নির্বাচনের আগের রাতে ঢাকা ঘেরাও করেছে বিএনপি?

Published on: January 7, 2024

যা দাবি করা হচ্ছেঃ গত ৬ই জানুয়ারি, ২০২৪ তারিখে ‘🔴এইমাত্র, রাতেই ঘেরাও ঢাকা || ফুঁসে উঠেছে বিএনপি।’ ক্যাপশনে ফেসবুকে বিএনপির একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। ৬ই জানুয়ারি ছিলো জাতীয় নির্বাচনের আগের রাত। অর্থাৎ ভিডিও পোস্টটির মাধ্যমে নির্বাচনের আগের রাতে বিএনপির ঢাকা ঘেরাও করার বিষয়টি বুঝিয়েছে।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ মিছিলের ভিডিওটি ২৪শে ডিসেম্বর, ২০২৩ তারিখের। ঢাকা জেলা যুবদল এর উদ্যোগে ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক এবং দেশব্যাপী সর্বাত্মক অবরোধ’ এর সমর্থনে ঢাকার সাভার নবীনগর – চন্দ্রা মহাসড়কে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। যেহেতু মির্বাচনের পূর্বের রাতের সাথে এই মিছিলের সম্পর্ক নেই, অর্থাৎ ক্যাপশনের সাথে ভিডিওটি সামঞ্জস্যপূর্ণ নয়, তাই ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে এই ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি পাওয়া যাচ্ছে ২৪শে ডিসেম্বর, ২০২৩ তারিখে  দি ডেইলি স্টার বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। উক্ত প্রতিবেদনের শিরোনাম ছিলো ‘আশুলিয়ায় যুবদলের মশাল মিছিল’। দি ডেইলি স্টার বাংলার সেই প্রতিবেদন থেকে জানা যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগ দাবিতে ঢাকার আশুলিয়ায় মশাল মিছিল করেছে ঢাকা জেলা যুবদল। শনিবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ মশাল মিছিল হয়। মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এই বিষয়টির উপর আরো খবর প্রকাশ করেছিলো দি বাংলাদেশ টুডে, দৈনিক ইনকিলাব, সময়ের কণ্ঠস্বর সহ আরো বেশ কয়েকটি গণমাধ্যম।

বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ Bangladesh Nationalist Party-BNP তে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির অনুরূপ ভিডিও পাওয়া যাচ্ছে। ২৩ ডিসেম্বর, ২০২৩ তারিখে প্রকাশিত উক্ত ভিডিও পোস্টটির ক্যাপশনে লেখা ছিলো

‘ঢাকা জেলা যুবদল || ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে এবং আগামীকাল দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে ঢাকার সাভার নবীনগর – চন্দ্রা মহাসড়কে ঢাকা জেলা যুবদল এর মশাল মিছিল ।

#ডামিনির্বাচন #DummyVote #অসহযোগ_আন্দোলন #NoncooperationMovement

#onepointdemand #StepDownHasina’।

এ থেকে প্রমাণ হয় ভিডিওটি গত  রাতের (৬ জানুয়ারি) না।

অতএব ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ফেসবুকে ছড়িয়ে পড়া মশাল মিছিলটি কোনোভাবেই গতরাতের নয় (যেমনটি ক্যাপশনে দাবি করা হচ্ছে) গতকালেরও নয়। তাই ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করছে।

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh