যৌতুক চাওয়ায় বর ও বরের বাবাকে বেঁধে রাখার ভিডিওটি সাজানো নাটক

Published on: April 22, 2024

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ারকৃতএকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, বিয়েতে যৌতুক চাওয়ায় বর ও বরের বাবাকে পিছমোড়া করে বেঁধে রেখেছে গ্রামবাসী। আলোচিত ভিডিওটি বাস্তব ঘটনা ভেবে কয়েকদিন ধরে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে শেয়ার দেওয়া হচ্ছে। জাতীয় দৈনিক ইত্তেফাকের পেজে রিল হিসেবে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়েছে, “যৌতুক চাওয়ায় বর ও বরের বাবাকে রশি দিয়ে বেঁধে রেখেছে মেয়ের পরিবার”। যদিও ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে জানতে পেরেছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি একটি সাজানো নাটক ছিল। বাস্তবিক কোনো ঘটনা নয় বরং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে ভিডিওটি বানানো হয়েছে। কিন্তু এই তথ্যটি ভিডিওর কোথাও উল্লেখ করা হয়নি। তাই ফ্যাক্টওয়াচ ঐ ভিডিওটিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিতে দৃশ্যমান ঘটনাটি বাস্তব কিনা তা যাচাই করতে গিয়ে আমরা কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ‘Sk Sagor’ নামের একটি ফেসবুক পেজে ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও পাই। ৩ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওটির সাথে ফেসবুকে ভাইরাল ভিডিওটির একাংশের হুবহু মিল পাওয়া গেছে। অর্থাৎ এই ভিডিওটি থেকেই কিছু অংশ উক্ত দাবিতে ফেসবুকে পোস্ট করা হয়েছে। পরবর্তীতে যা ফেসবুকে তুমুল ভাইরাল হয়। মূল ভিডিওটি দেখতে পাবেন এখানে

বলাবাহুল্য, শেয়ারকৃত ভিডিওটি যে পরিপূর্ণ একটি সাজানো নাটক ছিল সেকথা ভিডিওর আগে বা পরে কোথাও উল্লেখ করা হয়নি। তবে এসকে সাগর নামের ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, পেজটির বায়োতে  জানানো হয়েছে, “এখন থেকে অনেক মজার মজার ফানি ভিডিও দেয়া হবে সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক আনন্দ পাবেন।” অর্থাৎ উক্ত বিবরণ থেকে এটি পরিষ্কার যে, পেজটি থেকে প্রচারিত ভিডিওগুলো মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়। পেজটিতে আরও যে ভিডিও প্রচার করা হয়েছে সেখানেও একই ব্যক্তিদের ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। ভাইরাল ভিডিওতে যিনি বরের বাবা, অন্য একটি ভিডিওতে তিনিই আবার বাইক চোর চরিত্রে অভিনয় করছেন। অপরদিকে ভাইরাল ভিডিওটিতে পাত্রীপক্ষের চরিত্রে অভিনয় করা বা তেড়ে মারতে যাওয়া ব্যক্তিকে অন্য একটি  ভিডিওতে ছাগল চোরের চরিত্রে দেখা যাচ্ছে।

 

তাছাড়া রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ওয়ে টু জান্নাহ (Way to Jannah) নামক একটি ফেসবুক পেজেও ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ১২ এপ্রিলে ২০২৩ তারিখে শেয়ার করা রিল ও ভাইরাল হওয়া রিলটি হুবই একই। ওয়ে টু জান্নাহ পেজটি বিশ্লেষণ করলে সেখানেও দেখা যায় পেজটি বিনোদনের উদ্দেশ্যে নানা ধরণের ভিডিও বানায় এবং পোস্ট করে। উল্লেখ্য, এই পেজেও আলোচিত ভিডিওটিতে তিনি বরের বাবা ও তাকে মারতে যাওয়া ব্যক্তিকে আরো কিছু ভিডিওতে ভিন্ন  গল্প ও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। দুটি পেজেই একই রকম ভিডিও থাকায় এটা পরিষ্কার যে “Sk Sagor” এবং “ওয়ে টু জান্নাহ” পেজটি একত্রে বিনোদন মূলক ভিডিও প্রচার করছে।

সুতরাং, বিনোদনের উদ্দেশ্যে বানানো সেই ভিডিও থেকে একটি অংশ ভাইরাল দাবিসহ প্রচার করায় ফ্যাক্টওয়াচ উক্ত দাবিটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh