অস্ট্রেলিয়ার রাস্তাকে চট্টগ্রামের ফটিকছড়ির “সেলফি সড়ক” দাবি

Published on: October 4, 2023

সম্প্রতি জঙ্গলের ভিতর দিয়ে এঁকেবেঁকে চলা একটি সড়কের ছবির পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  দাবি করা হচ্ছে ছবিটি চট্টগ্রামের জেলার ফটিকছড়ি উপজেলায় অবস্থিত সেলফি সড়কের ছবি। 

কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে চট্টগ্রামের জেলার ফটিকছড়ি উপজেলায় “সেলফি সড়ক” নামের একটি সড়কের অস্তিত্ব পাওয়া যাচ্ছে , কিন্তু ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি দক্ষিণ অস্ট্রেলিয়ার, ক্যাঙ্গারু দ্বীপে অবস্থিত কেপ ডু কুয়েডিক সড়কের ছবি। এ কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

ফেসবুকে ছড়িয়ে পড়া চট্টগ্রামের সেলফি সড়ক দাবী করা ছবিটি গুগল ইমেজ সার্চ দিলে SOUTH AUSTRALIA নামক একটি ট্রাভেল ওয়েবসাইটে ১৬ জুলাই, ২০১৮ সালে প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যাচ্ছে উক্ত ছবিটি  দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু আইল্যান্ডে অবস্থিত কেপ ডু কুয়েডিক সড়কের (CAPE DU COUEDIC ROAD) ছবি। নিবন্ধটি থেকে জানা যাচ্ছে কেপ ডু কুয়েডিক সড়কটি সাপের মতো আঁকাবাঁকা পথে ফ্লিন্ডার চেজ ন্যাশনাল পার্কের (Flinders Chase National Park) ঘন বুশল্যান্ডের (ঝোপভূমি) ভিতর দিয়ে ছুটে চলেছে এবং সড়কটি দর্শকের কাছে বিখ্যাত অ্যাডমিরাল আর্চ (ADMIRALS ARCH) যার যথার্থ নাম রিমার্কেবল রকস ( Remarkable Rocks) এবং কেপ ডু কুয়েডিক লাইটহাউসের (Cape du Couedic Lighthouse) সাথে সংযুক্ত করবে।

একই ধরণের ছবি CarExpert.com.au নামক একটি ভেরিফাইড ফেসবুক পেজেও পাওয়া যায়, সেখানে ক্যাপশনে লেখা ছিলো “কেপ ডু কুয়েডিক সড়ক, ক্যাঙ্গারু দ্বীপ (The Cape du Couedic Road, Kangaroo Island 👀) “।  ২৬ জুন, ২০২০ সালে পোস্টটি করা হয়।

গুগল ম্যাপ থেকেও দক্ষিণ অস্ট্রেলিয়ার, ক্যাঙ্গারু দ্বীপে অবস্থিত কেপ ডু কুয়েডিক সড়কের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে।

অতএব, এটা নিশ্চিত যে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সেলফি সড়কের ছবি না। এটি দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু দ্বীপে অবস্থিত কেপ ডু কুয়েডিক সড়ক।

তবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেলফি সড়ক নামে একটি সড়ক রয়েছে। ২৯শে মে, ২০২১ সালে প্রকাশিত দৈনিক পূর্বদেশের একটি সংবাদ থেকে জানা যাচ্ছে এশিয়ার সর্ববৃহৎ ফটিকছড়ি উপজেলার দাঁতমারা রাবার বাগানের ভিতর দিয়ে এই সেলফি সড়ক ছুটে চলেছে। প্রথম দিকে সড়কটির নাম নতুন সড়ক থাকলেও পরবর্তীতে রাবার বাগানে ঘুরতে আসা পর্যটকরা সড়কটির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাম রাখেন সেলফি সড়ক।

তাছাড়া গুগল ম্যাপেও চট্টগ্রামের ফটিকছড়িতে এই সড়কটির নাম ‘সেলফি সড়ক’ হিসেবেই দেখানো হচ্ছে।

কেপ ডু কুয়েডিক সড়ককে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সেলফি সড়কের ছবি দাবী করে ফেসবুকে Ruhi Tourism Cox’s Bazar নামক পেজ থেকে ২রা অক্টোবর একটি পোস্ট করা হয়। পোস্টে ৮৯ হাজার মানুষ রিয়াক্ট করে এবং এরমধ্যে ৪২ হাজার মানুষ লাইক, ২২ হাজার মানুষ লাভ, ১৮ হাজার মানুষ ওয়াও এবং ১.৬ হাজার মানুষ কেয়ার রিয়াক্ট দেয়। উক্ত পোস্টে ৪.৯ হাজার কমেন্ট করা হয় যার ভিতর বেশিরভাগ মানুষ মাশাআল্লাহ, অসাধারণ, Excellent এই জাতীয় কমেন্ট করছিলো। ফেসবুকে ছড়িয়ে পোস্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এমন পরিস্থিতি দেখা গেছে। অর্থ্যৎ বেশিরভাগ মানুষ ছবিটিকে চট্টগ্রামের সেলফি সড়ক মনে করে বিভ্রান্ত হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত চট্টগ্রামের সেলফি রোড এর আসল কিছু ছবি দেখতে পাবেন এখানে , এখানে

সারমর্মঃ 

দক্ষিণ অস্ট্রেলিয়ার কাঙ্গারু দ্বীপের কেপ ডু কুয়েডিক সড়ককে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সেলফি সড়কের ছবি দাবী করায় ফ্যাক্টওয়াচ পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করছে।

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh