Published on: May 19, 2022
![]() |
ভাইরাল ফেসবুক পোস্টগুলো দেখুন এখানে, এবং এখানে।
গুজবের উৎস: 44th Bcs Preliminary preparation 2022 নামক ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। পরবর্তীতে সেখান থেকে পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: ভাইরাল পোস্টটির সত্যতা জানতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পি.এস.সি) ওয়েবসাইটে যেয়ে দেখা যায় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭.০৫.২০২২ তারিখে অনুষ্ঠিত হবে সেই তথ্যটি দেওয়া আছে। সেখানে পরীক্ষা পেছানোর কোনো নোটিশ পাওয়া যায় নি। বিষয়টি সম্পর্কে পিএসসি সচিব মোঃ সোহরাব হোসাইন এর ব্যক্তিগত সহকারি এস. এম. আলমগীর কবির ফ্যাক্টওয়াচকে জানান, “আগামী ২৭. ০৫. ২০২২ তারিখে ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর প্রিলিমিনারি টেস্টটি যথাসময়েই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পি.এস.সি) ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় সূচীতে কোনো পরিবর্তন নিয়ে আসেনি”
সুতরাং “পিছিয়ে গেলো ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা” ক্যাপশনের ফেসবুক পোস্টটি সম্পূর্ণ ভিত্তিহীন। যে কারণে ফ্যাক্টওয়াচ এসকল ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|