মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে “জয় বাংলা” শ্লোগান উঠেছে?

Published on: October 1, 2023

 যা দাবি করা হচ্ছে —

বিএনপি ভাড়া করা লোক দিয়ে সরকার পতনের আন্দোলন করতে গিয়েছে। যে কারণ সমাবেশের মঞ্চে বিএনপি কর্মী “জয় বাংলা” শ্লোগান দিয়েছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান —

ভিডিওটিতে যে ধরণের শ্লোগানের শব্দ শোনা গেছে, তা শুনেও মনে হয়েছে যে, সেখানে জয় বাংলা শ্লোগানই দেওয়া হয়েছে। যদিও ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে, ভাইরাল ভিডিওটির মধ্যে সে শ্লোগানটি শোনা যাচ্ছে তা মূলত সম্পাদনা করে বসানো হয়েছে। আসল শ্লোগানটি সহ পুরো ভিডিওটি মূলধারার সংবাদ মাধ্যম ও বিএনপির ইউটিউবে চ্যানেলে প্রকাশিত হয়েছে। যে কারণে ফেসবুকে ছড়িয়ে পড়া উক্ত দাবির ভিডিওগুলোকে ফ্যাক্টওয়াচ ‘বিকৃত’ সাব্যস্ত করেছে।

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এখানে এবং এখানে

বিস্তারিত প্রতিবেদন

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, মঞ্চে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য দিচ্ছিলেন, এ সময়ে পিছন থেকে কেউ একজন জোরে “জয় বাংলা” শ্লোগান দিয়ে ওঠেন। বলাবাহুল্য, “জয় বাংলা” শ্লোগানটি ক্ষমতাসীন আওয়ামী-লীগ ও সমমনা দলের নেতাকর্মীরা নিজ দলীয় শ্লোগান হিসেবে ব্যবহার করেন। বিএনপির নেতাকর্মীদের এই শ্লোগান দিতে দেখা যায় না।

তবে সেদিন মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের কর্মীর মাঝে আসলে কি ঘটেছিল তা জানতে ইউটিউব, ফেসবুক ও গুগলে কী-ওয়ার্ডের সাহায্যে সার্চ করা হয়। সেখানে পাওয়া যায়, ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি’র সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রেখেছিলেন। বক্তব্যের সেই ভিডিওটি “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য” শিরোনামে বিএনপির ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটির দৈর্ঘ্য ১৮ মিনিট ২৬ সেকেন্ড। এখানে লক্ষণীয় যে, ভিডিওটির ৩ মিনিট ২৬ সেকেন্ড অংশে দেখা যাচ্ছে, মঞ্চে উপস্থিত বিএনপির একজন সমর্থক “Shame” বলে চিৎকার করে উঠেছেন। তাৎক্ষণিক এই চিৎকারে মহাসচিব বক্তব্য থামিয়ে পিছনে ফিরে  তাকে দেখতে থাকেন। এ সময়ে মহাসচিবকে তাকে উদ্দেশ্য করে কিছু বলতেও দেখা যায়। পরবর্তীতে মহাসচিব হাসি মুখে আব্দুস সালাম নামের কাউকে উদ্দেশ্য করে বলেন, আপনার অতি ভক্ত এই কাজটি করেছেন।

উল্লেখ্য যে, ভাইরাল ভিডিওটিতেও ঠিক এই দৃশ্যই দেখা গেছে। অর্থাৎ, ভাইরাল ভিডিওটি ১৮ মিনিট ২৬ সেকেন্ডের মূল ভিডিও থেকে নেয়া হয়েছে। এছাড়া ভাইরাল ভিডিওটিতে বায়ান্ন টিভির একটি লোগো দেখতে পাওয়া গেছে। পরবর্তীতে বায়ান্ন টিভির ইউটিউব চ্যানেলে সার্চ করে “মির্জা ফখরুলের পিছনে দাঁড়িয়ে ভক্তের কাণ্ড, হাসলেন ফখরুল” শিরোনামে আপলোড হওয়া ৬ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটির শুরুতেই বিএনপি জনৈক সমর্থককে “Shame” বলে চিৎকার করতে শোনা যায়।

প্রসঙ্গগত যে, বিএনপির ইউটিউব চ্যানেলে ও বায়ান্ন টিভির ইউটিউব চ্যানেলে আপলোড দুটি ভিডিও একই।

অর্থাৎ ভাইরাল ভিডিওটিতে আমরা “জয় বাংলা” বলে যেই শ্লোগানটি শোনা গেছে তা মূলত “Shame” এর জায়গায় পরবর্তীতে সম্পাদনা করে বসানো হয়েছে।

সুতরাং, যথাসম্ভব তথ্য-প্রমাণের আলোকে  ভাইরাল হওয়া দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh