জ্বালানি তেলের দাম কমেছে?

Published on: October 4, 2023

যা দাবি করা হচ্ছে: জ্বালানি তেলের দাম কমেছে। এখন থেকে নতুন দাম কার্যকর হবে। দাবিটির সাথে জ্বালানি তেলের নতুন দামের একটি তালিকা প্রচার হয়েছে।  

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: দাবিটি বিভ্রান্তিকর। মূলত, জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধির জন্য বেশ কিছুদিন যাবত দাবি জানিয়ে আসছিল জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকরা। উক্ত দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তেল বিক্রির কমিশনের উপরে নতুন প্রজ্ঞাপন গেজেট ঘোষণা করেছে। নতুন এই গেজেটের মাধ্যমে জ্বালানি তেলের ডিলাররা আগে যে কমিশন পেতেন এখন তারচেয়ে বেশি পাবেন। কমিশন বৃদ্ধি করতে নতুন যে দাম নির্ধারণ হয়েছে তা কেবলমাত্র জ্বালানি তেলের বিপণন প্রতিষ্ঠান ও ডিলারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই দাম বাড়া বা কমার সাথে ভোক্তা পর্যায়ের কোনো সম্পর্ক নেই। তাই এর ফলে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কমেনি।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে,  এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: 

সম্প্রতি জ্বলানি তেলের দামের কোনো পরিবর্তন হয়েছে কিনা জানতে বিভিন্ন কী-ওয়ার্ড ধরে গুগলে সার্চ করা হয়। সেখানে দেখা যায়, বিষয়টি নিয়ে মূল ধারার সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্ট্যার পত্রিকায় “বাজারে জ্বালানি তেলের দাম কমেনি, শুধু ডিলারদের কমিশন বেড়েছে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটির বিস্তারিত অংশে বলা হয়েছে, জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাদের কমিশন বাড়িয়েছে সরকার। এর জন্য জ্বালানি তেলের বিপণন প্রতিষ্ঠান, পরিবহন ও ডিলারদের কমিশনে কিছু সমন্বয় হয়েছে। তবে, খুচরা বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তিত হয়নি। বিস্তারিত প্রতিবেদনে

উল্লেখ্য, বেশকিছুদিন ধরেই জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়াতে জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকরা দাবি করে আসছিলো। তাতে সাড়া দিয়ে অক্টোবর ২ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করে। সেখানে ‘তেল বিপণন কোম্পানি’গুলোর কাছে কত দামে জ্বালানি তেল বিক্রি করা হবে এবং এর সঙ্গে অন্যান্য খরচ কত হবে, সেই তালিকা দেওয়া হয়েছে। তালিকাটি থেকে এটি জানা যায় যে, পূর্বে ডিলাররা প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করে কমিশন পেতেন যথাক্রমে ২ টাকা ৮৭ পয়সা, ১ টাকা ৭২ পয়সা, ৪ টাকা ৯৬ পয়সা এবং ৪ টাকা ৮২ পয়সা।

নতুন যে গেজেট হয়েছে তাতে পাবেন যথাক্রমে ২ টাকা ৯৯ পয়সা, ২ টাকা ১২ পয়সা, ৫ টাকা ৩০ পয়সা এবং ৫ টাকা ১৬ পয়সা।

তাছাড়া গেজেটে এ বিষয়টিও উল্লেখ আছে যে, এখন থেকে প্রতি লিটার ডিজেল ১০১ টাকা ৪৪ পয়সা, কেরোসিন ১০২ টাকা ৩১ পয়সা, অকটেন ১১৯ টাকা ৬২ পয়সা এবং পেট্রোল ১১৪ টাকা ৮৬ পয়সা দামে রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনাকে জ্বালানি তেল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) থেকে কিনতে হবে। প্রজ্ঞাপনে এ বিষয়টিও পরিষ্কার করা হয়েছে যে, সকল খরচ বহন করে শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে তেলের দাম পড়বে  ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল যথাক্রমে ১০৯ টাকা, কেরোসিন ১০৯ টাকা অকটেন ১৩০ টাকা পেট্রোল ১২৫ টাকা। এ বিষয়ে বিস্তারিত দেখুন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদত্ত প্রজ্ঞাপনে। অর্থাৎ নতুন এই গেজেটটি ঘোষণার আগেও ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম যা ছিলো এখনও তাই থাকছে।

গুজবের সূত্রপাত,  

যেহেতু প্রজ্ঞাপনটিতে উল্লেখ আছে প্রতি লিটার ডিজেল ১০১ টাকা ৪৪ পয়সা, কেরোসিন ১০২ টাকা ৩১ পয়সা, অকটেন ১১৯ টাকা ৬২ পয়সা এবং পেট্রোল ১১৪ টাকা ৮৬ পয়সা। তা দেখে অনেকে ভেবেছেন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ফেসবুকে দাম কমানোর দাবিসহ গেজেটের স্ক্রিনশটগুলো প্রচার করা হয়েছে। যদিও উক্ত দামে একমাত্র রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠানগুলোকে (বিপিসি) থেকে কিনতে হবে।

জ্বালানি তেলের দাম কমেছে এই সংবাদটি খুব দ্রুত ভাইরাল হলে পরবর্তীতে সংবাদ মাধ্যমের কাছে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, জ্বালানি তেলের বিপণন প্রতিষ্ঠান, পরিবহন ও ডিলারদের কমিশনে কিছু সমন্বয় হয়েছে। জ্বালানি তেলের দাম গ্রাহক পর্যায়ে কমেনি বা বাড়েনি। তেলের দাম কমানোর যে দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন ও গুজব। প্রতিমন্ত্রীর বক্তব্য দেখুন এখানে এবং এখানে

সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোষ্টগুলোকে “বিভ্রান্তিকর” হিসেবে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh