চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবার জোড়া লাগার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা?

Published on: August 5, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ারকৃত একটি পোস্টে দাবি করা হচ্ছে যে, নবীজির ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার প্রমাণ পেয়েছে বিজ্ঞানীরা। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে নাসা (NASA) এর সোলার সিস্টেম এক্সপ্লোরেশন রিসার্চ এর বিজ্ঞানী ব্র্যাড বেইলি (Brad Bailey) এর মারফত জানা গেছে যে, অতীতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পরে আবার জোড়া লেগেছে – এমন কোন বৈজ্ঞানিক তথ্যপ্রমাণাদি নেই। অতএব, বিজ্ঞানীদের কাছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার প্রমাণ আছে – এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে। 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত দাবিটির সত্যতা যাচাই করতে আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে গুগলে অনুসন্ধান করি এবং Social media posts falsely claim the Moon ‘was once split in two’ – শীর্ষক শিরোনামে প্রকাশিত এএফপি ফ্যাক্ট চেকের একটি নিবন্ধ খুঁজে পাই। উক্ত নিবন্ধটিতে চাঁদ দ্বিখন্ডিত হয়ে যাওয়ার প্রমাণ আছে বিজ্ঞানীদের কাছে – এমন দাবিতে ভিন্ন ভাষায় ছড়িয়ে পড়া পোস্টগুলোর যথাযথতা যাচাই করে দেখেছে তারা। ঐ নিবন্ধে নাসা’র সোলার সিস্টেম এক্সপ্লোরেশন রিসার্চ এর বিজ্ঞানী ব্র্যাড বেইলি এর একটি বিবৃতি ব্যবহার করে বলা হয়েছে, বিজ্ঞানীদের কাছে এমন কোন আলামত নেই যার উপর ভিত্তি করে বলা যেতে পারে অতীতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবার জোড়া লেগেছিলো। ব্র্যাড বেইলির পুরো বিবৃতিটি পড়ুন এখানে

 

ভিন্ন ভাষায় ছড়িয়ে পড়া পোস্টগুলোতে চাঁদের পৃষ্ঠে টেকটোনিক প্লেটের নড়াচড়ায় তৈরি একটি দীর্ঘ খাদের (Rilles) ছবিকে অতীতে চাঁদের দুইভাগ হয়ে যাওয়ার আলামত হিসেবে দাবি করা হয়েছিলো। তবে, এএফপি ফ্যাক্ট চেক তাদের নিবন্ধে দেখিয়েছে, যে ছবিটিকে চাঁদের দুইভাগ হয়ে যাওয়ার আলামত হিসেবে উপস্থাপন করা হচ্ছে সেটা আসলে চাঁদের পৃষ্ঠে অবস্থিত Rima Ariadaeus নামক একটি দীর্ঘ খাদ বা Rille এর ছবি যা ১৯৬৯ সালের মে মাসে অ্যাপোলো ১০ (Apollo 10) নামক মহাকাশযানের যাত্রীরা তুলেছিলো। বিশেষজ্ঞরা একমত যে, চাঁদের পৃষ্ঠে অবস্থিত Rima Ariadaeus খাদটি দৈর্ঘ্যে প্রায় ৩০০ কিলোমিটার যা পৃথিবীর পৃষ্ঠে টেকটোনিক প্লেটের নড়াচড়ায় তৈরি অন্যান্য খাদের মতোই। 

 

বেশ কয়েকমাস আগে সামাজিক মাধ্যমে বাংলা ভাষায় আরো একটি গুজব ভাইরাল হয়েছিলো যে, অ্যাপোলো ১১ (Apollo 11) মহাকাশযানের নভোচারী নিল আর্মস্ট্রং (Neil Armstrong) নাকি চাঁদের বুকে একটি বিশাল ফাটল দেখতে পেয়েছিলেন যা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার আলামত এবং চাঁদে আজানের ধ্বনি শুনতে পেয়ে তিনি নাকি পৃথিবীতে এসে ইসলাম গ্রহণ করেছিলেন! বলাবাহুল্য, এসব দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায় নি এ বিষয়ে ফ্যাক্টওয়াচের রিপোর্টটি পড়ুন এখানে

অতএব, নবীজির ইশারায় চাঁদের দ্বিখণ্ডিত হয়ে আবার জোড়া লাগার প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছেন – এই দাবিটি মিথ্যা

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh