Published on: June 19, 2023
![]() |
এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
Image: It is not a genuine job circular by UNICEF
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:
“ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র” নামক ফেসবুক পেইজ থেকে প্রচারকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটির সত্যতা যাচাই করতে আমরা পুরো বিজ্ঞপ্তিটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখি। বিজ্ঞপ্তিটিতে ১৬১০ টি পদে আগ্রহ প্রার্থীদের ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেইল ঠিকানায় পদের নাম, ছবি ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত পাঠাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটির শেষে উল্লেখিত ই-মেইল অ্যাড্রেসটি (unicefnos[at]gmail[dot]com) খেয়াল করলে দেখা যাবে যে সেটা একটি জিমেইল অ্যাকাউন্ট। অপরদিকে, ইউনিসেফ বাংলাদেশ এর ওয়েবসাইটে গিয়ে তাদের অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেসটি (infobangladesh[at]unicef[dot]org) লক্ষ্য করে দেখা গেছে তার সাথে উক্ত বিজ্ঞপ্তিতে থাকা ই-মেইল অ্যাড্রেসের কোন মিল নেই।
Image: Official e-mail address of UNICEF Bangladesh
পরবর্তীতে আমরা ইউনিসেফ এর ওয়েবসাইটে গিয়ে চাকরির সেকশনটি যাচাই করে দেখেছি। সেখানে লোকেশন এর ফিল্টারে “বাংলাদেশ” লিখে সার্চ করার পর দেখা গেছে একটি কমিউনিকেশন স্পেশালিস্ট (Communication Specialist) পদ এবং একটি ইন্টারন্যাশনাল কনসালটেন্ট (International Consultant) পদে চাকরির সুযোগ রয়েছে। সেখানে জাইকা ও আমেরিকার দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত ১২ বছর মেয়াদী কোন প্রকল্পে নিয়োগ সম্পর্কিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটির কমেন্ট সেকশনে অনেককেই চাকরির আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে। এদিকে, ইউনিসেফ বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট-এ ইউনিসেফের নাম এবং লোগো ব্যবহার করে অর্থের বিনিময়ে চাকরির প্রস্তাব দেয়া বিজ্ঞপ্তি থেকে সাবধান থাকতে বলা হয়েছে।
Image: Cautionary poster/UNICEF Bangladesh offical Facebook page
অতএব, সামাজিক মাধ্যমে “ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র” নামক ফেসবুক পেইজ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে তার সাথে প্রকৃত ইউনিসেফ এর কোন সম্পৃক্ততা নেই।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
|