বাগেরহাটে “ধর্ম অবমাননা” ইস্যুতে পুরনো ছবি ভাইরাল

Published on: April 12, 2022

১১ এপ্রিল ২০২২ (সোমবার) বাগেরহাটের মোরেলগঞ্জে আমারবুনিয়া গ্রামে “ধর্ম অবমাননার” অভিযোগে বিক্ষোভ মিছিলের পর এক তরুণের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। এ বিষয়ে ফেসবুকের একাধিক গ্রুপ, পেজ এবং একাউন্ট থেকে উক্ত ঘটনার প্রেক্ষাপটে একাধিক ছবি শেয়ার হয়েছে। রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ দেখেছে, শেয়ার হওয়া বেশ কিছু ছবিগুলো পুরনো এবং ভিন্ন ভিন্ন ঘটনার। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এই ছবিগুলোকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

সম্প্রতি বাগেরহাটের মোরেলগঞ্জের ঘটনার প্রেক্ষাপটে ফেসবুকে প্রকাশিত কিছু পুরনো ছবিযুক্ত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।


রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, নিচের ছবিটি ২৩ সেপ্টেম্বর, ২০২১ তারিখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি অগ্নিকান্ডের। ছবিটি তুলেছেন ফটো সাংবাদিক Ethan Swope


ভাইরাল অপর ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে অনুসন্ধান করে ইউটিউবে “Fire in Old Dhaka” শিরোনামে অনুরূপ একটি ভিডিও পাওয়া গেছে যা প্রকাশিত হয়েছিল ২৬ ডিসেম্বর ২০১৩ তারিখে। ভিডিওটি দেখুন এখানে।

অর্থাৎ, উক্ত ফেসবুক পোস্টসমূহে ব্যবহৃত দুটো ছবিই পুরনো এবং ভিন্ন ভিন্ন ঘটনার যার সাথে সম্প্রতি বাগেরহাটের মোরেলগঞ্জে আমারবুনিয়া গ্রামে “ধর্ম অবমাননার” অভিযোগে হামলা ও ভাঙচুরের ঘটনার কোনো সম্পৃক্ততা নেই।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply