আমেরিকান অভিনেত্রীর ছবিকে প্রধানমন্ত্রীর পুত্রবধু হিসাবে প্রচার

Published on: June 8, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি কোলাজকৃত ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে ছবিটি প্রধানমন্ত্রীর পুত্রবধুর। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি মার্কিন অভিনেত্রী Katie Cassidy এর। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ ছবিটিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে। 

ফেসবুকে ভাইরাল কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

রিভার্স ইমেজের সাহায্যে দেখা যাচ্ছে,  উপরিউক্ত ছবির ডান পাশের কোলাজ অংশের ছবিটি মার্কিন অভিনেত্রী Katie Cassidy এর। 

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এর ওয়েবসাইটে ২০১৬ সালের ১৪ই আগস্ট “Bathing beauty! Katie Cassidy soaks up the sun in sexy bikini during Miami Beach holidayশীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে যে ছবিটি এখানে ব্যবহার করা হয়েছে , তাঁর সাথে বর্তমানে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির হুবহু মিল রয়েছে। 

এখান থেকেই মার্কিন অভিনেত্রীর পরিচয়টি নিশ্চিত করা যাচ্ছে।

 

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পত্রধু এবং সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবির সাথে দাবিকৃত অভিনেত্রীর চেহারায় কোনো সাদৃশ্য পাওয়া যায় না।

 

এদিকে দেশীয় অন্য একটি ফ্যাক্ট চেকিং সংস্থা Rumor Scanner এই দাবিটিকে খন্ডন করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনটি দেখতে পাবেন এখানে 

সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ক্রিস্টিন ওয়াজেদের নামে প্রচারকৃত ছবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh