বিএনপি নেত্রী নিপুণ রায় কি “খালেদা জিয়া’র ফাঁসি চাই” – পোস্টার লাগাচ্ছেন?

Published on: December 21, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ারকৃত একটি ছবিতে বিএনপি নেত্রী নিপুণ রায়কে “খালেদা জিয়া’র ফাঁসি চাই” – লেখা সংবলিত পোস্টার সাঁটাতে দেখা যাচ্ছে। তবে অনুসন্ধান মারফত জানা গেছে, উক্ত ছবিটি ২০১৯ সালে খালেদা জিয়া’র মুক্তির দাবিতে নিপুণ রায়ের নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জে পোস্টার টাঙ্গানোর সময় তোলা হয়েছিলো। মূল ছবির পোস্টারে লেখা রয়েছে – “খালেদা জিয়া’র মুক্তি চাই।” মূলত সেই ছবিটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে খালেদা জিয়া’র ফাঁসি চাই – শীর্ষক পোস্টার সংবলিত ছবিটি তৈরি করা হয়েছে। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিকে যাচাই করতে আমরা রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি অনুসরণ করি। আমাদের অনুসন্ধানে গত ১৮ মার্চ ২০২০ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২নং চর আমখাওয়া ইউনিয়ন শাখা – নামক ফেসবুক পেজ থেকে শেয়ারকৃত একটি ছবি খুঁজে পাওয়া গেছে, যার সাথে আলোচিত ছবিটির বেশ মিল রয়েছে। তাছাড়া, অনুসন্ধানে প্রাপ্ত ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে – “গনতন্ত্র নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই” এবং ছবিটিতে দৃশ্যমান পোস্টারে “খালেদা জিয়া’র মুক্তি চাই” লেখাটিও আমাদের দৃষ্টিগোচর হয়।

পরবর্তীতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর ফেসবুক পেজ ঘেঁটে গত ০৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে শেয়ারকৃত বেশকিছু ছবি সংবলিত একটি পোস্ট খুঁজে পাওয়া গেছে। উক্ত পোস্টের ছবিগুলোর মাঝে একটি ছবি দেখা গেছে যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির মিল রয়েছে। নিপুণ রায় চৌধুরীর ফেসবুক পেজ থেকে প্রাপ্ত ঐ নির্দিষ্ট ছবি এবং অন্যান্য ছবিগুলোতে দেখা যাচ্ছে তিনি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্থানের দেয়ালে “খালেদা জিয়া’র মুক্তি চাই” – শীর্ষক পোস্টার সাঁটাচ্ছেন। 

বাম পাশের ছবিটি আসল। ডান পাশের ছবিটি বিকৃত।

এছাড়া, নিপুণ রায় চৌধুরীর ফেসবুক পেজে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার কেরানীগঞ্জে পোস্টার সাঁটানোর কর্মসূচির বেশকিছু পোস্ট পাওয়া গেছে। সেখানে দৃশ্যমান পোস্টারগুলোতেও “খালেদা জিয়া’র মুক্তি চাই” – লেখাটি লক্ষ্য করা গেছে। পোস্টগুলো দেখুন এখানে, এখানে,  এবং এখানে

উল্লেখ্য, জাগো নিউজ টুয়েন্টিফোর কর্তৃক গত ০৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে প্রকাশিত “খালেদার মুক্তির দাবিতে পোস্টারে ছেঁয়ে যাবে বাংলাদেশ” – শীর্ষক একটি প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে, যেখানে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে কেরানীগঞ্জে পোস্টার সাঁটানোর কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। 

অতএব, এই বিষয়টি এখন স্পষ্ট যে, খালেদা জিয়ার ফাঁসির দাবিতে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী পোস্টার সাঁটাচ্ছেন বলে যে ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার হচ্ছে সেটা বিকৃত। আসল ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh