প্রধানমন্ত্রীর পলায়ন এবং পদত্যাগের নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্রের চিঠি বিষয়ক গুজব

Published on: January 6, 2024

যা দাবি করা হচ্ছে: ক্ষমতা ছেড়ে পালাচ্ছেন প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের চিঠি পদত্যাগের নির্দেশ!

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: দাবিটি মিথ্যা। ভাইরাল ভিডিওতে এই দাবির সমর্থনে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় নি। তাছাড়া সেখানে যেই ভিডিও ফুটেজ এবং ছবিগুলো ব্যবহার করা হয়েছে তা সম্পুর্ণ ভিন্ন প্রেক্ষাপটের।  অন্যদিকে, মূলধারার জাতীয় বা আর্ন্তজাতিক গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের  পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের চিঠি দেয়া  সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় নি। 

গুজবের উৎস: ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, “ক্ষমতা ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের চিঠি পদত্যাগের নির্দেশ” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান করার জন্য প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করা হলে, জাতীয় ও আর্ন্তজাতিক মূলধারার গণমাধ্যমে সরাসরি এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় নি।

ভাইরাল ভিডিওটির শুরুতে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনের কিছু অংশ দেখানো হয়। সে সাথে, ভিডিওটির সংবাদপাঠ অংশের পর আলোচিত দাবিটি প্রসঙ্গে পুরোনো কিছু ছবি এবং দুইটি ভিডিও দেখানো হয়। ভিডিওটিতে বলতে শোনা যায়, “সরকার পতন হবে এমনটি বলেছে সেনাবাহিনী এমনকি আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী যে অ্যাকশনে নামছে এবং তারা যেভাবে গোপন পরিকল্পনাগুলো করে নেমেছে মাঠে সে বিষয়গুলো নিয়ে আমরা একটি চিঠি দেখবো যে সেনাবাহিনী স্পষ্টভাবে লিখে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। তাহলে কি প্রধানমন্ত্রীর পতন হচ্ছে? আগামী নির্বাচন কি বিএনপি ছাড়া হবে না? এই বিষয়গুলো নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকছে ভিডিওতে ”

ভাইরাল ভিডিওর প্রথম ফুটেজে থাকা ‘বার্তা বাজার’ এর লোগোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে বার্তা বাজারের ইউটিউব চ্যানেলে গত ২৫ ডিসেম্বর, ২০২৩ এ “আমেরিকা ফেরত যাবে না,সরকারের পতন নিশ্চিত” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির একটি অংশ ভাইরাল ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। ভিডিওতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তজার্তিক মহলের সম্পৃক্ততার বিষয়ে আলোচনা করা হয়। কিন্তু ভাইরাল ভিডিওতে যুক্তরাষ্ট্রের চিঠি, পদত্যাগের নির্দেশ বিষয়ে কিছু পাওয়া যায় নি

দ্বিতীয় ভিডিওটিতে বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে দেখা যায়। কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেখা যায় যে ‘Daily Desherpotro’ নামক ফেসবুক পেজে গত ২৬ ডিসেম্বর, ২০২৩ এ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে না বলে মন্তব্য করেন। 

তাছাড়া, ভিডিওটির কোথাও যুক্তরাষ্ট্র দ্বারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ সম্বলিত চিঠি দেওয়ার কোনো দৃশ্য দেখতে পাওয়া যায়নি।

সুতরাং, সকল দিক বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া ভিডিওটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh