‘নমস্কার’ নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর দাবি

Published on: December 31, 2023

যা যা দাবি করে হচ্ছে: (এক) হিন্দুকে নমস্কার বলা হারাম, কারণ বাস্তবে নমস্কার কথাটার অর্থ “আমি আপনার পায়ে মাথা নত করলাম।” (দুই) সূরা মায়িদা’র ৭২ নং আয়াত এবং সূরা নিসা’র ৪৮ ও ১১৬ নং আয়াতের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে, “নমস্কার বলা হারাম, নমস্কার একটি শীরকি অভিবাদন, আর শীরককারী জাহান্নামী।”

প্রকৃত তথ্য: (এক) সংস্কৃত ভাষার শব্দ নমঃ/নমস (প্রণাম, প্রণতি) থেকে উদ্ভূত ‘নমস্কার’ শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে, দুই হাত জড়ো করে বুক বা কপালে ঠেকিয়ে সামনের দিকে নুয়ে কাউকে শ্রদ্ধা, সম্মান, বা অভিবাদন জানানো। মূলত নমস্কার হচ্ছে একটি মুদ্রা বা দেহভঙ্গি, যা ‘অঞ্জলি মুদ্রা’ নামে পরিচিত। সংস্কৃতে অঞ্জলি শব্দের অর্থ অভিবাদন বা অর্পণ এবং মুদ্রা শব্দের অর্থ ভঙ্গি। অর্থাৎ, অঞ্জলি মুদ্রা বা নমস্কার হচ্ছে অভিবাদন জানানোর একটি ভঙ্গি। (দুই) আল-কোরানের সূরা মায়িদা’র ৭২ নং আয়াত এবং সূরা নিসা’র ৪৮ ও ১১৬ নং আয়াত পড়ে দেখা গেছে, আল্লাহ্ এর সাথে কাউকে শরিক করার অপরাধ ক্ষমার অযোগ্য এবং তাঁর সাথে কাউকে শরিক করার শাস্তি হবে জাহান্নাম। তবে উক্ত আয়াতগুলোতে নির্দিষ্ট করে বলা হয়নি যে, নমস্কার বলা হারাম এবং নমস্কার একটি শিরকি অভিবাদন। 

সিদ্ধান্ত: যেহেতু সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টে নমস্কারের যে অর্থ উল্লেখ করা হয়েছে তার সাথে এর আভিধানিক কিংবা ব্যবহারিক অর্থের কোন মিল নেই এবং সূরা মায়িদা এবং সূরা নিসায় নমস্কারকে শিরকি অভিবাদন হিসেবে আখ্যায়িত করা হয়নি, সেহেতু ফ্যাক্টওয়াচ উক্ত পোস্টের দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটি যথাযথ কিনা তা যাচাই করতে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি:

নমস্কার শব্দটির অর্থ কি?

বাংলা একাডেমি’র আধুনিক বাংলা অভিধান এবং রাজশেখর বসু’র চলন্তিকা আধুনিক বঙ্গভাষার অভিধান অনুযায়ী সংস্কৃত ভাষার শব্দ নমঃ/নমস এর বাংলা অর্থ হচ্ছে প্রণাম বা প্রণতি, যা সম্মান প্রদর্শন কিংবা আনুগত্যসূচক অভিবাদন জানানোর জন্য ব্যবহার করা হয়। এই নমঃ/নমস থেকে উদ্ভূত নমস্কার শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে, দুই হাত জড়ো করে বুকের উপর বা কপালে ঠেকিয়ে সামনের দিকে সামান্য নুয়ে কাউকে শ্রদ্ধা, সম্মান, আশীর্বাদ, কিংবা অভিবাদন জানানো। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘নমস্কৃত’ এবং ‘নমস্য’ নামক দুটো বিশেষণ রয়েছে, যার অর্থদ্বয় যথাক্রমে, যাকে অভিবাদন জানানো হয়েছে এবং যে নমস্কারের যোগ্য। 

নমস্কারকে একটি মুদ্রা বা দেহভঙ্গি হিসেবে অভিহিত করা হয়, যা অঞ্জলি মুদ্রা নামেও পরিচিত। সংস্কৃতে অঞ্জলি শব্দের অর্থ অভিবাদন বা অর্পণ এবং মুদ্রা শব্দের অর্থ ভঙ্গি। অতএব, অঞ্জলি মুদ্রা বা নমস্কার হচ্ছে অভিবাদন জানানোর একটি ভঙ্গি। দুই হাত জড়ো করে মুদ্রা রচনার মাধ্যমে কাউকে অভিবাদন, সম্মান, কিংবা শ্রদ্ধা জানানোর পদ্ধতিটি ভারতীয় উপমহাদেশ এবং ভারতীয় ও নেপালী ডায়াস্পোরা বা অভিবাসীদের মাঝে ব্যবহার করতে দেখা যায়। 

একটা মজার ব্যাপার হচ্ছে, ২০২০ সালে করোনা ভাইরাস যখন মহামারির রূপ ধারণ করেছিল তখন অনেক বিশ্বনেতারা এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং নিজেদের সুরক্ষিত রাখতে করমর্দন করে, আলিঙ্গন করে, কিংবা চুমো খেয়ে অভিবাদন জানানোর পরিবর্তে নমস্কার মুদ্রার ব্যবহার আরম্ভ করেছিল। বিবিসি কর্তৃক প্রকাশিত এই ভিডিওতে দেখা যাচ্ছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করমর্দনের পরিবর্তে নমস্কার বা নমস্তে নামক অভিবাদন পদ্ধতিটি ব্যবহার করতে বলছেন। উক্ত ভিডিওতে ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসকেও করমর্দনের পরিবর্তে নমস্কার জানাতে দেখা গেছে।

 

উল্লেখ্য, সাষ্টাঙ্গ প্রণাম বা প্রণিপাত শব্দটার সাথে আমরা কমবেশি পরিচিত আছি। সাষ্টাঙ্গ সংস্কৃত শব্দ, যা সাধারণত বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। পুরাণমতে, জানু, চরণ, হস্ত, বক্ষ, মস্তক, চক্ষু, দৃষ্টি, এবং বাক্য – এগুলোর সমন্বয়কে অষ্টাঙ্গ বলা হয় এবং এই অষ্টাঙ্গ দ্বারা করণীয়ই হচ্ছে সাষ্টাঙ্গ। মূলত কারও প্রতি নিবিড় শ্রদ্ধা প্রকাশ কিংবা বিনয়াবনত সম্মান প্রদর্শনের জন্য উপুড় হয়ে মাটিতে শুয়ে প্রণাম জানানোর পদ্ধতিকে সাষ্টাঙ্গ প্রণাম বলে। সাষ্টাঙ্গ প্রণাম এবং নমস্কার এক জিনিস নয়

অর্থাৎ, নমস্কারের অর্থ যে “আমি আপনার পায়ে মাথা নত করলাম” – এই তথ্যটি সঠিক নয়। কেননা নমস্কার কেবল দুই হাত জড়ো করে বুক বা কপালে ঠেকিয়ে কাউকে শ্রদ্ধা, সম্মান, কিংবা অভিবাদন জানানোর কাজে ব্যবহার করা হয়। অন্যদিকে, পায়ে মাথা নত করা কিংবা নতি স্বীকার করা বলতে সাধারণত সিজদাহ্কে বোঝায়। নমস্কার এবং সিজদাহ্ দুটো আলাদা জিনিস। 

 

সূরা মায়িদা এবং সূরা নিসায় কি নমস্কারকে শিরকি অভিবাদন বলা হয়েছে?

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের ক্যাপশনে সূরা মায়িদা’র ৭২ নং আয়াত এবং সূরা নিসা’র ৪৮ ও ১১৬ নং আয়াতের রেফারেন্স দিয়ে বলা হয়েছে, “নমস্কার বলা হারাম, নমস্কার একটি শীরকি অভিবাদন, আর শীরককারী জাহান্নামী।” এর পরিপ্রেক্ষিতে আমরা আল-কোরানের অন্তর্ভুক্ত সূরা মায়িদা এবং সূরা নিসা পড়ে দেখেছি। সূরা মায়িদা এর ৭২ নং আয়াতে বলা হয়েছে: 

“তারা অবশ্যই কুফরী করেছে যারা বলে, মারইয়াম পুত্র মাসীহই হচ্ছেন আল্লাহ। মাসীহ তো বলেছিল, হে বানী ইসরাঈল! তোমরা আল্লাহর ‘ইবাদাত কর যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীস্থাপন করে তার জন্য আল্লাহ অবশ্যই জান্নাত হারাম করে দিয়েছেন আর তার আবাস হল জাহান্নাম। যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই।”

 

সূরা নিসা এর ৪৮ ও ১১৬ নং আয়াতে বলা হয়েছে: 

“নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করবেন এবং যে আল্লাহর সাথে শরীক করল, সে এক মহা অপবাদ আরোপ করল।” (আয়াত: ৪৮)।

“নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করেন এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে, সে চরমভাবে গোমরাহীতে পতিত হল।” (আয়াত: ১১৬)।

 

উপরে আলোচিত আয়াতগুলোতে দেখা যাচ্ছে, আল্লাহ্ এর সাথে কাউকে শরিক করা ক্ষমার অযোগ্য অপরাধ এবং তাঁর সাথে কাউকে শরিক করার শাস্তি জাহান্নাম। তবে উপরোক্ত আয়াতগুলোতে নমস্কার যে হারাম এবং একটি শিরকি অভিবাদন – সে কথা কোথাও বলা হয়নি।

অতএব, উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে, নমস্কারের অর্থ কারও পায়ে মাথা নত করা নয় এবং সূরা মায়িদা কিংবা সূরা নিসায় নমস্কারকে হারাম বলা হয়নি এবং এটি শিরকি অভিবাদন নয়। বরং নমস্কার হচ্ছে একটি দেহভঙ্গি, যার সাহায্যে কাউকে শ্রদ্ধা, সম্মান, বা অভিবাদন জানানো হয়।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিগুলো বিভ্রান্তিকর।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh