রুশো কাজী মেটা’র থ্রেডস এর সহ-প্রতিষ্ঠাতা কিংবা সিইও নন

Published on: July 10, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে, মেটা (META) এর নতুন প্রবর্তিত মোবাইল অ্যাপ্লিকেশন থ্রেডস (Threads) এর সহ-প্রতিষ্ঠাতা হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশো কাজী। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে যে, রুশো কাজীর বানানো মোবাইল অ্যাপ্লিকেশন থ্রেডস (Threads) এর সাথে মেটার নতুন মোবাইল অ্যাপ্লিকেশনটির কোন সম্পর্ক নেই, বরং দুটো অ্যাপ্লিকেশনই আলাদা এবং দুটোই থ্রেডস নামে পরিচিত। মূলত মেটার থ্রেডস নামক অ্যাপ্লিকেশনটি টুইটারের আদলে তৈরি করা হয়েছে, যেখানে সরাসরি কাউকে বার্তা পাঠানোর সুযোগ নেই। অন্যদিকে, অপর মোবাইল অ্যাপ্লিকেশন থ্রেডস এ ব্যবহারকারীরা যে কাউকে বার্তা পাঠাতে পারবেন। উক্ত থ্রেডস এর টুইটার হ্যান্ডেলের বায়োতে স্পষ্ট করে বলা হয়েছে যে, মেটার সাথে তাদের কোন সম্পর্ক নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ভারতীয় সংবাদমাধ্যম দি স্টেটসম্যান এ রুশো কাজীকে মেটার থ্রেডস এর সহ-প্রতিষ্ঠাতা দাবি করে প্রকাশিত সংবাদটি দেখুন এখানে (আর্কাইভ)।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটির সত্যতা যাচাই করতে আমরা কিছু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করি এবং ৯ জুলাই ২০২৩ এ প্রকাশিত দি ডেইলি স্টার এর “Meet Rousseau Kazi, the Bangladeshi-born CEO and Co-Founder of the other ‘Threads’” শীর্ষক শিরোনামের একটি সংবাদ খুঁজে পাই। উক্ত সংবাদটি পড়ে আমরা জানতে পেরেছি যে, মেটার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন থ্রেডস এর ডোমেইনটি প্রচলিত .com নয়, বরং তারা তাদের ডোমেইন হিসেবে .net কে বেছে নিয়েছে কারণ .com ডোমেইনটি মেটার আগে অন্য আরেকটি মোবাইল অ্যাপ্লিকেশন দখল করে নিয়েছে যা থ্রেডস নামে পরিচিত। উক্ত থ্রেডস এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন রুশো কাজী।

 

মেটার নতুন প্রবর্তিত থ্রেডস নামক মোবাইল অ্যাপ্লিকেশনটি টুইটারের মতো একটি সামাজিক মাধ্যম যেখানে ব্যবহারকারীরা কোন কিছু পোস্ট, শেয়ার, কমেন্ট, এবং রিপোস্ট করতে পারবেন। অন্যদিকে, রুশো কাজীর তৈরিকৃত থ্রেডস হচ্ছে একটি মেসেজিং প্লাটফর্ম যেখানে বার্তা পাঠানো থেকে শুরু করে অডিও কল কিংবা ভিডিও প্রেজেন্টেশন এর মতো সুবিধাগুলো রয়েছে।  

একই নামের দুটো মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহারকারীদের মাঝে যেন কোন বিভ্রান্তি না ঘটে সে জন্য .com ডোমেইনধারী থ্রেডস এর একটি টুইটার হ্যান্ডেলের বায়োতে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, থ্রেডস এর সাথে মেটার কোন সম্পর্ক নেই এবং থ্রেডস স্ল্যাক (Slack) নামক অন্য আরেকটি মোবাইল অ্যাপ্লিকেশনের খালি জায়গা পূরণ করতে ডিজাইন করে চালু করা হয়েছে।

 

 

তাছাড়া, .com ডোমেইনধারী থ্রেডস এর মোবাইল অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এবং তাদের সাথে যে মেটার কোন সম্পর্ক নেই সেটাও স্পষ্ট বলে দেওয়া হয়েছে।

থ্রেডস নামক দুটো মোবাইল অ্যাপ্লিকেশনের মাঝে একটি বিশেষ পার্থক্য রয়েছে। মূলত মেটার থ্রেডস নামক মোবাইল অ্যাপ্লিকেশনটি টুইটারের অনুরূপ, যেখানে একজন ব্যবহারকারী কোন কিছু শেয়ার, লাইক, কমেন্ট, এবং রিপ্লাই করতে পারবেন। মেটার এই নতুন অ্যাপ্লিকেশনটিতে টুইটারের মতো কাউকে সরাসরি বার্তা পাঠানোর সুযোগ নেই। অন্যদিকে, রুশো কাজী যে থ্রেডস নামক মোবাইল অ্যাপ্লিকেশনটি ডিজাইন করেছেন সেখানে ব্যবহারকারীরা যে কাউকে সরাসরি বার্তা পাঠাতে পারবেন

উল্লেখ্য, crunchbase নামক একটি ওয়েবসাইটে রুশো কাজীর প্রোফাইল ঘেঁটে দেখা গেছে যে, তিনি ২০১৭ সালের এপ্রিল থেকে থ্রেডস এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন এবং এখানে থ্রেডস এর যে লোগোটি ব্যবহার করা হয়েছে তার সাথে মেটার থ্রেডস এর লোগোর কোন মিল নেই। তাছাড়া, মেটার থ্রেডস চালু হয়েছে ২০২৩ সালের জুলাই মাসে। উক্ত প্রোফাইল থেকে আরও জানা গেছে যে, রুশো কাজী প্রায় ছয় বছর (২০১২ – ২০১৭) মেটা (তৎকালীন ফেসবুক) এর সাথে কাজ করেছেন।

 

অতএব, এই বিষয়টি এখন স্পষ্ট যে, রুশো কাজী মেটার নতুন প্রবর্তিত অ্যাপ্লিকেশন থ্রেডস এর সহ-প্রতিষ্ঠাতা কিংবা সিইও নন, বরং তিনি থ্রেডস নামেই পরিচিত অন্য আরেকটি অ্যাপ্লিকেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh