নৌকায় সিল মারা ব্যালট পেপারের ছবিটি বর্তমান সংসদ নির্বাচনের নয়

Published on: January 7, 2024

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ব্যালট পেপারের ছবিযুক্ত একটি পোস্টের ক্যাপশন পড়ে মনে হচ্ছে উক্ত ছবিটি চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তোলা। তবে অনুসন্ধান করে দেখা গেছে, ছবিটি পাঁচ বছরের পুরানো। ২০১৮ সালের ৩০ জুলাই বরিশাল, সিলেট, এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের সময় ভোট বাতিল এবং বর্জন নিয়ে ডয়চে ভেলে’র (Deutsche Welle) প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি ব্যবহার করা হয়েছিল। তাছাড়া, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিতে ব্যালট পেপারের একদম নিচে বিএনপি এর “ধানের শীষ” প্রতীকটি দেখতে পাওয়া যাচ্ছে, যা সেখানে থাকার কথা নয়। কেননা বিএনপি চলমান জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে না। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ব্যালট পেপারের ছবিটির সাথে চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোন সম্পর্ক আছে কিনা তা যাচাই করতে আমরা উক্ত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে দেখেছি। আমাদের অনুসন্ধানে গত ৩০ জুলাই ২০১৮ এ ডয়চে ভেলে কর্তৃক প্রকাশিত “বাতিল আর বর্জনের সিটি নির্বাচন” – শীর্ষক একটি প্রতিবেদন পাওয়া গেছে, যেখানে আলোচিত ব্যালট পেপারের ছবিটিকে প্রতিবেদনের ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। ডয়চে ভেলের ঐ প্রতিবেদনটি পড়ে দেখা গেছে, ২০১৮ সালের ৩০ জুলাই বরিশাল, সিলেট, এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বিএনপি’র মেয়র প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের লোকজন কর্তৃক ব্যালট পেপারে আগাম সিল মারা, ব্যালট বাক্স ছিনতাই, জালভোট, কারচুপি, অনিয়ম, ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া সহ বিভিন্ন অভিযোগ এনে সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট বাতিল এবং বর্জন করেছেন৷ 

তাছাড়া, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিতে ব্যালট পেপারের একদম নিচে বিএনপি’র নির্বাচনী প্রতীক “ধানের শীষ” আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু আমরা জানি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে না নেয়ায় বিএনপি চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না। সুতরাং, চলমান সংসদ নির্বাচনের ব্যালট পেপারে “ধানের শীষ” প্রতীকের উপস্থিতি সম্ভব নয়। বিএনপির নির্বাচন থেকে সরে দাঁড়ানো সংক্রান্ত কিছু প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে

এছাড়া, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ব্যালট পেপারের ছবিটিতে যে সকল প্রার্থীদের নাম এবং তাঁদের মার্কা দৃষ্টিগোচর হয়েছে, তার সাথে ২০১৮ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী এবং মার্কার মিল পাওয়া গেছে। ঐ নির্বাচনের প্রার্থীগণ এবং তাঁদের মার্কাগুলো হল: জাহাঙ্গীর আলম (নৌকা), হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), মো. রুহুল আমিন (কাস্তে), জালাল উদ্দিন (মোমবাতি), ফজলুর রহমান (মিনার), মো. নাসির উদ্দিন (হাত পাখা), এবং ফরিদ আহমদ (টেবিল ঘড়ি)। বিস্তারিত পড়ুন এখানে

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন এবং ৩০ জুলাই রাজশাহী, সিলেট, এবং বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। 

অতএব, উপরের আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ব্যালট পেপারের ছবিটি চলমান জাতীয় সংসদ নির্বাচনের সময়কার নয়৷ বরং সেটা পাঁচ বছরের পুরানো একটি ছবি। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।

সংযোজন: গত ০৭ জানুয়ারি ২০২৩ এ প্রকাশিত এই প্রতিবেদনটির সাথে সঙ্গতিপূর্ণ একটি নতুন তথ্য (গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যালট পেপার) যোগ করা হল।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh