পুরনো মিছিলের ভিডিওকে নির্বাচনের দিনের ঘটনা বলে প্রচার

Published on: January 8, 2024

যা দাবি করা হচ্ছেঃ ৭ই জানুয়ারি, ২০২৪ তারিখে অর্থাৎ নির্বাচনের দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিছিল বের করেছে এবং পুলিশের সাথে সহিংসতায় জড়িয়েছে।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ এটি ১৫ই নভেম্বর, ২০২৩ তারিখের মিছিলের ভিডিও। ওই মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের তফসিল ঘোষণা ঠেকাতে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করেছিলো। এটি আজকের অর্থাত্‌ ৭ই জানুয়ারির কোনো ঘটনা নয়।  তাই ফ্যাক্টওয়াচ ছড়িয়ে পড়া ভিডিওটিকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির স্ক্রিনশট নিয়ে গুগল ইমেজ সার্চ দিলে ফেসবুকে ইসলামি যুব আন্দোলন ইনানী নামক পেজ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে প্রকাশিত একই ধরণের একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে লেখা ছিলো ‘এই মাত্র পাওয়া গণ বভন গেরাওর হুমকি দিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। (বানান অবিকৃত রাখা হয়েছে) ’ এই পোস্ট থেকে বোঝা যায় ভিডিওটি বর্তমান সময়ের নয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও এবং “ইসলামি যুব আন্দোলন ইনানী” পেজে প্রকাশিত ভিডিওতে ৭ মিনিট ১১ সেকেন্ডের সময় একটি ব্যানার দেখতে পাওয়া যায়। ব্যানারটি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলে দেখা যায় সেখানে লেখা আছে ‘MASS PROTEST MARCH TOWARDS ELECTION COMMISSION’। এই ব্যানার দেখে ধারণা করা যায় মিছিলটি ইলেকশন কমিশন অভিমুখে যাচ্ছে।

পরবর্তীতে গুগল কিওয়ার্ড অনুসন্ধানে ১৫ই নভেম্বর ২০২৩ তারিখে ঢাকা পোস্টের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি শিরোনাম ছিলো ‘তফসিল ঘোষণা ঠেকাতে ইসির উদ্দেশে ইসলামী আন্দোলনের গণমিছিল শুরু ’। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বুধবার (১৫ই নভেম্বর) সন্ধ্যায়। তফসিল ঘোষণা বন্ধের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে গণমিছিল শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গণমিছিলের যাত্রা শুরু করে দলটি।

প্রতিবেদনে শেয়ার করা ইউটিউব ভিডিওতে ব্যানারটিও দেখা যায়। ব্যানারটিতে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা ছিলো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ Islami Andolan Bangladesh থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যাত্রার ভিডিওটি লাইভ প্রচার করা হয়। লাইভ ভিডিওটির ক্যাপশনে লেখা হয় ‘নির্বাচন কমিশন অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল থেকে সরাসরি..’। লাইভ ভিডিওটিতেও একই ব্যানার দেখতে পাওয়া যায়।

অতএব ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে মিছিলের ভিডিওটি বর্তমান সময়ের নয়। ভিডিওটি ১৫ ই নভেম্বর, ২০২৩ তারিখের মিছিলের ভিডিও। তাই ফ্যাক্টওয়াচ ছড়িয়ে পড়া ভিডিওটিকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করছে।

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh