বিএনপির সমাবেশ উপলক্ষে গ্রেফতার হয়েছেন খালেদা জিয়া?

Published on: December 10, 2022

খালেদা জিয়া গ্রেফতার হয়েছেন – এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, ২৫ মাস কারাভোগের পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০২০ সালে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান, এবং তখন থেকে ভাড়াবাসায় থাকছেন। আসন্ন সমাবেশে তিনি থাকছেন না, এ মর্মে মিডিয়াকে নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক।  তাই ফ্যাক্টওয়াচ এ দাবিকে মিথ্যা আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস

আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গত ৮ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়। সেখানকার কিছু ভিডিও ক্লিপ ব্যবহার করে ‘গ্রেফতার খালেদা জিয়া, আজ আবার নয়াপল্টনে সমাবেশে অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা’ এই শিরোনামে ফেসবুকে ছড়িয়ে পড়েছে এ গুজব। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে , এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে পাঁচ বছরের কারাবাসের দণ্ড দেয়া হয়। ২৫ মাস কারাভোগের পর ২০২০ সালের ২৫ মার্চ সরকার খালেদা জিয়াকে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানের ভাড়া বাসায় থাকছেন।

এছাড়া ২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় ২০১৮ সালে ও মানহানির মামলায় ২০১৯ সালের ২০ মার্চ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ২০২২ সালের ১৬ জুন এ দুই মামলায় তিনি স্থায়ী জামিন পান। এ বিষয়ে দৈনিক প্রথম আলোর রিপোর্ট দেখুন এখানে

১০ ডিসেম্বর খালেদা জিয়া সমাবেশে থাকছেন কি না এ নিয়ে গুঞ্জন চলছে। প্রথম আলোর ৩ ডিসেম্বরের রিপোর্ট থেকে জানা যায় বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলেছেন, সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত থাকার কোনো দলীয় সিদ্ধান্ত বা পরিকল্পনা তারা নেন নি। এছাড়া খালেদা জিয়া শর্ত সাপেক্ষে জামিনে থাকলেও তিনি এখনও মুক্ত নন, যে কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না।

দি ডেইলি স্টারের ৬ ডিসেম্বরের রিপোর্ট থেকে জানা যায়, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “খালেদা জিয়া বাসায় অবরূদ্ধ অবস্থায় আছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেয়া হয়েছে। তিনি বেশ অসুস্থ অবস্থায় আছেন। তিনি হাসপাতালে আসা-যাওয়া করলেও পুলিশি পাহারায় যেতে হয়। এখন পর্যন্ত তিনি বিএনপি কার্যালয়ে আসেননি, গুলশানে নিজ কার্যালয়ে যাননি। তাহলে তার আসার কথা বলে যে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে, এটা তো একটা প্রোপাগান্ডা”।

সুতরাং দেখা যাচ্ছে, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ২০২০ সালে কারাবাস থেকে শর্তসাপেক্ষে মুক্তির পর থেকে ভাড়াবাসায় থাকছেন। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ উপলক্ষে তিনি গ্রেফতার হন নি। বিএনপি নেতাদের কেউ কেউ বলেছেন এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয় নি। আবার, বিএনপির প্রচার সম্পাদক পরিষ্কার করে পরবর্তীতে জানান, এই সমাবেশে তার উপস্থিত থাকার কোনো সম্ভাবনা নেই। এছাড়া অন্য কোনো দায়িত্বশীল সূত্র থেকে এর ব্যতিক্রম কিছু এখনো পর্যন্ত পাওয়া যায় নি। তাই ফ্যাক্টওয়াচ এ দাবিকে মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh