প্রথম আলোর আদলে বানানো ফটোকার্ডে পিনাকী ভট্টাচার্যকে নিয়ে নূরের ভূয়া উক্তি

Published on: June 29, 2023

সম্প্রতি দৈনিক প্রথম আলোর আদলে বানানো ফটোকার্ডে পিনাকী ভট্টাচার্যকে নিয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের একটি উক্তি ফেসবুকে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ফটোকার্ডটি প্রথম আলো বা অন্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায় নি। এছাড়া নুরুল হক নূরের উক্তিটিও প্রথম আলো, অন্য সংবাদমাধ্যম, এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের ফেসবুক পেইজে খুঁজে পাওয়া যায় নি। প্রথম আলো ইতোমধ্যে এ ছবিটি তাদের তৈরি নয় বলে বিবৃতি দিয়েছে। প্রথম আলোর নামে বানানো বিভিন্ন ফটোকার্ডের মতো এটিও একটি ভুয়া ফটোকার্ড হওয়ায় ফ্যাক্টওয়াচ এ ছবিকে মিথ্যা আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস

ফেসবুকে ২৬ জুন থেকে পোস্টটি ভাইরাল হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ভাইরাল ফটোকার্ডে দেখা যাচ্ছে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর ফেসবুকে আলোচিত রাজনৈতিক বিশ্লেষক জনাব পিনাকী ভট্টাচার্যকে নিয়ে মন্তব্য করেছেন  – “পিনাকী ভট্টাচার্য সাহেব আমার কাছে টাকা চেয়েছিলেন, টাকা দিতে পারিনি বলেই এখন আমার নামে বিষোদগার করছেন। আসলে এটাই উনার চরিত্র।” প্রথম আলোর ফরম্যাটে প্রকাশিত ফটোকার্ডটি প্রকাশের তারিখ লেখা রয়েছে ২৬ জুন, ২০২৩।

প্রথম আলোর ওয়েবসাইটে উক্ত তারিখ এবং সাম্প্রতিক তারিখের সংবাদ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায় নি। প্রথম আলো কর্তৃপক্ষ সেদিনই (২৬ জুন) তাদের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে পোস্ট করে জানায় ফটোকার্ডটি তাদের তৈরি নয়, বরং প্রথম আলোর নাম ব্যবহার করে তৈরি করা একটি নকল ফটোকার্ড।

 

এদিকে নূর পিনাকী ভট্টাচার্যকে নিয়ে এমন কোনো উক্তি আসলেই করেছেন কিনা তা জানতে মূলধারার সংবাদমাধ্যমে সন্ধান করা হলে এমন কিছু পাওয়া যায় নি। নূরের অফিশিয়াল ফেসবুক পেইজে সন্ধান করলে একটি আনভেরিফায়েড পেইজ পাওয়া যাচ্ছে যেখানে এটাকেই তার অফিশিয়াল ফেসবুক পেইজ বলা হচ্ছে। সেখানে পিনাকী ভট্টাচার্যকে নিয়ে এমন কোনো মন্তব্য নেই। ২৬ তারিখ এই পেইজ থেকে একটি ভিডিও শেয়ার দেওয়া হয় যেখানে একটি অখ্যাত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদককে নূরকে নিয়ে বানানো পিনাকীর ভিডিওবার্তা নিয়ে নূরের সমর্থনে কথা বলতে দেখা যায়। পেইজটি থেকে এই ভিডিও শেয়ার করার সময় পিনাকী ভট্টাচার্য সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি।

 

 

ফেসবুকে গণঅধিকার পরিষদের ভেরিফায়েড পেইজ পাওয়া যায় নি। তবে এ নামে যেসব পেইজ এবং গ্রুপ রয়েছে সেখানে লিখিত বা ছবি আকারে পিনাকী ভট্টাচার্যকে নিয়ে নূরের কোনো মন্তব্য নেই। উল্লেখ্য, উক্ত ভুয়া ফটোকার্ডটি এ পেইজ এবং গ্রুপগুলোতে খুঁজে পাওয়া যায় নি। এছাড়াও পিনাকী ভট্টাচার্যের ভেরিফায়েড ফেসবুক পেইজে তাকে নিয়ে নূরের করা এমন কোনো মন্তব্যের অস্তিত্ব বা প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ ছবিকে মিথ্যা সাব্যস্ত করছে।

প্রথম আলোর নামে বানানো আরও কিছু ভুয়া ফটোকার্ড সম্পর্কিত ফ্যাক্টওয়াচের রিপোর্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh