সাঈদীর মৃত্যুতে শোকবার্তা দিয়েছে মহাকাশ সংস্থা নাসা? 

Published on: August 20, 2023

সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে দাবি করা হচ্ছে, দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে নাকি মহাকাশ সংস্থা নাসার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পোস্টে নাসার লোগো সম্বলিত ভুল ইংরেজিতে লেখা একটি শোকবার্তার ছবিও যুক্ত করা হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, শোকবার্তাটি মশকরা করার জন্য বানানো হলেও ফেসবুকে অনেকেই সত্যি মনে করে প্রচার করছে। ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “স্যাটায়ার” আখ্যা দিচ্ছে।

 

বিভ্রান্তির উৎস: 

গত ১৫ আগস্ট বিএনপি সমর্থক দুটো ব্যক্তিগত প্রোফাইল থেকে এই পোস্ট শেয়ার করা হয়। দেখুন এখানে, এখানে

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান:

আলোচ্য পোস্ট অনুযায়ী সাঈদীর মৃত্যুতে নাসা শোকবার্তা প্রকাশ করেছে ১৪ আগস্ট, ২০২৩ এ। 

প্রথমত, নাসার ওয়েবসাইটে গিয়ে প্রেস রিলিজ সহ বিভিন্ন সেকশন চেক করে আল্লামা সাঈদীর মৃত্যুতে কোনো শোকবার্তা পাওয়া যায় নি। এছাড়া নাসার ফেসবুক, টুইটার, ইউটিউব, রেডিট ইত্যাদি সোশাল মিডিয়া একাউন্টে এমন কোনো শোকবার্তার হদিশ পাওয়া যায় না। 

শোকবার্তায় Mary L. Cleave নামক একজনের স্বাক্ষর দেখা যাচ্ছে। Mary L. Cleave নাসার একজন অ্যাস্ট্রোনট ছিলেন যিনি নাসা থেকে ২০০৭ সালেই অবসর নিয়েছেন। সুতরাং ২০২৩ সালে নাসা থেকে প্রকাশিত কোনো প্রেস রিলিজে তার স্বাক্ষর থাকা সম্ভব নয়।

 

দ্বিতীয়ত, আলোচ্য শোকবার্তার ভাষা লক্ষ্য করলে দেখা যাচ্ছে, সাঈদীর ইংরেজি নামের বানান ভুল এবং তাকে নাসার বিজ্ঞানী মেশিনম্যান” সাঈদী হিসেবে সম্বোধন করা হয়েছে। আল্লামা সাঈদী একজন ধর্ম প্রচারক, রাজনীতিবিদ এবং একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। তাকে ব্যঙ্গ করেমেশিনম্যান” ডাকা হয়েছিল কোনো একটি ঘটনার প্রেক্ষিতে। এটি তার নাম কিংবা অর্জিত কোনো সুষ্ঠু উপাধি নয়, যেটি নাসার শোকবার্তায় থাকতে পারে। 

 

স্পষ্টতই তার মৃত্যুতে নাসার এই শোকবার্তা স্যাটায়ার হিসেবে বানানো হয়েছে। মূল স্যাটায়ার পোস্টের উৎস খুঁজে বের করা সম্ভব না হলেও, দেখা যাচ্ছে ছবিটি ফেসবুকে সত্যি বলে প্রচার করা হচ্ছে। এতে ব্যবহারকারীদের অনেকেই মনে করছেন সাঈদীর মৃত্যুতে নাসা প্রকৃতপক্ষে শোক প্রকাশ করেছে। 

সুতরাং বিভ্রান্তি এড়াতে ফ্যাক্টওয়াচ পোস্টকেস্যাটায়ার” সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh