চিকিৎসার জন্য বিদেশ যাবার অনুমতি পেয়েছেন খালেদা জিয়া?

Published on: September 25, 2023

“অবশেষে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী” — এমনটা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়া বিষয়ে কথা বলতে দেখা গেছে। তবে সেখানে তাকে বলতে দেখা গেছে যে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই। অথচ ভাইরাল ভিডিওর ক্যাপশনে যা প্রকাশ পেয়েছে, তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কোনো মিল নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর দাবিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য জানতে গুগলে একাধিক কী-ওয়ার্ড ধরে সার্চ করা হয়। সেখানে দেখা যায়, রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই। বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন তার পরিবারের পক্ষ থেকে করা হয়নি। বিদেশের চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই। এ ক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দেবেন।  এ বিষয়ে যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদন দেখুন এখানে। এটিএন বাংলা নিউজের একটি ভিডিও প্রতিবেদন দেখুন এখানে

এদিকে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোন আবেদন করা হয় নি। আবেদন করলে স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামত চাইতে পারে। পরে বিষয়টি দেখা যাবে, এখন কিছু বলা যাবে না। চ্যানেল ২৪ এর প্রতিবেদনে বিস্তারিত দেখুন এখানে

অর্থাৎ, সেপ্টেম্বর ২৩ ও ২৪ তারিখে পর্যায়ক্রমে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে এ বিষয়টি পরিষ্কার যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত ইতিবাচক বক্তব্য আসেনি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠনোর যে দাবি করে আসছে বিএনপি তাতে এখনো পর্যন্ত আওয়ামী-লীগ সাড়া দেয় নি। এটিকে আদালতের বিষয় হিসেবে উল্লেখ করেছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হচ্ছে এমন কোনো কথা ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh