মৈত্রী এক্সপ্রেসে পেট্রোল বোমা হামলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য

Published on: December 25, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পাঁচ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুজন পুলিশ সদস্য পেট্রোল বোমার বোতল সদৃশ বস্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন৷ ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে, “পেট্রোল বোমা কারা মারে এবার দেখে নিন। মৈত্রী ট্রেনে পেট্রোল বোমা হামলার নাটক।” এই ক্যাপশন পড়ে মনে হচ্ছে পুলিশই ট্রেনে পেট্রোল বোমা মেরেছে! তবে অনুসন্ধান করে দেখা গেছে, আলোচিত ভিডিওটি একটি পূর্ণাঙ্গ ভিডিও থেকে কেটে নেয়া। পরে ফেসবুক থেকে প্রাপ্ত ঐ ভিডিও থেকে জানা গেছে, গত ০১ নভেম্বর ২০২৩ এ পাবনার ঈশ্বরদীতে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কিছু দুষ্কৃতকারী পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল আলামত হিসেবে উদ্ধার করে। মূলত পেট্রোল বোমা উদ্ধারের ভিডিওকে সম্পাদনা করে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন পুলিশই ট্রেনে পেট্রোল বোমা হামলার নাটক সাজিয়েছে! সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে। 

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিটি সঠিক কিনা তা যাচাই করতে গিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি অনুসরণ করে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি বিধায় আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে দীপ্ত টিভি নিউজ এবং পাবনার কিছু স্থানীয় নিউজ চ্যানেলের (আজকের পাবনা, সময়ের পাবনা, স্বদেশ বার্তা ২৪) ফেসবুক পেজ থেকে একাধিক ভিডিও খুঁজে পাওয়া গেছে। উক্ত ভিডিওগুলো যাচাই করে দেখা গেছে যে, প্রত্যেকটি ভিডিওর মাঝে এমন একটি অংশ রয়েছে যার সাথে আলোচিত পাঁচ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির বেশ মিল রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি একটি পূর্ণাঙ্গ ভিডিওর অংশ।

এরপর বিভিন্ন নিউজ চ্যানেলের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত ভিডিওগুলো মারফত জানা গেছে, গত ০১ নভেম্বর ২০২৩ এ পাবনার ঈশ্বরদীতে কলকাতা থেকে ঢাকাগামী ট্রেন মৈত্রী এক্সপ্রেসকে লক্ষ্য করে কিছু দুষ্কৃতকারী ঢিল এবং পেট্রোল বোমা ছুঁড়ে মারে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সেখান থেকে পেট্রোল বোমার বোতল আলামত হিসেবে জব্দ করে। এই বিষয়ে পাকশী রেলওয়ে জোনের পুলিশ সুপার সাহাবউদ্দীন বিডিনিউজ টুয়েন্টিফোরকে বলেন, “ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি হাতবোমা ও একটি পেট্রোল বোমার বোতল জব্দ করা হয়েছে।” মূলত জব্দকৃত পেট্রোল বোমার বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা দুজন পুলিশ সদস্যের ভিডিওটি মূল ভিডিও থেকে কেটে নিয়ে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, পুলিশই ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপের নাটক সাজিয়েছে। 

বাম পাশের ভিডিওটির দাবি বিভ্রান্তিকর। ডান পাশের ভিডিওটি আসল।

০১ নভেম্বর ২০২৩ এ পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনের কাছে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসে পেট্রোল বোমা হামলার ঘটনা নিয়ে প্রকাশিত বেশকিছু মূলধারার সংবাদমাধ্যমের সংবাদগুলো পড়ুন এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

অতএব, উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিতে দৃশ্যমান পুলিশ সদস্যরা ট্রেনে পেট্রোল বোমা মারেননি। বরং কিছু দুষ্কৃতকারী ট্রেনে পেট্রোল বোমা মেরে পালিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে পেট্রোল বোমার বোতল আলামত হিসেবে জব্দ করে।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির দাবিকে “বিভ্রান্তিকর” হিসেবে গণ্য করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh