হিব্রু নয়, বাংলা ভাষাতেই কথা বলছেন নুরুল হক নুর

Published on: July 27, 2023

সরায়েলের হিব্রু ভাষায় নুরুল হক নুরু বলছে  নতুন পাঞ্জাবি – এমন ক্যাপশনযুক্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, নেতাকর্মী পরিবেষ্টিত নুরুল হক নুর অচেনা কোনো এক ভাষায় বক্তব্য দিচ্ছেন। আশেপাশের নেতাকর্মীরা সেই ভাষণের কথাগুলো বুঝতে পারছে এবং চিৎকার করে তাকে সমর্থন দিচ্ছে- এমনটাই দেখা যাচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, ১৫ সেকেন্ডের এই ভিডিওটা যান্ত্রিক প্রযুক্তিতে ‘রিভার্স’ করা হয়েছে। মূলত নুরুল হক নূর এখানে বাংলা ভাষাতেই গণ অধিকার পরিষদ এর রাজনৈতিক কার্যালয় সংক্রান্ত জটিলতা  নিয়ে বক্তব্য দিচ্ছেন। নিকট অতীতে ইজরাইলের এক নাগরিকের সাথে নুরুল হক নুরের যোগাযোগের তথ্য প্রকাশ পাওয়ার পর ইজরাইল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই নুরকে ট্রল করছেন। এধরনের ট্রলের অংশ হিসেবেই এই ভিডিওটা এডিট করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। তবে ফেসবুকে এই ভিডিও এবং ক্যাপশন থেকে কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন। তাই ফ্যাক্টওয়াচ এ ধরনের পোস্টগুলোকে ‘স্যাটায়ার’ হিসেবে সাব্যস্ত করছে।

গুজবের উৎস

ভাইরাল কয়েকটা পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল হওয়া ভিডিওটি গত ২০শে জুলাইয়ের ঘটনা বলে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

অতি সম্প্রতি , জুলাই মাসের শুরুর দিকে গণ অধিকার পরিষদ এ ভাঙন দেখা যায়। দলের প্রধান দুই নেতা- নুরুল হক নুর এবং রেজা কিবরিয়ার অনুসারীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। রাজধানীর পুরানা পল্টনের প্রিতম–জামান টাওয়ারের ছয়তলায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়। তবে দলে বিভক্তির পরে গত ৭ই জুলাই দুই দিনের মধ্যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়তে নোটিশ দিয়েছিল ভবনের মালিকপক্ষ। এই পটভূমিতে ২০শে জুলাই প্রিতম-জামান টাওয়ার এর উক্ত কার্যালয়ে নুরুল হক ও তাঁর অনুসারীরা প্রবেশের চেষ্টা করেন।

যমুনা টিভি’র এই প্রতিবেদনে বলা হয়েছে,

গণঅধিকার পরিষদের তালাবদ্ধ কার্যালয়ে প্রবেশের চেষ্টার সময় দলটির নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়েছেন। তাদের দাবি, পুলিশ এ সময় লাঠিচার্জ করেছে। আর পুলিশ বলছে, পরিষদের কর্মীদের সঙ্গে পুলিশের ‘ধস্তাধস্তি হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় নয়া পল্টনের জামান টাওয়ারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, সন্ধ্যায় তাদের সরিয়ে দিতে আসে পুলিশ। এ সময় পুলিশ তাদের ওপরে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জেই নুরুল হক নুর ও এক নারী কর্মী আহত হয়েছেন। পুলিশ নেতাদের বের করে দিয়ে কার্যালয়ে আবারও তালা ঝুলিয়ে দিয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওটি এই সময়ে ধারণ করা বলে প্রতীয়মান হচ্ছে। এরকম ছেঁড়া গেঞ্জি পরা নূরকে একই দিনে বেশ কিছু ভিডিও প্রতিবেদনে দেখা যায়। যেমন দেখুন এখানে, এখানে  ।

১৫ সেকেন্ডের এই ভিডিওতে নুরুল হক নুরের কোনো কথা পরিষ্কার বোঝা সম্ভব হয়নি।

 

তবে ভিডিওটি রিভার্স করার পরে দেখা যায় – নুরুল হক এখানে বাংলায় বলছেন-  পুলিশের সহযোগিতায় আজকে এই গোয়েন্দা সংস্থার দালাল, এই জামান সাহেব, আমাদের কার্যালয়ে তালা লাগিয়েছে , আমাদের নেতা কর্মীদেরকে মারধোর করেছে।

উল্লেখ্য গত জানুয়ারি মাসে ইজরাইলের নাগরিক মেন্দি এন সাফাদি এর সাথে ডাকসু’র সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব নুরুল হক নুর এর দুবাইয়ে একটি বৈঠকের খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পর থেকেই ইজরাইল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই নুরকে ট্রল করছেন। এ ধরনের ট্রলের অংশ হিসেবেই এই ভিডিওটা এডিট করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। তবে ফেসবুকে এই ভিডিও এবং ক্যাপশন থেকে কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন। এমন কিছু বিভ্রান্ত পাঠকের কমেন্ট দেখুন এখানে –




সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ফেসবুকে এই পোস্টগুলোকে ‘স্যাটায়ার’ হিসেবে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh