নতুন আবিষ্কৃত ব্যাকটেরিয়ার নাম ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ রাখা হয় নি

Published on: December 25, 2023

নতুন আবিষ্কৃত একটি ব্যাকটেরিয়ার নাম রাখা হয়েছে “রবীন্দ্রনাথ ঠাকুর” – এমন একটি খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে,  বিশ্বভারতীর অণুজীববিজ্ঞান বিভাগের গবেষকেরা নতুন প্রজাতির যে ব্যাক্টেরিয়াটির সন্ধান পেয়েছেন , তাঁর নাম প্রস্তাব করেছেন Pantoea tagorei. । বিশ্বভারতী’র প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে। তবে ব্যাকটেরিয়াটির নাম সরাসরি “রবীন্দ্রনাথ ঠাকুর” নয়।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

নতুন আবিষ্কৃত কোনো একটি উদ্ভিদ বা প্রাণীকে তাঁর বৈশিষ্ট্য অনুযায়ী জগত,পর্ব, শ্রেণী, বর্গ, পরিবার, গণ ইত্যাদি অনুযায়ী সাজানো হয়। তবে নামের প্রজাতি ( species) অংশটির নামকরণ এর ব্যাপারে আবিষ্কর্তা নিজের সৃজনশীলতা দেখাতে পারেন। ইতিপূর্বে অনেক আবিষ্কারক তাদের নিজেদের নামে, বা তাদের দেশের নামে, বা দেশের বিখ্যাত কোনো ব্যক্তির নামে নতুন প্রজাতির নামকরণ করেছেন।

দ্বিপদী নামকরণের নিয়ম অনুযায়ী,গণ এবং প্রজাতির নাম মিলেই একটি উদ্ভিদ বা প্রাণীর দ্বিপদী নাম/ বৈজ্ঞানিক নাম বিবেচনা করা হয়। তবে, এই সব শব্দই ল্যাটিন ভাষার বানানরীতি অনুযায়ী লিখতে হয়, তাই ইংরেজি হতে এদের বানানরীতি কিছুটা ভিন্ন হয়। এছাড়া, গণ এর নামের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটারে, এবং প্রজাতির নামের প্রথম বর্ণ স্মল লেটারে লিখতে হয়, এবং পুরা নামটা ইটালিক স্টাইলে লিখতে হয় ।

কালের কণ্ঠের এই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের নামে নামকরণ করা উদ্ভিদ ও প্রাণীদের নামের একটি তালিকা দেওয়া হয়েছে। যেমন-  Anelosimus nelsoni ( Nelson Mandela এর নাম অনুসারে) , Heterospilus washingtoni (George Washington স্মরণে), Desmopachria barackobamai (Barack Obama স্মরণে) , Goetheana shakespearei ( William Shakespeare স্মরণে), Mesoparapylocheles michaeljacksoni ( Michael Jackson এর নাম অনুসারে) ।

বাংলাদেশের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) গবেষক ড. মো. বেলাল হোসেন তাঁর আবিষ্কৃত পলিকীট এর নাম রেখেছিলেন গ্লাইসেরা শেখমুজিবি (Glycera sheikhmujibi)

এমনকি, ইতিপূর্বে ভারতে প্রাপ্ত এক প্রজাতির ডাইনোসরের ফসিল অনুযায়ী উক্ত প্রজাতির নামকরণ করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। নামটা ছিল Barapasaurus tagorei. 

এসব নামকরণ এর ধরন দেখে বোঝা যাচ্ছে, প্রতিটা দ্বিপদী নামের শেষ অংশে আবিষ্কর্তা নিজেদের ইচ্ছা অনুযায়ী কোনো বিখ্যাত ব্যক্তির নাম সংযুক্ত করেছেন (যেমন শেখ মুজিব , ওয়াশিংটন, মাইকেল জ্যাকসন ইত্যাদি)। নামের প্রথম অংশ অর্থাৎ ‘গণ’ (Genus) এ এভাবে বিখ্যাত কোনো ব্যক্তিত্বের নাম সংযুক্ত করার উপায় নেই ।

অর্থাত্‌,নামের প্রথম অংশ ‘রবীন্দ্রনাথ’ এবং দ্বিতীয় অংশ ‘ঠাকুর’ রেখে কোনো উদ্ভিদ বা প্রাণীর নামকরণ সম্ভব নয়।

এবার আসা যাক সাম্প্রতিক খবরটা নিয়ে। ঢাকা টুডে এর এই প্রতিবেদনে বলা হয়েছে ,  সম্প্রতি রবীন্দ্রনাথের ঠাকুর নামের সঙ্গে মিলিয়ে ব্যাকটেরিয়ার নাম রেখেছেন একদল বিজ্ঞানী। সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘উপকারী এক ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন। আর সেটিরই নামকরণ হয়েছে রবিঠাকুরের (Pantoea Tagorei) নামে।

গবেষক দলের অন্যতম সদস্য বুম্বা দাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই ব্যাকটেরিয়ার নামকরণের পেছনে রয়েছে একটিই বিশেষ কারণ। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গাছপালা পছন্দ করতেন এবং কৃষিকাজে তাঁর নানা অবদান রয়েছে। কৃষির উন্নতির জন্য তিনি বিজ্ঞান সাধনায় উৎসাহও দিতেন। আর সেটিই নামকরণের প্রধান কারণ।

বিজ্ঞানীরা বলছেন, Pantoea Tagorei ফসফরাসকে দ্রবীভূত করে এবং মাটিতে নাইট্রোজেন ভান্ডারকে পূরণ করে—এই দুটিই বিষয়ই উদ্ভিদকে বাঁচতে সাহায্য করে এবং ফলন বাড়ায়। ফলে সেই হিসেবে নতুন খুঁজে পাওয়া ব্যাকটেরিয়াটিকে পরিবেশ ও মানুষের জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচনা করা যেতে পারে। আর সে কারণেই এমন নামকরণ করা হয়েছে জীবাণুটির।

Times of India এর খবরেও একই কথা বলা হয়েছে, এবং এখানেও ব্যাক্টেরিয়াটার নামের বানানরীতি কিছুটা ভুল করে Pantoea Tagorei হিসেবে ছাপানো হয়েছে ।

ইন্ডিয়ান জার্নাল অফ মাইক্রোবায়োলজিতে গত ১৪ই ডিসেম্বর প্রকাশিত মূল গবেষণাপত্র থেকে দেখা যাচ্ছে, গবেষকদল এই নতুন আবিষ্কৃত ব্যাক্টেরিয়াটার নাম Pantoea tagorei  হিসেবে প্রস্তাব করেছেন ।

সাধারনত, ব্যাক্টেরিয়াকে আমাদের সমাজে অপকারী বা ক্ষতিকর অণুজীব হিসেবেই অধিকাংশ লোক জানে । কারন, ব্যাকটেরিয়াজাত বিভিন্ন রোগে ( যেমন টিটেনাস, টাইফয়েড, জ্বর, ডিপথেরিয়া, সিফিলিস,কুষ্ঠ ইত্যাদি) আক্রমণের পরেই সাধারণ মানুষের কাছে ব্যাক্টেরিয়ার নামটা পৌছে। এছাড়া, ব্যাক্টেরিয়া ধ্বংস অরার জন্য বিভিন্ন সাবানের বিজ্ঞাপন ও গণমাধ্যমে [রচারিত হয়। এ কারণে ‘ব্যাক্টেরিয়া মাত্রই খারাপ বা ক্ষতিকর’ এমন একটা ধারনা জনমানসে থাকতে পারে। এ কারণে ব্যাকটেরিয়ার নাম রবীন্দ্রনাথ ঠাকুর শুনে অনেকে বিস্মিত হচ্ছেন ,অনেকে ট্রল করছেন।


তবে প্রকৃতপক্ষে, পৃথিবীতে প্রচুর উপকারী ব্যাকটেরিয়াও রয়েছে। কিছু প্রজাতির ব্যাকটেরিয়া থেকে ( যেমন Bacillus subtilis ) এন্টিবায়োটিক তৈরি হয়। কিছু প্রজাতির ব্যাক্টেরিয়ার সাহায্যে দুধ থেকে দই তৈরি করা হয় ( যেমন Streptococcus lactis) । আবার ভিনেগার বা সিরকা তৈরি করা হয় Acetobacter xylinum করা হয়। এভাবে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা রয়েছে। সদ্য আবিষ্কৃত Pantoea tagorei  ও অনুরূপ একটি উপকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা ফসফরাসকে দ্রবীভূত করে এবং মাটিতে নাইট্রোজেন ভান্ডারকে পূরণ করে—যার ফলে ফসলের ফলন বৃদ্ধি পায়।

সিদ্ধান্ত

নতুন ব্যাক্টেরিয়াটার নাম রবীন্দ্রনাথ ঠাকুর- এই বক্তব্যটা ভুল, বরং সদ্য আবিষ্কৃত ব্যাকটেরিয়াটার নাম Pantoea tagorei  হিসেবে প্রস্তাব করেছে গবেষকদল, যে নামটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে দেওয়া হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এই ভুল দাবিযুক্ত ফেসবুক পোস্টগুলোকে ‘আংশিক মিথ্যা’ সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh