় যে ধরণের কথোপকথন সেখানে হয়েছে এবং যা কিনা কোনো প্রকার সম্পাদনার মাধ্যমে ভিডিওতে বসানো হয়নি তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ভিডিওর কথোপকথন শুনে মনে হচ্ছে, ভিডিওতে থাকা ব্যক্তিবর্গ ভারতের পশ্চিমবঙ্গের বা তার আশপাশের বাসিন্দা হতে পারেন। তাঁদের কথোপকথনের ধরণ, উচ্চারণ, বাক্যের ব্যবহার বাংলাদেশীদের উচ্চারণের সাথে মিলছে না।

ভাইরাল ভিডিওতে থাকা নারীটির সাথে ইশরাত জাহান তনুর চেহারার কিছুটা মিল রয়েছে। এ কারণেই অনেকে হয়ত নারীটিকে ইশরাত জাহান তনুই ভেবেছেন। কিন্তু ২০২১ সাল থেকে ফেসবুকে থাকা ভিডিওটি কোনোভাবেই ইসরাত জাহান তনুর হতে পারে না। ইসরাত জাহান তনুর বাংলা উচ্চারণ এবং ভাইরাল ভিডিওতে থাকা নারীটির বাংলা উচ্চারণেও অনেক ফারাক।

ইশরাত জাহান তনুর নামে ভাইরাল ভিডিওটি আলোচনায় আসলে জাতীয় গণমাধ্যমে তা প্রচার করা হয়। যমুনা টিভিতে এ বিষয়ে করা একটি ভিডিও প্রতিবেদনের শিরোনাম হলো- “যুব মহিলা লীগ নেত্রীর ভিডিও ঘিরে তুলকালাম ময়মনসিংহে!” প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে দাবি করা হচ্ছে, এই নারী ময়মনসিংহের মুক্তাগাছা থানা যুব মহিলা লীগের সভাপতি ইশরাত জাহান তনুর। এরপরে ইশরাত জাহান তনুর সাক্ষাৎকার দেখানো হয়েছে। প্রসঙ্গত প্রতিবেদনটির দৈর্ঘ ২ মিনিট ২৫ সেকেন্ড। ১ মিনিট ২১ সেকেন্ড অংশে যমুনা টিভি ভিডিওটি নিয়ে ফ্যাক্টচেক করেছে। সেখানে তারা দেখিয়েছেন ভিডিওটি ১২ জুলাই ২০২২ তারিখে Meer Mithun নামের ফেসবুক একাউন্ট থেকেও পোস্ট করা হয়েছিল। উল্লেখ্য, পোস্টটির ক্যাপশন তামিল ভাষায় ছিলো। অনুবাদ করে করে পাওয়া যায়, “Country curgo”. পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Meera Mithun এর ফেসবুক একাউন্ট বের করা সম্ভব হয়েছে। সেখানে তার ফেসবুক বায়োতে পরিচয় হিসেবে জানানো হয়েছে, Meera Mitun, is an Indian film actress, super model and beauty pageant titleholder who works predominantly in Tamil films. She won the title of Miss South India in 2016. She made her film debut in Sri Ganesh’s 8 Thottakkal. She has walked the ramp for nat.”

ইশরাত জাহান তনুর বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউন থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম হলো- “ফেসবুকে ‘আপত্তিকর’ ছবি-ভিডিও, ষড়যন্ত্র বলছেন বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী”। প্রতিবেদটির বিস্তারিত অংশের একস্থানে প্রতিবেদক জানিয়েছেন, “ফেসবুকের সেই ছবি ও ভিডিও যাচাই-বাছাই করে দেখা যায়, মদ্যপান করার ভিডিওটি ভুয়া। প্রতিবেদনটি পড়তে পারবেন এখানে

এখানে লক্ষণীয় যে, Sudhamay Sarkar এবং Meera Mithun দুজনেই ভারতীয় বাসিন্দা। ২০২১ এবং ২০২২ তারিখে যথাক্রমে ভিন্ন ভিন্ন ক্যাপশনে তারা ভিডিওটি পোস্ট করেছেন। Meera Mithun এর ক্যাপশন অনুযায়ী ভিডিওর নারীটি তার দেশের।

ভাইরাল ভিডিওর তিনটি দাবি, অর্থাৎ নারীটি ইশরাত জাহান তনু এবং ঢাকা রিজেন্সি হোটেলের বারে ও ইফতারের পরে মদ্যপান করছেন। হোটেলের বিষয়ে অনুসন্ধান করলে দেখা যায়, ঢাকা রিজেন্সি হোটেল বেশ সুসজ্জিত এবং আকর্ষণীয় চেয়ার-টেবিল পরিবেশিত অথচ ভাইরাল ভিডিওর মেঝে অন্ধকারাচ্ছন্ন এবং স্যাঁতসেঁতে। রিজেন্সি হোটেলের বারের সাথে যার সামঞ্জস্যতা পাওয়া যাচ্ছে না। অপরদিকে ১৮ অক্টোবর ২০২১ এবং ১২ জুলাই ২০২২ তারিখ থেকে ফেসবুকে এ ভিডিওর অস্তিত্ব আছে। অথচ ২০২১ তারিখে রমজান শুরু হয়েছিল এপ্রিল ১৪ যা শেষ হয়েছিল মে ১২ তারিখে। ২০২২ তারিখের রমজান শুরু হয়েছিল এপ্রিল ৩ এবং শেষ হয়েছিল মে ২ তারিখে। তাই ভিডিওটি যখন থেকে পোস্ট করা হয়েছে তা আমলে নিলে ইফতারের পরে বা রমজান মাসে মদ্যপান করার দাবিটিরও সত্যতা পাওয়া যাচ্ছে না।

ভাইরাল ভিডিওর বিষয়ে ইসশরাত জাহান তনুর বক্তব্য:

ভিডিওটি ভাইরাল হলে ইশরাত জাহান তনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। তবে শুরু থেকে তিনি এই ভিডিওকে গুজব এবং অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেছেন। বিষয়টি নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং জাতীয় গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন। যমুনা টিভি ও চ্যানেল ২৪ কে দেওয়া এমন দুটি সাক্ষাৎকার দেখুন এখানে এবং এখানে। থানায় সাধারণ ডায়েরির পাশাপাশি ইশরাত জাহান তনু সাইবার ট্রাইবুনালে ১৭ এপ্রিল ২০২৪ তারিখে বিচারক মোহা. বজলুর রহমানের আদালতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে মামলা করেছেন (৩৯/২০২৪) । NTV থেকে প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত দেখুন এখানে

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভাইরাল ভিডিওর দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh