ভাস্কর্যবিরোধী পুরানো মিছিলকে কারাবন্দী আলেমদের মুক্তির মিছিল বলে প্রচার

Published on: April 11, 2022

সম্প্রতি “জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশ।“ ক্যাপশনে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনুসন্ধানে পাওয়া গেছে, মূল ভিডিওটি ২৭ নভেম্বর ২০২০ সালের। সেদিন দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে ভাস্কর্যবিরোধী মিছিল বের করে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন অনুসারী যা পরবর্তীতে কাকরাইলে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। পুরনো সেই ভিডিওটি ভিন্ন ক্যাপশনে পুনরায় প্রচারের কারণে, ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

ফেসবুকের সম্প্রতি উক্ত ক্যাপশনে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

ভাইরাল ভিডিওটি ডান পাশের ওপরে ইংরেজি দৈনিক New Age এর লোগো দৃশ্যমান। এর ভিত্তিতে New Age এর ইউটিউব চ্যানেলে বিভিন্ন কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে আসল ভিডিওটি খুঁজে পেয়েছে ফ্যাক্টওয়াচ টিম। ২৭ নভেম্বর ২০২০ এ প্রকাশিত ভিডিওটি ছিল মূলত সেদিন দুপুরে ভাস্কর্যবিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার।

সেদিন রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে মাদ্রাসার শিক্ষার্থীরা ভাস্কর্যবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এতে পুলিশ বাধা দিলে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে এবং পরবর্তীতে কাকরাইলের কর্ণফুলী মার্কেটের সামনে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভকারীদের ভাষ্যমতে, মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের নেতারা সৈয়দ ফয়জুল করিম (ইসলামী আন্দোলনের নায়েবে আমির) ও মামুনুল হককে (বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব) নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, তাঁদের কুশপুত্তলিকা দাহ করেছেন। সেই ঘটনার প্রতিবাদে তারা এই মিছিল বের করেছেন।

যাবতীয় তথ্যপ্রমাণে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, মিছিলটি কোনোভাবেই কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে সাম্প্রতিক কোনো মিছিল নয়। ফলে ফেসবুকে এহেন প্রচারণাকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply