সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বরাতে অশালীন মন্তব্য ভাইরাল

Published on: October 16, 2022

সম্প্রতি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নামে ফেসবুকে একটি দাবি করা হচ্ছে যে, তিনি একটি সংবাদ সম্মেলনে অশালীন ভাষা ব্যবহার করেছেন। অনুসন্ধানে দেখা গেছে, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের একটি বক্তব্যকে বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে। মূলত জাতীয় দৈনিকের প্রতিবেদনের শিরোনামে তাঁর বক্তব্যটি যেভাবে প্রকাশিত হয়েছিল, সেটিকে এডিটের সাহায্যে বিকৃত করা হয়েছে। যে কারণে মনে হয়েছে, অশালীন মন্তব্যটি তোফায়েল আহমেদ করেছেন। সঙ্গত কারণে এই পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “বিকৃত” সাব্যস্ত করছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে

বিষয়টির বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ডে সার্চে জাতীয় দৈনিকের একাধিক প্রতিবেদন পাওয়া যায়। ২ অক্টোবর ২০২২ তারিখে ‘বিএনপি আবার ক্ষমতায় গেলে জোট বেঁধে নির্যাতন করবে’ শিরোনামে যুগান্তর পত্রিকা থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটির দ্বিতীয় অংশে বলা হয়েছে, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যদি আবার ক্ষমতায় যায়, তাহলে জোট বেঁধে অত্যাচার নির্যাতন করবে। এই প্রতিবেদনটির ফিচার ছবিতে ডায়াচে বক্তব্যরত তোফায়েল আহমেদের ও তাঁকে ঘিরে দাঁড়িয়ে থাকা অন্যান্য নেতাকর্মীদের একটি ছবি ব্যবহার করা হয়েছে। বর্তমানে তোফায়েল আহমেদের নামে যেই অশালীন মন্তব্যটি প্রচার করা হয়েছে, সেখানেও একই ফিচার ছবি ব্যবহার করা হয়েছে।

যুগান্তর পত্রিকা থেকে প্রকাশিত প্রতিবেদনটিতে ভোলা প্রতিনিধির কথা উল্লেখ আছে। এদিকে ভাইরাল ফিচার ছবিতেও ‘ভোলা প্রতিনিধি’ বলা হয়েছে। অশালীন মন্তব্যটিরও প্রকাশ কাল ২ অক্টোবর ২০২২ তারিখে দেওয়া হয়েছে।

সুতরাং, এ বিষয়টি সুস্পষ্ট যে, যুগান্তর পত্রিকা থেকে প্রকাশিত; আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যদি আবার ক্ষমতায় যায়, তাহলে জোট বেঁধে অত্যাচার নির্যাতন করবে। এই প্রতিবেদনটির শিরোনাম পরবর্তীতে বিকৃত করে সেখানে অশালীন শিরোনাম বসানো হয়েছে।

বিকৃত শিরোনামের কারণে ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়ে ভেবেছেন এই অশালীন মন্তব্যটি বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ করেছেন।

 

প্রসঙ্গত, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাও তোফায়েল আহমেদের সেদিনের বক্তব্যটির উপরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে ‘বিএনপি ক্ষমতায় এলে জোট বেঁধে নির্যাতন করবে’ – তোফায়েল আহমেদ শিরোনাম ব্যবহার করা হয়েছে। ৩ অক্টোবর ২০২২ তারিখে প্রতিবেদনটি প্রকাশ করা হলেও, সেখানেও ভোলা প্রতিনিধির কথা উল্লেখ আছে। অর্থাৎ এটি পরিষ্কার যে জাতীয় দৈনিকের সেদিনের শিরোনামটি বিকৃত করা হয়েছে।

সুতরাং, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ সম্প্রতি কোনো অশালীন শব্দপ্রয়োগ করে মন্তব্য করেননি। সঙ্গত কারণে এ ধরণের পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “বিকৃত” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh