রুমিন ফারহানার খণ্ডিত বক্তব্য ভাইরাল

Published on: August 22, 2022

সম্প্রতি ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার ক্যাপশনে বলা হয়েছে, মুখ ফসকে তারেক রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রুমিন ফারহানা। অনুসন্ধানে দেখা যায়, ভিডিওর এই ক্যাপশনটি বিভ্রান্তিকর। মুলত ভিডিওটি ৩০ জুলাই, ২০২২ তারিখে “রাজনীতির আন্দোলন রাজনীতির ষড়যন্ত্র”। শিরোনামে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি টকশো অনুষ্ঠান থেকে নেওয়া হয়েছে। টকশোটিতে ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের আগে এবং পরের অনেক অংশ মুছে দিয়ে ২১ সেকেন্ডের এই ক্ষুদ্র ক্লিপটি উক্ত ক্যাপশনে ভাইরাল করা হয়েছে।

ফেসবুকে এরকম বিভ্রান্তিকর ক্যাপশনে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

ভাইরাল হওয়া মূল ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে একাধিক কী-ওয়ার্ডের মাধ্যমে গুগলে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধান থেকে জানা যায়, ৩০ জুলাই ২০২২ তারিখে সময় টিভির চ্যানেলে একটি টকশো সম্প্রচার করা হয় যেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি দলীয় হুইপ ও এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া ও বাংলাদেশ জাসদের একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

৫০ মিনিটের টকশোটি শুনলে দেখা যায়, প্রশান্ত ভূষণ বড়ুয়া তার আলোচনায় ১৩ মিনিট ২৩ সেকেন্ড অংশে বলেন, “২৬ অক্টোবর, ২০০৬ সাল। সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার- সালাম তালুকদারের ভাতিজা তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ঐ ক্যাবিনেটেরই- তিনি বলেছেন সংবাদ সম্মেলনে, তারেক ও তার সঙ্গী সাথীরা তখনকার মুদ্রা মানে ২৬ হাজার কোটি টাকা শুধু বিদ্যুতখাত থেকে লুট করেছেন, জ্বালানি ও বিদ্যুতখাত থেকে।“

ভিডিওটি দেখুন এখানে

একই টকশোর  ২৭ মিনিট ৭ সেকেন্ড অংশে প্রতিউত্তর পর্বে  রুমিন ফারহানা তাঁর নোট দেখে বলেন, “২৬ হাজার কোটি টাকা বিদ্যুৎখাত থেকে লুট করা হয়েছে। এক তারেক রহমান- বিএনপির অ্যাক্টিং চেয়্যারম্যান-তিনি লুট করেছেন। হয়েছে কি প্রোপাগান্ডার উপর যে দল নির্ভর করে এবং যে দলের পায়ের নিচে মাটি থাকে না, সে দল অনেক কথা বলে। কি বলে, নিজেরাও বুঝে না। প্রলাপের মতো বলে। ৫ বছরে বিদ্যুতখাতে বিএনপির বাজেটই ছিল ২০ হাজার কোটি টাকা তাহলে সেখান থেকে ২৬ হাজার কোটি টাকা নাই হয় কিভাবে?”  

 অর্থাৎ টকশোটিতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া ১৩ মিনিট ২৩ সেকেন্ড অংশে  তারেক রহমানের নামে যে অভিযোগটি উপস্থাপন করেন , বিএনপি দলীয় হুইপ ও এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা ২৭ মিনিট ৭ সেকেন্ড অংশ থেকে তা খণ্ডন করেন।

সুতরাং ব্যারিস্টার রুমিন ফারহানা তারেক রহমানের নামে করা  অভিযোগটি খণ্ডন করতে প্রশান্ত ভূষণ বড়ুয়ার বক্তব্যটি পুনরায় উদ্ধৃত করেন। পরবর্তীতে তাঁর উদ্ধৃত এটুকু বক্তব্য ভিডিওক্লিপ আলাদা করে তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। এভাবে প্রেক্ষাপট থেকে আলাদা করে ফেলার কারণে ঐটুকু বক্তব্য শুনে মনে হবে যেন রুমিন ফারহানা তারেক রহমানকে দুর্নীতিবাজ বলছেন! সঙ্গত কারণেই এই ভিডিওগুলোকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর” সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh