দেশে কি ‘ফ্রি ফায়ার’ ও ‘পাবজি’ নিষিদ্ধ হচ্ছে?

Published on: June 2, 2021

সম্প্রতি “দেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি গেম” শীর্ষক কিছু খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যাপক আলোচিত এই খবরগুলোতে ‘ফ্রি ফায়ার’ ও ‘পাবজি’ গেম দুটি বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, এমন দাবি করা হয়। কিন্তু গতকাল ৩০ মে যমুনা টিভিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, এমন কোনো সিদ্ধান্ত তারা নেন নি। আবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সচিবের বরাত দিয়ে সংবাদ এসেছে যে, এই গেমদুটি নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হচ্ছে, শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে। সরকারের নীতি নির্ধারণী মহলে এই দুরকম বক্তব্য থাকার কারণে ফ্রি ফায়ার ও পাবজি নিষিদ্ধ হওয়ার খবরটিকে ফ্যাক্টওয়াচ ‍“বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করেছে।  

“দেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি গেম”, “দেশে বন্ধ হচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি” অথবা “গেমের আসক্তি নিয়ে উদ্বেগ, বাংলাদেশে বন্ধ হচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি” এমন সব শিরোনামে খবরটি দ্রুত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

স্ক্রিনশট দেখুন

 

 

 

 

 

 

 

 

উক্ত খবরগুলোর বিস্তারিত অংশে দাবি করা হচ্ছে, “শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গেম দুইটি বন্ধে উদ্যোগ নিচ্ছে।” এসকল প্রতিবেদন থেকে আরও জানা যায়, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ইতিমধ্যে গেম দুটি বন্ধের কার্যক্রম শুরু করেছে।

এরকম কিছু প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক, সারা বাংলা, এবং ইনকিলাব সহ আরও বেশ কিছু সংবাদমাধ্যম।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘পাবজি ও ফ্রি ফায়ার বন্ধের খবর গুজব: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী’ শীর্ষক প্রতিবেদনে যমুনা টিভিও বলছে একই কথা। যমুনা টিভির প্রতিবেদনটি বলছে, “জনপ্রিয় গেম ফ্রি ফায়ার ও পাবজি বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চললেও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানালেন, গেম দুটি বন্ধের খবর গুজব।”

“দেশে বন্ধ হচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি” শীর্ষক প্রতিবেদনগুলোর মধ্যে দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, “গত ২৯ মে,  শনিবার বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানিয়েছেন, গেম দুইটি বন্ধে কাজ চলছে। ইতিমধ্যে বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। আশা করি শিগিগরই গেম দুইটি বন্ধ হবে।“ ‘সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ করতে যাচ্ছে মন্ত্রণালয় ও বিটিআরসি’ শীর্ষক এরকম বেশ কিছু প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল।

এর প্রতিক্রিয়ায় Jagonews24.com’কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “করোনার কারণে দীর্ঘদিন ধরে সংসদীয় কমিটির কোনো মিটিং হয় না। আর সংসদীয় কমিটি কোনো সুপারিশ করলে আমাকে ডেকে নিয়ে তো সুপারিশ করবে।”

সরকারি বিভিন্ন মহল থেকে জনপ্রিয় এই গেম দুটি নিষিদ্ধের দাবিগুলো নতুন কিছু নয়। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে কিশোর-কিশোরীদের এই খেলায় মেতে ওঠার বিষয়টিও লক্ষ্য করছে সরকার। কিন্তু এ প্রসঙ্গে মোস্তাফা জব্বার গেমগুলো নিয়ন্ত্রণ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি নিয়ে কথা বলতে বেশি আগ্রহ দেখান। “কিছু খারাপ থাকলে আমরা চেষ্টা করব যাতে সেটাকে কন্ট্রোল করা যায়। কিন্তু বন্ধ করে দিয়ে কিছু করা যায়, এটা আমি মনে করি না” তিনি Jagonews24.com’কে এ কথা বলেন।

সরকার ফ্রি ফায়ার ও পাবজি বন্ধের ঘোষণা না করলেও বিষয়টি ঘিরে ভিন্ন ভিন্ন মন্ত্রনালয়ের রয়েছে উদ্বেগ। এ বিষয়ে নানান সময়ে প্রকাশ্য বিবৃতি দেয়া হয়েছে সেসব মন্ত্রণালয় থেকে। ফলে, অদূর ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত সরকারের নীতি নির্ধারণী মহল থেকে আসতেও  পারে। কিন্তু এখনো যেহেতু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারের তরফে নেয়া হয় নি, তাই এই সংবাদটিকে “বিভ্রান্তিকর” হিসেবেই চিহ্নিত করা যায়।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

 

 

Leave a Reply