জামায়াতে ইসলামী ও পুলিশের সংঘর্ষের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়

Published on: December 21, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে জামায়াতে ইসলামী ও পুলিশের মাঝে সংঘর্ষের একটি ভিডিও শেয়ার হতে দেখা যাচ্ছে এবং তার সাথে সংশ্লিষ্ট ক্যাপশন পড়ে মনে হচ্ছে সেটা সাম্প্রতিক সময়ে ধারণ করা। তবে অনুসন্ধান করে জানা গেছে এটি প্রায় এক বছরের পুরানো একটি ভিডিও, যা গত ৩০ ডিসেম্বর ২০২২ ঢাকার মালিবাগে জামায়াতে ইসলামী ও পুলিশের সংঘর্ষের সময় ধারণ করা হয়েছিল। সেসময় বাংলাদেশের বেশ কিছু মূলধারার সংবাদমাধ্যম কর্তৃক প্রকাশিত সংবাদ মারফত এই সংঘর্ষের তথ্য পাওয়া গেছে। তাছাড়া, সাম্প্রতিক সময়ে অর্থাৎ ১০ ডিসেম্বর ২০২৩ এ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচিতে পুলিশের হামলা নিয়ে এমন কোন ভিডিও খুঁজে পাওয়া যায়নি, যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির মিল রয়েছে। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী এবং পুলিশের মাঝে ঘটিত সংঘর্ষের কিনা তা যাচাই করতে আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গত ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে প্রকাশিত “পুলিশি বাধা উপেক্ষা করে রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিশাল গনমিছিল” – শীর্ষক ২০ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। অতঃপর পুরো ভিডিওটি যাচাই করে দেখা গেছে সেটার নয় মিনিট ৫৭ সেকেন্ড থেকে শুরু করে ১৩ মিনিট ৫৬ সেকেন্ডের মাঝের অংশটুকু কেটে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জামায়াতে ইসলামী ও পুলিশের মাঝে সংঘর্ষের ঘটনা বলে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছিল। অর্থাৎ, আমাদের আলোচিত ভিডিওটির সাথে ঐ নির্দিষ্ট অংশটুকুর মিল পাওয়া গেছে। 

তাছাড়া, গত ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে ঢাকার কোথাও জামায়াতে ইসলামী এবং পুলিশের মাঝে সংঘর্ষ হয়েছিল কিনা তা জানতে বেশ কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান মারফত কয়েকটি মূলধারার সংবাদমাধ্যম কর্তৃক প্রকাশিত সংবাদ পাওয়া গেছে। উক্ত সংবাদগুলো পড়ে জানা গেছে, সেদিন (৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার) জুমার নামাজের পর ঢাকার মালিবাগে জামায়াতে ইসলামীর একটি মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়। জামায়াতে ইসলামীর ইউটিউব চ্যানেল থেকে প্রাপ্ত ভিডিওতেও এমন দৃশ্য আমরা লক্ষ্য করেছি। সেদিনকার ঐ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ পড়ুন এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর সাথে পুলিশের কোন সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা তার খোঁজ নিতে গিয়ে আমরা জানতে পেরেছি যে, গত ১০ ডিসেম্বর ২০২৩ এ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচিতে পুলিশ হামলা করে এবং কয়েকজন নেতাকর্মীকে আটক করে। পরে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম মাছুম তাঁর একটি বিবৃতিতে উক্ত ঘটনার প্রতি নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। কিন্তু ১০ ডিসেম্বর ২০২৩ এ জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচিতে পুলিশের হামলার এমন কোন ভিডিও খুঁজে পাওয়া যায়নি যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির মিল রয়েছে। ১০ ডিসেম্বরের ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত কিছু সংবাদ পড়ুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

অতএব, উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত জামায়াতে ইসলামী এবং পুলিশের মাঝে ঘটিত সংঘর্ষের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং সেটা প্রায় এক বছরের পুরানো একটি ভিডিও।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh