দুবাই এর শেখ ভারতে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেননি

Published on: December 26, 2023

যা দাবি করা হচ্ছেঃ দুবাই এর শেখ ভারতে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি মিথ্যা। ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডে যেই ছবির কোলাজগুলো দেখা যাচ্ছে সেখানে ভিন্ন ভিন্ন দুইজন শেখকে দেখা যাচ্ছে। একজনের নাম হচ্ছে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং অন্যজন হচ্ছেন ড. বু আবদুল্লাহ। এদের কেউই  হিন্দু ধর্ম গ্রহণ করেননি। মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবিতে নরেন্দ্র মোদি এবং হিন্দু সাধুদের সাথে দেখা করেছিলেন এবং বু আব্দুল্লাহ ভারত সফরকালে হিন্দু ধর্ম গুরু বাগেশ্বর ধাম সরকারের সাথে দেখা করেছিলেন। ধর্ম পরিবর্তনের মত কোনো ঘটনা সেখানে ঘটেনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টে চারটি ছবির একটি কোলাজ দেখতে পাওয়া যায়। যার মধ্যে একটি ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দুজন সাধুর সঙ্গে একজন শেখকে দাড়িয়ে থাকতে দেখা যায়। তাই এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ছবিটি ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে BAPS Swaminarayan Sanstha এর ওয়েবসাইটে ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেই প্রতিবেদনে যুক্ত একটি ভিডিওতে প্রথম ছবিটি খুঁজে পাওয়া যায়। তাছাড়া এই প্রতিবেদনে যুক্ত একটি ছবির এলবামেও আলোচিত প্রথম ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে নিশ্চিত হওয়া যায়, ছবিতে যে শেখকে দেখা যাচ্ছে, তিনি হলেন  সংযুক্ত আরব আমিরাতের তৎকালীন ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বর্তমানে তিনি  সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। তিনি মূলত তখন তার দেশে হিন্দু মন্দির তৈরি জন্য BAPS Swaminarayan Sanstha-কে জমি উপহার দিয়েছিলেন। তারা যখন মন্দির প্রকল্পের রূপরেখার একটি বই দেখছিলেন ছবিটি মূলত সেই সময়কার। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণের মত কোনো ঘটনা ঘটার প্রমাণ সেখানে পাওয়া যায়নি।

পরবর্তীতে দ্বিতীয় শেখের যেই ছবি দেখতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করেও রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে yaqoub.buabdullah.uae নামের একটি ভেরিফাইড ইন্সটাগ্রাম আইডিতে ছবিগুলো খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায় যে, এই শেখের নাম ডঃ বু আবদুল্লাহ যিনি দুবাইয়ের একজন শিল্পপতি। তিনি ভারতের দিল্লী ভ্রমণের সময় গত ২৪ নভেম্বর বাগেশ্বর ধাম সরকারের সাথে দেখা করেছিলেন। বু আবদুল্লাহ-র অফিসিয়াল ফেসবুক পেজ এবং বাগেশ্বর ধাম সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও এই একই ছবি দেখতে পাওয়া যায়। কিন্তু কোথাও বু আবদুল্লাহ-র ধর্ম পরির্তনের ব্যাপারে কোনো কিছুর উল্লেখ পাওয়া যায়নি।


অন্যদিকে, বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করেও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ডঃ বু আবদুল্লাহ বা আরব আমিরাতের অন্য কোনো শেখের হিন্দু ধর্ম গ্রহণ সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।

আবার, ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেকের অফিসিয়াল ওয়েবসাইটে বাগেশ্বর ধামের জনসংযোগ আধিকারিক কমল আবস্তির বরাত দিয়ে জানানো হয় যে, “ধীরেন্দ্র শাস্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাইয়ের শেখ এটা ঠিক। কিন্তু ধর্ম পরিবর্তনের মতো কোনও ঘটনা ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় যা রটছে তা পুরোপুরি ভুয়া দাবি।”

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে। 

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh