ভাইরাল ভিডিওর ফুটেজগুলো ভারতের সাম্প্রতিক বন্যার নয়

Published on: July 26, 2023

“আজও ভারতের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেলো” শিরোনামে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে,  বন্যায় বিধ্বস্ত হচ্ছে ভারতের দিল্লিসহ বিভিন্ন অঞ্চল। ফ্যাক্টওয়াচ এর অনুসন্ধানে জানা যায় যে, ভিডিওতে ব্যবহৃত অনেকগুলো ফুটেজ ২০১৩ এবং ২০১৮ সালে ভারতের বন্যার। জাপানে সংগঠিত সুনামির এবং সেই সাথে বিভিন্ন সিনেমার ফুটেজও রয়েছে সেখানে। বিভিন্ন সময়ের এসব ভিডিওগুলো ব্যবহার করে সেটিকে ভারতের সাম্প্রতিক বন্যার ছবি বলে প্রচার করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ভারতে বন্যার দাবিটি সঠিক, কিন্তু উক্ত ভিডিওতে ব্যবহৃত বেশিরভাগ ফুটেজের সাথে সাম্প্রতিক বন্যার কোনো সম্পর্ক নেই। সংগত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করেছে।

এমন একটি ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টওয়াচ এর অনুসন্ধান

ফুটেজ এক

শেয়ারকৃত ভিডিও তে ব্যাবহৃত নিম্নোক্ত ফুটেজের স্ক্রিনশট নিয়ে আমরা রিভার্স ইমেজ সার্চ করা হলে, “Temple demolished live in ghansali uttarakhand flood 2013” শিরোনাম Daily Motion প্রকাশিত ২০১৩ সালের একটি ভিডিও পাওয়া যায়। যা ২০১৩ সালে ভারতের উত্তরাখান্ড এ প্রবল বৃষ্টির ফলে ঘটিত বন্যার দৃশ্য। এই ভিডিওকেই সাম্প্রতিক বন্যার ফুটেজ বলে ফেসবুকে ছড়ানো হচ্ছে। 

 



ফুটেজ দুই

ভাইরাল ভিডিওতে ব্যাবহৃত নিম্নোক্ত এই ফুটেজের সাহায্যে একই পদ্ধতিতে অনুসন্ধান করা হলে, “India floods” শিরোনামে বিবিসি নিউজে ১৮ জুন ২০১৩ এ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় সেখানে ভাইরাল ভিডিওতে ব্যাবহৃত ফুটেজটি পাওয়া যায় উক্ত ভিডিওতে ভারতের উত্তরাখান্ডে ২০১৩ সালে ঘটে যাওয়া বন্যায়ভগবান শিব’ এর তলিয়ে যাওয়া প্রতিকৃতির দৃশ্য তুলে ধরা হয় পুরনো এই ফুটেজটিও সাম্প্রতিক বন্যার ফুটেজ বলে ফেসবুকে ছড়ানো হচ্ছে


 

ফুটেজ তিন

ভাইরাল ভিডিওতে ব্যাবহৃত আরেকটি ফুটেজের স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে “west bengal| Bankura flooded after heavy rains;one dead, 2500 affected” শিরোনামে ৭ আগস্ট, ২০১৮ এ The Statesman প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় সেখানে ভাইরাল ভিডিওতে ব্যবহৃত ফুটেজটি পাওয়া যায় উক্ত ফুটেজটি পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় ঘটে যাওয়া বন্যার বলে জানা যায়, যেখানে বন্যার ফলে উক্ত এলাকার বাড়ি ঘর পানিতে তলিয়ে যায় ২০১৮ সালের এই ফুটেজটি সাম্প্রতিক বন্যার ফুটেজ বলে প্রচার হচ্ছে


 

ফুটেজ চার

নিম্নোক্ত অন্য আরেকটি ফুটেজ এর স্ক্রিনশট নিয়ে অনুসন্ধান করলে,Kesennuma City: the unstoppable torrent sweeps vehicles along streets” ক্যাপশনে ভাইরাল ফুটেজটি খুঁজে পাওয়া যায়। “Shapers of the 80s” নামে একটি ওয়েবপোর্টালে ১১ মার্চ, ২০১১ এ প্রকাশিত একটি প্রতিবেদনে সেটি পাওয়া যায় উক্ত ফুটেজটি  জাপান এর কাসেনুমা শহরের, সেখানে ২০১১ সালে সুনামির ফলে রাস্তা ঘাট পানিবন্দী হয়ে পরে। ২০১১ সালের এই ফুটেজটি সাম্প্রতিক বন্যার ফুটেজ বলে ফেসবুকে ছড়ানো হচ্ছে


উল্লেখ্য,ভারতের দিল্লি,হিমাচল,উত্তরাখান্ড এবং পাঞ্জাব সহ বিভিন্ন্য অঞ্চল সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

অতএব,এই বিষয়টি স্পষ্ট যে, উল্লেখ্য ভিডিওতে যে ফুটেজ গুলো ভারতের সাম্প্রতিক বন্যা বলে প্রচার করা হচ্ছে, তা আসলে  বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে ঘটে যাওয়া বন্যার ভিডিও ফুটেজএর একটি সংগ্রহ। যেহেতু এখানে কোনো ধরণের নির্দেশিকা নেই যে ভিডিওগুলো সাম্প্রতিক বন্যার নয়, তাই সাধারণ ব্যবহারকারীদের অনেকেই সেটিকে এই বন্যার বলেই ধরে নিচ্ছেন।

সুতরাং সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি কেবিভ্রান্তিকরসাব্যস্ত করছে 

 

.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh