মুসকান কি সালমান খানকে ৫ কোটি টাকা ফেরত দিয়েছেন?

Published on: February 17, 2022

সম্প্রতি “সালমান খানের ৫ কোটি টাকা ফেরত দিলেন মুসকান” এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জানা যায়, এমন কোনো ঘটনাই ঘটেনি। একাধিক সাক্ষাৎকারে মুসকানের বাবা মুহাম্মদ হুসাইন খান নিশ্চিত করেছেন যে, সালমান খান কোনো টাকা দেননি। এমনকি তার সাথে তাদের কোনো কথা পর্যন্ত হয়নি। অর্থাৎ, যে টাকা দেওয়াই হয়নি তা ফিরিয়ে দেয়ার প্রশ্নই আসে না। তাই এমন একটি খবরকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।

এমন ভিডিওসহ কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে,এখানেএবং এখানে


৩ মিনিট ২০ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে ব্রেকিং নিউজ উল্লেখ করে দাবি করা হয়, সালমান খানের দেয়া ৫ কোটি টাকা ফিরিয়ে দিয়েছে মুসকান। এছাড়া সালমান খানের একটি ভিডিও দৃশ্যায়ন করে দাবি করা হয়, সালমান বিজিপির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং পুরষ্কার হিসেবে ৫ কোটি টাকা দিয়েছেন। আরোও বলা হয়, সালমান খান সকল মুসলিমদের নিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন। তাছাড়া এই ভিডিওতে ফ্যাক্টওয়াচকে “ভারতীয় তথ্য অনুসন্ধানকারী প্রতিষ্ঠান” হিসেবেও দাবি করা হয়।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

উক্ত দাবি সম্পর্কে বিস্তারিত জানতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ডের সাহায্যে গুগল এবং ইউটিউবে অনুসন্ধান করা হলে, মুসকানের বাবার একাধিক সাক্ষাৎকার পাওয়া যায়। ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে “Daily Salar” নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে মুসকানের বাবা মুহাম্মদ হুসাইন খান বলেন যে, সালমান খান কিংবা এছাড়াও অন্যান্য দান সম্পর্কিত যে খবরগুলো পাওয়া যাচ্ছে তা মিথ্যা। তিনি আরোও বলেন, সালমান খানের সাথে তাদের কোনো কথা হয়নি এবং তাদের ওই টাকার প্রয়োজনও নেই।

১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে “News Win” নামে অপর একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে পুনরায় মুসকানের বাবার একটি সাক্ষাৎকার পাওয়া যায়। সেখানে এইসব খবরকে গুজব উল্লেখ করে তিনি বলেন, আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল তার পরিবার এবং এমন টাকার প্রয়োজন নেই।

অবশ্য ভিডিওর শেষ অংশে মুসকানকে সূত্র হিসেবে উল্লেখ করে বলা হয় যে, সালমানের টাকা দেয়ার ঘটনাটি মিথ্যা। কিন্তু মুসকানের দেয়া বক্তব্যের সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

অন্যদিকে, সালমান খান সম্পর্কে যে দাবিগুলো করা হয় তার প্রেক্ষিতে অনুসন্ধান করা হলে মূলধারার গণমাধ্যমে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ভাইরাল এই ভিডিওতে থাকা সালমান খানের অংশটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে জানা যায় মূল ভিডিওটি মুসকান বিষয়ে নয়। গত ২৭ ডিসেম্বর, ২০২১ তারিখে টাইমস অব ইন্ডিয়ারই-টাইমসে প্রকাশিত ওই ভিডিওতে সালমান খান তার ফার্মহাউসে থাকা অবস্থায় সাপে কামড় দেয়ার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। অর্থাৎ এই দাবিটিও মিথ্যা।

এছাডা সালমান খানের সম্পর্কে আরোও বলা হয় যে, তিনি মুসকান ইস্যুতে ভারতজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। কিন্তু এ দাবিটিরও কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

আবার, উক্ত ভিডিওতে আরোও দাবি করা হয় যে ফ্যাক্টওয়াচ একটি ভারতীয় অনুসন্ধানকারী প্রতিষ্ঠান। কিন্তু ফ্যাক্টওয়াচ মূলত বাংলাদেশের একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান।

ফ্যাক্টওয়াচ সম্পর্কে বিস্তারিত জানতে ফ্যাক্টওয়াচের ওয়েবসাইটটি দেখুন এখানে

 

অতএব, পরিষ্কার বুঝা যাচ্ছে উক্ত ভিডিওতে টাকা ফিরিয়ে দেয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ যেখানে কোনো টাকাই দেয়া হয়নি সেখানে ফিরিয়ে দেয়ার প্রশ্নই আসছে না। এছাড়া সেখানে সালমান খানের আন্দোলন কিংবা ফ্যাক্টওয়াচকে ভারতীয় দাবিকরাসহ বেশ কিছু ভুল তথ্য রয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এই ভিডিওসহ ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply