“ময়মনসিংহ গফরগাঁও এ করোনা নেগেটিভ বনাম পজিটিভ রোগীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত!” – খবরটি বিভ্রান্তিকর

Published on: September 30, 2021

সম্প্রতি “ময়মনসিংহ গফরগাঁও এ করোনা নেগেটিভ বনাম পজিটিভ রোগীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত!” শিরোনামে একটি খবর প্রকাশ করেছে কয়েকটি অনলাইন পোর্টাল। মূলত খবরটি গতবছরের ১ জুলাই তারিখে Bengali Sarcasm নামের একটি ব্যঙ্গাত্মক অনলাইন পোর্টাল থেকে প্রকাশিত খবর। একবছর আগের খবরটিতে “ব্যঙ্গাত্মক” কথাটি উল্লেখ না করে পুনরায় প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

১৬ এবং ৩০ সেপ্টেম্বরে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার হওয়া নিউজটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।


সম্প্রতি “ময়মনসিংহ গফরগাঁও এ করোনা নেগেটিভ বনাম পজিটিভ রোগীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত!” শিরোনামে ভাইরাল খবরটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে পাওয়া গেছে ১ জুলাই ২০২০ তারিখে বেঙ্গলি সারকাজম নামের একটি ব্যঙ্গাত্মক পোর্টালের একটি খবর। খবরটি উক্ত পোর্টাল এর “সারকাস্টিক নিউজ” সেকশনে “ময়মনসিংহের গফরগাঁও এ করোনা নেগেটিভ বনাম পজিটিভ মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত!” শিরোনামে প্রকাশিত হয়েছিল। খবরটির বিস্তারিত অংশের নীচে পোর্টালটি উল্লেখ করেছে: “(বিঃ দ্রঃ বেঙ্গলি সারকাজম একটি স্যাটায়ার ওয়েব সাইট এবং এই ওয়েব সাইটের সকল কন্টেন্ট শুধুই কেবল বিনোদনের জন্যে বানানো। এখানে প্রকাশিত কোনো সংবাদ বিশ্বাস না করার জন্যে অনুরোধ করা হলো।)” অর্থাৎ এটি যে কোনো সত্যিকারের ঘটনা নয় তা পাঠককে জানিয়েছে Bengali Sarcasm এবং সম্ভাব্য বিভ্রান্তি থেকে সাবধান করেছে।

বেঙ্গলি সারকাজম এর খবরটির বিস্তারিত অংশ অনুসন্ধান করে পাওয়া যায়, ১৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে fns24.com নামক একটি অনলাইন পোর্টালের একটি সংবাদকে কপি করে কিছু স্থানে পরিবর্তন করে বেঙ্গলি সারকাজম এই খবরটি তৈরি করেছে। “পোরশায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” শিরোনামে খবরটি ছিল মূলত নওগাঁর পোরশায় বৃহস্পতিবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী যুবকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে। খবরটি পড়ুন এখানে।

এদিকে বেঙ্গলি সারকাজম এর খবরটি ঘিরে গতবছর জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে এবং এখানে।


উপরোক্ত তথ্যপ্রমাণাদি থেকে বিষয়টি স্পষ্ট যে, “ময়মনসিংহ গফরগাঁও এ করোনা নেগেটিভ বনাম পজিটিভ রোগীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত!” শীর্ষক কোনো খেলা বাস্তবে অনুষ্ঠিত হয়নি। একবছর আগের ব্যাঙ্গাত্মক অনলাইন পোর্টাল থেকে প্রকাশিত খবরটিতে “ব্যঙ্গাত্মক” কথাটি উল্লেখ না করে পুনরায় প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply